X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ঢাকার গরমে কাবু ম্যাক্সওয়েল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ আগস্ট ২০১৭, ১৮:৩১আপডেট : ২৩ আগস্ট ২০১৭, ১৮:৪২

গরমে কাবু ম্যাক্সওয়েল আগের দিন আবহাওয়ার প্রশংসা করে গিয়েছিলেন অ্যাস্টন অ্যগার। সংবাদমাধ্যমের সামনে রাতের বৃষ্টির কথা উল্লেখ করে অস্ট্রেলিয়ার স্পিনার জানিয়েছিলেন, অনুশীলনটা দারুণ হবে তাদের। পরের দিন তার সতীর্থ গ্লেন ম্যাক্সওয়েল আবার জানালেন গরমে অতিষ্ঠ হওয়ার কথা। অনুশীলনটাই ঠিক মতো করতে পারেননি গরমে! প্রথম টেস্ট শুরু হতে বাকি দিন কয়েক, তার আগে বাংলাদেশের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার লড়াই চলছে ম্যাক্সওয়েলের। প্রথম দিনের অনুশীলনের অভিজ্ঞতা ভাগাভাগি করেছেন তিনি বুধবার সংবাদমাধ্যমের সঙ্গে।

ভারত সফরে টেস্ট সিরিজে ভালো পারফরম করেছেন ম্যাক্সওয়েল। বাংলাদেশের বিপক্ষে মিরপুর টেস্টেও মিডল অর্ডারে তারা থাকাটা নিশ্চিত। কিন্তু ২৭ আগস্ট থেকে শুরু হতে যাওয়া টেস্টের আগে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে লড়াই করতে হচ্ছে তাকে। অনুশীলনের প্রথম দিনে খুব ভুগতে হয়েছে তাকে। গরমে কাবু ম্যাক্সওয়েল সাংবাদিকদের বলেছেন, ‘প্রথম দিন গরমে খুব ভুলেছি, শুরুটা তাই মোটেও ভালো হয়নি। বাইরে এসে খানিক সময় প্রথমে দৌড়ালাম, তারপর ভেতরে গিয়ে ফিটনেস নিয়ে কিছু কাজ করলাম। এরপর আবার বাইরে এলাম অনুশীলনের জন্য, কিন্তু তাতে খুব একটা কাজ হয়নি।’

বাংলাদেশের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে ডারউইনে ক্যাম্প করেছিল অস্ট্রেলিয়া। পিচের অবস্থা উপমহাদেশের মতো হলেও আবহাওয়া বাংলাদেশের মত মোটেও ছিল না। প্রথম দিনের অনুশীলনে বিষয়টি খুব ভালো করে বুঝতে পেরেছেন ম্যাক্সওয়েল। তবে ধীরে ধীরে নিজেকে মানিয়ে নেওয়ার কথা জানিয়েছেন এই ব্যাটসম্যান, ‘আসলে আমার শরীর খানিকটা বসে গিয়েছিল। যদিও আইসবাথ ও তরল জাতীয় কিছু খাওয়ার পর ভালো লেগেছে।’

মিরপুরের উইকেটে কঠিন পরীক্ষার আঁচ পাচ্ছেন ম্যাক্সওয়েল। তবে ডারউইনের অনুশীলন সেই পরীক্ষায় অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের উতরে দিতে সাহায্য করবে বলে মনে করেন তিনি। ডারউনের উইকেটের সঙ্গে মিরপুরের উইকেটের মিলও দেখছেন তিনি, ‘ডারউইনের উইকেটে ব্যাট করা ভীষণ কঠিন ছিল। তবে ছেলেরা সত্যি ভীষণ ভালোভাবে পরীক্ষায় উতরে গেছে। এখানকার উইকেটটাও পারফেক্ট। ডারউইনে আমরা যে উইকেটে খেলেছিলাম, তার সঙ্গে মিল আছে এই উইকেটের।’

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চিকিৎসক ছাড়াই রক্ত ট্রান্সফিউশনের সময় হাজির ম্যাজিস্ট্রেট
চিকিৎসক ছাড়াই রক্ত ট্রান্সফিউশনের সময় হাজির ম্যাজিস্ট্রেট
অশ্রু ঝরিয়ে বৃষ্টির প্রার্থনা
অশ্রু ঝরিয়ে বৃষ্টির প্রার্থনা
নাইজেরিয়ায় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কারাগার, পালালো শতাধিক বন্দি
নাইজেরিয়ায় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কারাগার, পালালো শতাধিক বন্দি
গাজার গণকবরের ৮৫ শতাংশ মরদেহই অজ্ঞাত
গাজার গণকবরের ৮৫ শতাংশ মরদেহই অজ্ঞাত
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না