X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

কঠিন সময় ভুলে এগিয়ে যেতে চান ভালভারদে

স্পোর্টস ডেস্ক
১৭ আগস্ট ২০১৭, ১২:৩৫আপডেট : ১৭ আগস্ট ২০১৭, ১৩:০২

কঠিন সময় ভুলে এগিয়ে যেতে চান ভালভারদে নতুন মৌসুম শুরুর আগে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে স্প্যানিশ সুপার কাপের দুটি লেগে হার। বার্সেলোনার জন্য এটা ভোলার নয়। কিন্তু সামনে তো এগিয়ে যেতে হবে। কোচ এরনেস্তো ভালভারদের পরামর্শ, কঠিন এ সময়টা ভুলে গিয়ে সামনের দিকে তাকানো উচিত। রবিবার থেকে শুরু হতে যাওয়া লা লিগার জন্য দলকে মানসিকভাবে চাঙ্গা করতে চান তিনি।

স্প্যানিশ সুপার কাপের প্রথম লেগে ৩-১ গোলে হেরে যাওয়ার পরও দলের পারফরম্যান্সে খুশি ছিলেন ভালভারদে। কিন্তু দ্বিতীয় লেগে ২-০ গোলে হারের পর স্বীকার করলেন, এ ম্যাচে এগিয়ে ছিল রিয়াল। তবে এ হারের প্রভাব দীর্ঘমেয়াদী নয় বিশ্বাস তার। ভালভারদে মনে করেন স্পেনের কোনও দল অজেয় নয়, এমনকি রিয়ালও। তাই প্রস্তুত থাকতে বলছেন তিনি সামনের দিনের জন্য।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে লুই এনরিকের উত্তরসূরি বলেছেন, ‘কোনও দল অজেয় নয়। খেলায় যদি কোনও নিশ্চয়তার ব্যাপার থাকে, তবে সেটা হলো প্রত্যেক দলই অন্যের ভালো দিনে হেরে যায়। আমাদের জেতা দরকার ছিল নিশ্চিত। কিন্তু প্রতিপক্ষের কৃতিত্বকে অস্বীকার করার কোনও উপায় নেই আমাদের। রিয়াল আমাদের চেয়ে অনেক ভালো খেলেছে, বিশেষ করে এই ম্যাচে।’

আগামী রবিবার রিয়াল বেতিসের বিপক্ষে লা লিগা মৌসুম শুরু করবে বার্সেলোনা। এখন ওই ম্যাচ নিয়ে ভাবার পরামর্শ দিচ্ছেন ভালভারদে, ‘আমরা এ শিরোপা হারালাম, এটা সত্যি। আমরা সুযোগ পেলেও কাজে লাগাতে পারিনি যার মাশুল দিতে হলো হেরে গিয়ে। আমাদের শিগগিরই মানসিকভাবে চাঙ্গা হতে হবে কারণ লা লিগা শুরু হচ্ছে।’

হতাশায় ভেঙে পড়ার কোনও কারণ নেই বলছেন বার্সেলোনা কোচ, ‘সুপার কাপ প্রাক মৌসুমের শেষ খেলা, যদিও আমরা এটা জিততে চেয়েছিলাম। আমাদের সামনে এগিয়ে যেতে হবে, অন্য কোনও উপায় নেই। যদিও এটা কষ্টের ব্যাপার। জিততে না পারলে বড় দলগুলোর মধ্যে এমন কঠিন মুহূর্ত তৈরি হয়।’ মার্কা, ইএসপিএনএফসি

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আমার পাপ আর বাড়াবেন না: ইমন চক্রবর্তী
আমার পাপ আর বাড়াবেন না: ইমন চক্রবর্তী
হাজারীবাগে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
হাজারীবাগে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
ব্রাজিলিয়ান মিগেলের গোলে কষ্টে জিতলো কিংস
ব্রাজিলিয়ান মিগেলের গোলে কষ্টে জিতলো কিংস
তীব্র গরমে সুপার লিগে দুই দিন করে বিরতি
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগতীব্র গরমে সুপার লিগে দুই দিন করে বিরতি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া