X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

সাইফ স্পোর্টিংয়ের টানা তৃতীয়, আরামবাগের প্রথম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ আগস্ট ২০১৭, ২২:২৬আপডেট : ১৮ আগস্ট ২০১৭, ২২:৩৫

গোলের পর সাইফ স্পোর্টিংয়ের খেলোয়াড়দের উল্লাস অবশেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফু্টবলে জয়ের দেখা পেল আরামবাগ ক্রীড়া সংঘ। শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ২-১ গোলে হারিয়েছে তারা ব্রাদার্স ইউনিয়নকে। দিনের আগের ম্যাচে জয়ের ধারা সচল রেখেছে সাইফ স্পোর্টিং ক্লাব। ভ্যালেন্সিয়া ওলায়া ও মতিন মিয়ার লক্ষ্যভেদে মুক্তিযোদ্ধা সংসদকে ২-০ গোলে হারিয়ে বিপিএলের নতুন দলটি পেয়েছে টানা তৃতীয় জয়।

আগের তিন ম্যাচের তিনটিতেই হেরেছিল আরামবাগ। ঘুরে দাঁড়ানোর মঞ্চ হিসেবে তারা বেছে নিয়েছে ব্রাদার্সের বিপক্ষে ম্যাচটি। ভাগ্যও সহায় ছিল আরামবাগের। ম্যাচের পঞ্চম মিনিটে তারা এগিয়ে যায় আশরাফুল করিমের আত্মঘাতী গোলে। গোলরক্ষকের ফেরানো বল ব্রাদার্সের এই খেলোয়াড়ের মুখে লেগে জড়িয়ে যায় জালে। শুরুতেই এগিয়ে যাওয়ার আত্মবিশ্বাস কাজে লাগে মিনিট চারেক পর আবারও গোলোৎসবে মাতে আরামবাগ। আলামলি বুকোলার লক্ষ্যভেদে নবম মিনিটেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় তারা।

শেষ পর্যন্ত ওই ব্যবধানেই জিততে চলেছিল আরামবাগ। কিন্তু দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে সিয়ো জুনাপিও জাল খুঁজে পেলে ব্যবধান কমায় ব্রাদার্স। তাতে অবশ্য ২-১ গোলের হার ঠেকাতে পারেনি তারা। এই জয়ে আরামবাগ প্রথমবার যোগ করেছে পয়েন্ট, ৪ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৩। সমান ম্যাচে ব্রাদার্সের পয়েন্ট ২।

শুক্রবার প্রিমিয়ার লিগ ফুটবলের প্রথম ম্যাচে সহজ জয় পেয়েছে সাইফ স্পোর্টিং। মুক্তিযোদ্ধার বিপক্ষে প্রথমার্ধে গোলের সুযোগ তৈরি করে ব্যর্থ হওয়া সাইফ স্পোর্টিং ৫৪ মিনিটে লিড নেয় ভ্যালেন্সিয়ার লক্ষ্যভেদে। এরপর ৭৪ মিনিটে মতিন মিয়া স্কোরশিটে নাম তুললে চলতি মৌসুমের তৃতীয় জয় নিয়ে মাঠ ছাড়ে প্রিমিয়ার লিগের নতুন দলটি।

এ জয়ে ৪ ম্যাচ শেষে সাইফ স্পোর্টিংয়ের পয়েন্ট গিয়ে দাঁড়াল ৯-এ। সমান ম্যাচে মুক্তিযোদ্ধার পয়েন্ট ৬।

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্র দূতাবাসের পুরস্কার পেলেন কুবির চার শিক্ষার্থী
যুক্তরাষ্ট্র দূতাবাসের পুরস্কার পেলেন কুবির চার শিক্ষার্থী
গরমে বেড়েছে অসুখ, ধারণক্ষমতার তিন গুণ বেশি রোগী হাসপাতালে
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালগরমে বেড়েছে অসুখ, ধারণক্ষমতার তিন গুণ বেশি রোগী হাসপাতালে
টিভিতে আজকের খেলা (১৯ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৯ এপ্রিল, ২০২৪)
মিয়ানমার থেকে চোরাই পথে আসা ৫ টন কফি পাউডার জব্দ
মিয়ানমার থেকে চোরাই পথে আসা ৫ টন কফি পাউডার জব্দ
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন