X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

বার্সেলোনায় গাড়ি হামলায় ব্যথিত মেসি-রোনালদোরা

স্পোর্টস ডেস্ক
১৮ আগস্ট ২০১৭, ১১:১৬আপডেট : ১৮ আগস্ট ২০১৭, ১১:১৮

বার্সেলোনার ভ্যান হামলার পর আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে স্পেনের সাম্প্রতিক ইতিহাসে ভয়াবহ সন্ত্রাসী হামলায় বৃহস্পতিবার প্রাণ গেল ১৩ জনের। বার্সেলোনার লাস রামব্লাস পর্যটন এলাকায় ভিড়ের মধ্যে চলন্ত ভ্যান উঠিয়ে দেওয়ার ঘটনায় আহত হয়েছেন ৫০ জনের মতো। আর এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর মতো লা লিগার তারকা খেলোয়াড়রা। এছাড়া হতাহতদের প্রতি শোক-সমবেদনা প্রকাশে আরও কিছু পদক্ষেপ নিয়েছে কাতালান ফুটবল ক্লাব বার্সেলোনা ও এস্পানিওল।

ইনস্টাগ্রামে বার্সেলোনার ফরোয়ার্ড মেসি লিখেছেন, ‘আমাদের ভালোবাসার শহর বার্সেলোনায় এ সন্ত্রাসী হামলায় নিহতদের পরিবার ও বন্ধুদের প্রতি আমার সমবেদনা জানাই। যে কোনও ধরনের সহিংসতার বিরুদ্ধে আমি।’ পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী আশা না হারানোর ডাক দিলেন, ‘আমরা আশা হারাচ্ছি না। আমাদের অনেকেই শান্তির পৃথিবীতে বসবাস করতে চাই, কোনও ঘৃণা ছাড়াই। যে পৃথিবীতে শ্রদ্ধা ও সহিষ্ণুতা আমাদের অস্তিত্ব ধরে রাখে সেখানে থাকতে চাই।’ লিওনেল মেসির পোস্ট মানসিক আঘাত পেয়েছেন মেসির ক্লাব সতীর্থ লুই সুয়ারেস, ‘বার্সেলোনায় এমন ঘটনায় সত্যিই কষ্ট পেয়েছি। এ শহরের সব মানুষের প্রতি আমার সমবেদনা রইল।’ বার্সেলোনার হাভিয়ের মাসচেরানো, লুকাস দিগনে, সের্জি রবার্তো, জেরার্দ দিউলোফু ও স্যামুয়েল উমিতি শোকবার্তা লিখেছেন টুইটারে। জানিয়েছেন তীব্র নিন্দা।

সম্প্রতি বার্সেলোনা ছেড়ে প্যারিস সেন্ত জার্মেইয়ে যোগ দেওয়া নেইমার ভুলে যাননি শহরবাসীর কথা। ব্যথিত ব্রাজিলিয়ান লিখেছেন, ‘খুব কষ্ট পেয়েছি। বার্সেলোনার এ ঘটনায় আমি শোকার্ত। তাদের পরিবারের প্রতি সমবেদনা।’ বার্সেলোনার খেলোয়াড়দের শোকবার্তা ক্লাবের সঙ্গে ব্যালন ডি’অর ও দুটি লিগ জেতা রোনালদিনহো লিখেছেন, ‘বার্সেলোনা থেকে এমন খবর পেয়ে খুব দুঃখ পেয়েছি। নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা ও সংহতি প্রকাশ করছি।’

স্প্যানিশ সুপার কাপে আগের রাতে বার্সেলোনাকে হারিয়ে শিরোপা জেতা রিয়াল মাদ্রিদও শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে। রোনালদোর সঙ্গে গ্যারেথ বেল, সের্হিয়ো রামোস, মার্কো আসেনসিও ও দানি কারভাহাল শোকাহত। রোনালদো, বেল ও রামোস ছিলেন শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে রোনালদো লিখেছেন, ‘বার্সেলোনায় এ ঘটনায় আমি হতবিহ্বল। হতাহত ও তাদের পরিবারের প্রতি আমি সমবেদনা জানাই। তাদের পাশে আছি আমি।’

রিয়াল তাদের অফিসিয়াল ওয়েবসাইটে বিবৃতি দিয়েছে, ‘বার্সেলোনা শহরে এমন নিন্দনীয় হামলার ঘটনায় রিয়াল মাদ্রিদ গভীরভাবে ব্যথিত। নিহতদের পরিবার ও বন্ধুদের প্রতি সহানুভূতি জানাচ্ছি। যারা আহত হয়েছে, একই সঙ্গে তাদের দ্রুত সুস্থতা কামনা করছি।’

শুধু শোক-সমবেদনা প্রকাশেই সীমাবদ্ধ থাকছে না বার্সেলোনা। রবিবার রিয়াল বেতিসের বিপক্ষে ন্যু ক্যাম্পে কালো আর্মব্যান্ড পরে নামবে খেলোয়াড়রা। নিহতদের প্রতি শ্রদ্ধা রেখে ক্লাবের পতাকা থাকবে অর্ধনমিত। খেলা শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করবে দুই দলের খেলোয়াড়রা। জানা গেছে লা লিগার প্রথম রাউন্ডের সব দলই এক মিনিট নীরবতা পালন করবে।

এক বিবৃতিতে বার্সেলোনা জানিয়েছে, ‘আমাদের শহরের প্রাণকেন্দ্র লা রাম্বলা ডি বার্সেলোনায় এ সন্ত্রাসী হামলার ঘটনার তীব্র নিন্দা জানাই। একই সঙ্গে গভীর সমবেদনা প্রকাশ করছি নিহতদের পরিবার ও বন্ধুদের প্রতি। আমরা তাদের পাশে থাকব।’ ইএসপিএনএফসি

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দিলেন এক ব্যক্তি
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দিলেন এক ব্যক্তি
দুই জনপ্রতিনিধির নাম বলে সাভারে সাংবাদিকের ওপর কেমিক্যাল নিক্ষেপ
দুই জনপ্রতিনিধির নাম বলে সাভারে সাংবাদিকের ওপর কেমিক্যাল নিক্ষেপ
দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে যা বললেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ
দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে যা বললেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ
গরমে পুড়ছে খুলনা বিভাগ
গরমে পুড়ছে খুলনা বিভাগ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি