X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ফেভারিট কে জানেন না স্মিথ!

স্পোর্টস ডেস্ক
১৯ আগস্ট ২০১৭, ১৯:৫৩আপডেট : ১৯ আগস্ট ২০১৭, ১৯:৫৩

সংবাদ সম্মেলনে স্মিথ দেশ ছাড়ার আগে অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ বলেছিলেন, বাংলাদেশ সফর চ্যালেঞ্জিং হবে। ঢাকায় পা রাখার পরও একই সুর তার কণ্ঠে। দলের ১৪ খেলোয়াড়দের কেউ একটিও টেস্ট এখানে খেলেননি। খেলবেনই বা কীভাবে? অস্ট্রেলিয়া বাংলাদেশে সর্বশেষ পাঁচদিনের ক্রিকেট খেলতে এসেছিল ১১ বছর আগে। ওইবার স্বাগতিকদের হোয়াইটওয়াশ করেছিল রিকি পন্টিংরা। কিন্তু এতদিনে বদলে গেছে অনেক কিছু। গত কয়েক বছরে দেশের মাটিতে বাংলাদেশের রেকর্ড কেমন, জানা হয়ে গেছে স্মিথদের। তাই প্রতিপক্ষকে সমীহ না করা তাদের জন্য হবে বড় বোকামি। শনিবার সংবাদ সম্মেলনে তারই প্রতিফলন ছিল স্মিথের বক্তব্যে। দুই টেস্টের এ সিরিজে ফেভারিট কে সেটা নিয়ে দোদুল্যমান অসি অধিনায়ক।

সর্বশেষ উপমহাদেশীয় সফরে পাকিস্তান, শ্রীলঙ্কা ও ভারতের বিপক্ষে তিন টেস্ট সিরিজ হেরেছিল অস্ট্রেলিয়া। ব্যর্থতার সেই বৃত্ত থেকে বেরিয়ে আসার সুযোগ এবার তাদের। ২০০৬ সালের পর প্রথমবার বাংলাদেশ সফরে এসে অস্ট্রেলিয়া হাসিমুখে দেশে ফিরতে চায়।

কিন্তু সুখের স্মৃতি নিয়ে দেশে ফিরতে পারবেন কি না নিশ্চিত নয় স্মিথ। উত্তেজনায় ঠাঁসা একটি সিরিজের আভাস পাচ্ছেন ২৪ টেস্টে নেতৃত্ব দিয়ে ১২টি ম্যাচ জেতা অধিনায়ক। ২৮ বছর বয়সী তারকা বলেছেন, ‘আমার মতে এটা দারুণ একটা সিরিজ হতে যাচ্ছে। বাংলাদেশ এখানে খুব ভালো দল। কে ফেভারিট সেটা আমি বলতে পারছি না। তবে আমাদের সামর্থ্য নিয়ে আত্মবিশ্বাস থাকতে হবে। আশা করি আমরা সঠিক প্রক্রিয়ায় এগিয়ে যাব এবং সত্যিকারের ভালো সিরিজ হবে এটা।’

গত ১০ বছরে এশিয়ায় মাত্র দুটি ম্যাচ জেতার অভিজ্ঞতা হয়েছে অস্ট্রেলিয়ার। ২০১১ সালে শ্রীলঙ্কায় তিন ম্যাচের টেস্ট সিরিজ তারা নিশ্চিত করেছিল ১-০ তে। আর সর্বশেষ জয়টি ভারতের মাটিতে এ বছরের শুরুতে। যদিও গত ফেব্রুয়ারির এ বোর্ডার-গাভাস্কার ট্রফি তারা হেরেছিল ২-১ এ। এবার এসব গ্লানির স্মৃতি পাল্টে দিতে চান স্মিথ, ‘আমাদের জন্য এটা (উপমহাদেশে অস্ট্রেলিয়ার রেকর্ড) বদলে ফেলার সুযোগ। আমি মনে করি ভারতে আমরা সত্যিই ভালো কিছু করেছিলাম। কিন্তু সেটা আমাদের ধারাবাহিকভাবে করতে হতো। আমরা ওখান থেকে অনেক কিছু শিখেছি। আশা করি আমরা সেরাটা দিতে পারব সামনে।’

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া