X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

‘সাকিব-তামিম বিপজ্জনক’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ আগস্ট ২০১৭, ২১:১০আপডেট : ১৯ আগস্ট ২০১৭, ২১:২৮

‘সাকিব-তামিম বিপজ্জনক’ বাংলাদেশের দুই নির্ভরযোগ্য খেলোয়াড় সাকিব আল হাসান ও তামিম ইকবালকে নিয়ে সতর্ক অস্ট্রেলিয়ার অধিনায়ক। স্টিভেন স্মিথের চোখে তারা দুজন বিপজ্জনক। সফল হতে হলে তাদের চেয়ে সেরা পারফরম্যান্স করতে হবে দলের সবাইকে।

তামিম-সাকিবের জন্য মিরপুর টেস্ট হতে যাচ্ছে মাইলফলক। ২৭ আগস্ট তারা দুজনেই খেলতে নামবেন ক্যারিয়ারের ৫০তম টেস্ট। গত কয়েক ম্যাচ ধরে ধারাবাহিক এ দুই তারকা এমন মুহূর্তকে স্মরণীয় করে রাখতে চাইবেন। স্মিথও মনে করেন, নিজেদের দিনে তারা দুজন দলকে এগিয়ে নিতে পারেন। শনিবার সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার অধিনায়ক বলেছেন, ‘সাকিব-তামিম অনেক ক্রিকেট খেলেছে। তারা সত্যিই অনেক কিছু জানে। খেলাটা ভালো বোঝে। তারা বিপজ্জনক। আমরা যদি সফলতা পেতে চাই তাহলে তাদের চেয়ে ভালো পারফরম্যান্স করতে হবে আমাদের।’ তাদের নিয়ে সতর্ক থাকা তাই স্বাভাবিক।

গত মার্চে বাংলাদেশ সর্বশেষ টেস্ট খেলেছিল। শ্রীলঙ্কার মাটিতে সেটি ছিল দেশের শততম টেস্ট। মাইলফলক ছোঁয়ার ম্যাচটি তারা ৪ উইকেটে জিতেছিল দারুণ খেলে। ভালো খেলেছিলেন দেশের শীর্ষ দুই টেস্ট ব্যাটসম্যান তামিম-সাকিব। প্রথম ইনিংসে ৪৯ রান করলেও বাংলাদেশি ওপেনারের ব্যাটে শেষ ইনিংসে আসে ৮২ রান। ৪৯ টেস্টে ৩ হাজার ৬৭৭ রান করা তামিম হন ম্যাচসেরা। ৩ হাজার ৪৭৯ রানের মালিক সাকিব কলম্বোর ওই ম্যাচে প্রথম ইনিংসে ১১৬ রান করেছিলেন। দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটসহ এ অলরাউন্ডার সব মিলিয়ে ৬ উইকেট নেন বাংলাদেশের ঐতিহাসিক টেস্টে। সিরিজ সেরার ওই স্মৃতি নিয়ে এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবেন সাকিব।

শুধু সাকিব-তামিম নয়, পুরো বাংলাদেশের বিপক্ষে খেলাকে চ্যালেঞ্জ মানছেন সফরকারী অধিনায়ক, ‘অবশ্যই এটা চ্যালেঞ্জিং সিরিজ হবে। বাংলাদেশ এখানে চমৎকার ক্রিকেট খেলেছে। ইংল্যান্ডকে তারা টেস্টে হারিয়েছে খুব বেশিদিন হয়নি। আমরা এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিতে যাচ্ছি।

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৩৭
গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৩৭
কানে ডিভাইস নিয়োগ পরীক্ষার কেন্দ্রে বোন, বাইরে থেকে উত্তর বলার অপেক্ষায় ভাই
কানে ডিভাইস নিয়োগ পরীক্ষার কেন্দ্রে বোন, বাইরে থেকে উত্তর বলার অপেক্ষায় ভাই
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়