X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ভারতেও খেলবেন না স্টার্ক, ফিরেছেন ফকনার

স্পোর্টস ডেস্ক
১৮ আগস্ট ২০১৭, ১৫:০৪আপডেট : ১৮ আগস্ট ২০১৭, ১৬:১২

মিচেল স্টার্ক ইনজুরি থেকে সেরে উঠতে প্রত্যাশার চেয়েও বেশি সময় লাগছে। তাই বাংলাদেশের পর ভারত সফরেও যাচ্ছেন না মিচেল স্টার্ক। অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে রাখা হয়নি তাকে।

গত ফেব্রুয়ারিতে টেস্ট সিরিজ খেলতে ভারতে গিয়েছিলেন স্টার্ক। চার টেস্টের প্রথম দুটি খেলার পর পান পায়ের চোট। ছিটকে যান সিরিজের মাঝপথে। ইংল্যান্ডে চ্যাম্পিয়নস ট্রফিতে ফিরেছিলেন, তিন ম্যাচে নিয়েছিলেন ৫ উইকেট। কিন্তু টুর্নামেন্ট শেষে জানা গেল, পুরোপুরি সেরে ওঠেননি তিনি। তাই অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর থেকে বাদ দেওয়া হয় ২৭ বছর বয়সী পেসারকে। ভারত সিরিজে তাকে ফিট দেখার প্রত্যাশা করেছিলেন নির্বাচকরা। কিন্তু আশাহত তারা। স্টার্কের আন্তর্জাতিক ম্যাচে ফেরার সময় পেছানো হলো অ্যাশেজ সিরিজে চোখ রেখে।

১৪ জনের ওয়ানডে ও ১৩ জনের টি-টোয়েন্টি দলে বাঁহাতি পেসারের না থাকা প্রসঙ্গে ফিজিও ডেভিড বিকলে বলেছেন, ‘এখনও ডান পায়ের চোট থেকে সেরে ওঠার জন্য কাজ করে যাচ্ছেন মিচেল স্টার্ক। এজন্য দুই দলের বাইরে রাখা হয়েছে তাকে। প্রত্যাশার চেয়েও বেশি সময় নিচ্ছে তার সেরে ওঠার প্রক্রিয়া।’ তিনি জানান, ঘরোয়া ওয়ানডে কাপে নিউ সাউথ ওয়েলসের জার্সিতে খেলে অ্যাশেজের প্রস্তুতি সারবেন স্টার্ক।

জেমস ফকনার স্টার্কের না ফেরা হলেও নির্বাচকরা দরজা খুলে দিয়েছেন জেমস ফকনারের জন্য। স্পিন বোলিং অলরাউন্ডার অ্যাস্টন অ্যাগারের সঙ্গে ওয়ানডে দলে ফিরেছেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে গত ফেব্রুয়ারিতে শেষ একদিনের ম্যাচ খেলেছিলেন এ অলরাউন্ডার। ২০১৪ সালের পর প্রথমবার টি-টোয়েন্টিতে ডাক পেয়েছেন আরেক অলরাউন্ডার ড্যানিয়েল ক্রিস্টিয়ান। তার পাশাপাশি ইনজুরি কাটিয়ে ফিরেছেন ফাস্ট বোলার নাথান কোল্টার-নাইল।

অভিজ্ঞদের সঙ্গে এই সফরে রয়েছে কয়েকটি নতুন মুখ। ওয়ানডে দলে অভিষেকের অপেক্ষায় থাকবেন মাত্র একটি টেস্ট খেলা হিলটন কার্টরাইট। পাকিস্তানের বিপক্ষে গত জানুয়ারিতে সিডনি টেস্টে আন্তর্জাতিক অভিষেক হয়েছিল এ মিডল অর্ডার ব্যাটসম্যানের। প্রথমবার জাতীয় দলের জার্সি গায়ে দেওয়ার সুযোগ পাচ্ছেন জ্যাসন বেহরেনডোর্ফ। টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক মঞ্চে নাম লিখতে যাচ্ছেন এ বাঁহাতি ফাস্ট বোলার। ম্যাথু ওয়েডকে বাইরে রেখে ২০ ওভারের সিরিজে উইকেটরক্ষক রাখা হচ্ছে টিম পেইনকে।

ওয়ানডে ও টি-টোয়েন্টির এই সিরিজ ১৭ সেপ্টেম্বর থেকে ১৩ অক্টোবর হবে নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ক্রিকইনফো, ক্রিকেট অস্ট্রেলিয়া

ওয়ানডে দল: স্টিভেন স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, অ্যাস্টন অ্যাগার, হিলটন কার্টরাইট, নাথান কোল্টার-নাইল, প্যাট্রিক কামিন্স, জেমস ফকনার, অ্যারন ফিঞ্চ, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কুস স্টোইনিস, ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক), অ্যাডাম জাম্পা।

টি-টোয়েন্টি দল: স্টিভেন স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, জ্যাসন বেহরেনডোর্ফ, ড্যান ক্রিস্টিয়ান, নাথান কোল্টার-নাইল, প্যাট্রিক কামিন্স, অ্যারন ফিঞ্চ, ট্রাভিস হেড, মোয়াসেস হেনরিক্স, গ্লেন ম্যাক্সওয়েল, টিম পেইন (উইকেটরক্ষক), কেন রিচার্ডসন, অ্যাডাম জাম্পা।

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
উপজেলা নির্বাচন: জেলা-উপজেলায় আ.লীগের সম্মেলন বন্ধ
উপজেলা নির্বাচন: জেলা-উপজেলায় আ.লীগের সম্মেলন বন্ধ
মিয়ানমার-থাই সীমান্তে আবারও বিদ্রোহীদের হামলা, থ্যাইল্যান্ডে পালাচ্ছে মানুষ
মিয়ানমার-থাই সীমান্তে আবারও বিদ্রোহীদের হামলা, থ্যাইল্যান্ডে পালাচ্ছে মানুষ
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও
ভুয়া অবিবাহিত সনদের মেয়াদ বাড়াতে গিয়ে ধরা পড়লেন এক ব্যক্তি
ভুয়া অবিবাহিত সনদের মেয়াদ বাড়াতে গিয়ে ধরা পড়লেন এক ব্যক্তি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ