X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

পারফরম্যান্সের বিকল্প দেখছেন না নাসির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ আগস্ট ২০১৭, ১৬:১১আপডেট : ২০ আগস্ট ২০১৭, ১৯:৪৮

অনুশীলনে নাসির।  ছবি বিসিবির সৌজন্যে যখন যেভাবে সুযোগ পেয়েছেন, সুযোগটা বেশ ভালোভাবেই কাজে লাগিয়েছেন ‘ফিনিশার’ নাসির হোসেন। সেই যোগ্যতার বিচারেই অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের স্কোয়াডে সুযোগ পেয়েছেন। মূলত গত মৌসুমে ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্সের পুরস্কার হিসেবে দুই বছর পর টেস্ট দলে ফিরলেন তিনি।

সর্বশেষ বাংলাদেশ ক্রিকেট লিগে ৮ ইনিংসে দুটো হাফসেঞ্চুরিসহ ৩০.৮৭ গড়ে ২৪৭ রান ছিল তার খাতায়। জাতীয় ক্রিকেট লিগেও ছিলেন দুর্দান্ত- চার ইনিংসে ১০৯.৩৩ গড়ে করেছিলেন ৩২৮ রান। সেই প্রতিযোগিতায় ক্যারিয়ার সেরা ২০১ রানের ইনিংসও এসেছিল নাসিরের ব্যাট থেকে।

নাসিরও মনে করেন পারফরম্যান্সই জাতীয় দলে ফিরিয়ে এনেছে তাকে, ‘একজন ক্রিকেটার যেখানেই পারফর্ম করুক না কেন, সেটা বিবেচনায় আসবেই।’

শুধু পারফরম্যান্স নয়। নিজের সঙ্গেও যুদ্ধ চালাতে হয়েছে নাসিরকে। সেই যুদ্ধে শেষ পর্যন্ত জয়ী হয়েই দলে ফিরেছেন তিনি। এমনটাই মনে করেন নাসির, ‘চ্যালেঞ্জ অবশ্য নিজের সঙ্গেও ছিল। অনেকদিন পর আমি টেস্ট দলে ফিরলাম। শেষ দুই বছর টেস্ট খেলার সুযোগ হয়নি। ইচ্ছে ছিল টেস্ট খেলার। আমি জানতাম আমাকে সুযোগ পেতে হলে পারফর্ম করেই সুযোগ পেতে হবে। এটাই আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল। আমি যেখানেই খেলেছি, চেষ্টা করেছি পারফর্ম করতে। হয়তো সেটা করতে পেরেছি বলেই দলে সুযোগ পেয়েছি।’

নাসিরের আন্তর্জাতিক ক্যারিয়ারের বয়স ছয় বছর। তবে অর্ধ যুগ আন্তর্জাতিক ক্রিকেটে কাটিয়ে দিলেও নাসির হোসেনের টেস্ট ম্যাচের সংখ্যা মাত্র ১৭! সবশেষ ২০১৫ সালে মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলেছিলেন। দুই বছর পর এবার সাদা পোশাকে ২২ গজে খেলতে নামার হাতছানি নাসিরের সামনে। আর অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো খেলার রোমাঞ্চও ছুঁয়ে যাচ্ছে তাকে, ‘আমি রোমাঞ্চিত। কারণ অস্ট্রেলিয়ার সঙ্গে এর আগে টেস্ট খেলিনি। এমন দলের বিপক্ষে ভালো খেলতে পারলে ক্যারিয়ারের অনেক কিছুই বদলে যাবে।’

অনেকটা হুট করেই জাতীয় দলে সুযোগ, তাও আবার টেস্ট ক্রিকেটে। এমন আচমকা বিষয়কে কীভাবে দেখছেন নাসির? জবাবে তার উত্তর, ‘আমি আগেও বলেছি, জাতীয় দল সবার জন্য উন্মুক্ত। যারা পারফরম্যান্স করবে তারা জাতীয় দলে সুযোগ পাবেই। এই বিশ্বাসটা আমার মধ্যে ছিল। তবে আমাকে জাতীয় দলে খেলতে হবে এসব ভেবে আমি কখনো পারফর্ম করিনি। যেখানেই খেলার সুযোগ পেয়েছি, উপভোগ করেছি। ভেবেছি এটাই আমার শেষ ম্যাচ। এখানে ভালো কিছু করতেই হবে।’

বর্তমান দলে পারফরম্যান্স হচ্ছে শেষ কথা। অস্ট্রেলিয়ার সঙ্গে ভালো খেললে দক্ষিণ আফ্রিকা সিরিজেও সুযোগ তৈরি হবে। নাসির তাই  দুইবছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে সুযোগটা কাজে লাগাতে বদ্ধপরিকর, ‘পারফরম্যান্সই হচ্ছে শেষ কথা। এটা ছাড়া কোথাও টিকে থাকার সুযোগ নেই। পারফরম্যান্সই সব কিছুর মহৌষধ। আমি চেষ্টা করবো পারফর্ম করতে। সত্যি বলতে, সামনের কোনও সিরিজ কিংবা টেস্ট ম্যাচ নিয়ে আমি চিন্তা করছি না। আমি জানি, যদি এখানে পারফর্ম করি তাহলে বাকিগুলোতে সুযোগ আসবে। আর আমি যদি এখানে পারফর্ম না করি সুযোগ আসবে না।’

কোনও কিছু অর্জনের চেয়ে তা ধরে রাখাই কঠিন কাজ। বিষয়টি জানেন নাসিরও। তাই আপাতত এই চ্যালেঞ্জই জিততে চান ‘ফিনিশার’ নামে পরিচিত এই অলরাউন্ডার, ‘কঠিন আসলে কোনও কিছুই না। আবার সব কিছুই কঠিন। আমি আগেও বলেছি, যদি সুযোগ পাই চেষ্টা করবো পারফর্ম করতে। আমার কারো সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা নেই। আমার প্রতিযোগিতা নিজের সঙ্গেই। যদি পারফর্ম করি অবশ্যই দলে থাকব।’

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী