X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

সিপিএলে সুযোগ পেয়ে রোমাঞ্চিত মাহমুদউল্লাহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ আগস্ট ২০১৭, ১৮:৫৭আপডেট : ২০ আগস্ট ২০১৭, ১৯:৪৭

মাহমুদউল্লাহ অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দলে তিনি নেই। দ্বিতীয় টেস্টে ফিরতে পারবেন কিনা, বলা সম্ভব নয় আপাতত। অনিশ্চয়তার মাঝে থাকা মাহমুদউল্লাহ রিয়াদকে অবশ্য ‘বসে’ থাকতে হচ্ছে না, খেলতে যাচ্ছেন সিপিএল নামে পরিচিত ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে। রবিবার তথ্যটি তিনি নিজেই জানিয়েছেন সংবাদ মাধ্যমকে।

ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি প্রতিযোগিতায় মাহমুদউল্লাহর দল জ্যামাইকা তালাওয়াস। জ্যামাইকার পক্ষেই তিনটি ম্যাচ খেলে সম্প্রতি দেশে ফিরেছেন সাকিব আল হাসান। বাংলাদেশের আরেক অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজও এবারের সিপিএলে খেলতে ওয়েস্ট ইন্ডিজে যান। তবে ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে তিনি একটি ম্যাচেও সুযোগ পাননি।

আগামী মঙ্গলবার ক্যারিবিয়ানের পথে রওনা দেওয়ার কথা মাহমুদউল্লাহর। শুক্রবার সেন্ট লুসিয়া-জ্যামাইকা লড়াইয়ে মাঠে দেখা যেতে পারে তাকে। পুরো টুর্নামেন্ট খেলার অনুমতি পেলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রয়োজন মনে করলে তাকে দেশে ফিরিয়ে আনতে পারবে। বিসিবি অবশ্য ৯ সেপ্টেম্বর পর্যন্ত অনাপত্তিপত্র দিয়েছে এই অলরাউন্ডারকে। শুক্রবারের পর লিগ পর্বে জ্যামাইকার বাকি তিন ম্যাচ ২৬ ও ৩০ আগস্ট এবং ১ সেপ্টেম্বর।

টেস্ট দল থেকে বাদ পড়ার হতাশার মাঝে সিপিএলে খেলার সুযোগ পেয়ে উৎফুল্ল মাহমুদউল্লাহ, ‘সিপিএলে খেলার সুযোগ পেয়ে আমি রোমাঞ্চিত। নিজেকে মেলে ধরার জন্য এটা আমার সামনে দারুণ সুযোগ।’

টুর্নামেন্টের মাঝপথে খেলতে নেমে জ্বলে ওঠা যে কঠিন, সেটা তার ভালোমতোই জানা। তবু যে কোনও চ্যালেঞ্জ নিতে তিনি প্রস্তুত, ‘আমি জানি কাজটা অনেক কঠিন। তারপরও আমি তাকিয়ে আছি চ্যালেঞ্জের দিকে। এ প্রতিযোগিতায় বড় মাপের ক্রিকেটাররা খেলছেন। সেখানে খেলতে পারলে আমার দারুণ অভিজ্ঞতা হবে, যা ভবিষ্যতে জাতীয় দলে কাজে লাগবে।’ পাশাপাশি ক্যারিবিয়ানের অপরূপ নিসর্গ বাড়তি রোমাঞ্চ জাগাচ্ছে মাহমুদউল্লাহর মনে, ‘ওয়েস্ট ইন্ডিজ অসাধারণ জায়গা। সেখানে সময়টা দারুণ উপভোগ করা যায়।’

চার বছর আগে তামিম ইকবালও খেলেছিলেন সিপিএলে। মাহমুদউল্লাহ তাই এ প্রতিযোগিতার চতুর্থ বাংলাদেশি ক্রিকেটার।

/আরআই/এএআর/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিএনএমের সদস্য’ সাকিব আ.লীগের এমপি: যা বললেন ওবায়দুল কাদের
‘বিএনএমের সদস্য’ সাকিব আ.লীগের এমপি: যা বললেন ওবায়দুল কাদের
ভাটারায় নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ পড়ে হোটেল কর্মচারীর মৃত্যু
ভাটারায় নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ পড়ে হোটেল কর্মচারীর মৃত্যু
সুইডেনের প্রিন্সেস ক্রাউনের কয়রা সফর সম্পন্ন
সুইডেনের প্রিন্সেস ক্রাউনের কয়রা সফর সম্পন্ন
২০২৩ সালে বায়ুদূষণে শীর্ষে বাংলাদেশ
২০২৩ সালে বায়ুদূষণে শীর্ষে বাংলাদেশ
সর্বাধিক পঠিত
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
পদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
একীভূত হলো দুই ব্যাংকপদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই