X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

স্পিন সামলাতে অস্ট্রেলিয়ার প্যাড ছাড়া অনুশীলন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ আগস্ট ২০১৭, ২৩:৫৩আপডেট : ২৩ আগস্ট ২০১৭, ২৩:৫৫

সামনের পায়ে প্যাড না পড়ে উসমান খাজার অনুশীলন লড়াইটা যে স্পিনের বিপক্ষে বেশি হবে, সেটা অস্ট্রেলিয়ার খুব ভালো করে জানা। এ জন্য ডারউইনে বাংলাদেশের মতো করে উইকেট বানানো এবং প্রস্তুতি ক্যাম্প করে নিজেদের ঝালিয়ে নেওয়া স্টিভেন স্মিথদের। মিরপুরেও চলছে তার প্রস্তুতি। বোলিংয়ে সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ কিংবা তাইজুল ইসলামকে সামলাতে ‘বিশেষ’ অনুশীলন শুরু করছে সফরকারীরা। বুধবারও সামনের পায়ে প্যাড না পড়ে স্পিনারদের বিপক্ষে নেট অনুশীলন করেছে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা। সংবাদমাধ্যমকে অভিনব এই অনুশীলনের ব্যাখ্যা দিয়েছেন সতীর্থ গ্লেন ম্যাক্সওয়েল।

ম্যাট রেনশ ও উসমান খাজা ব্যাটিং অনুশীলনে নেমেছিলেন নেটে। কিন্তু অবাক করা ব্যাপার হলো স্পিনারদের মুখোমুখি হয়ে তাদের সামনের পায়ে ছিল না কোনও প্যাড! বাংলাদেশের স্পিনারদের সামলাতেই তাদের এই অভিনব অনুশীলন। ২০১২ সালে জাস্টিন ল্যাঙ্গার যখন ব্যাটিং কোচ ছিলেন অস্ট্রেলিয়ার, সে সময় তিনি শুরু করেছিলেন এই ধরনের অনুশীলন। বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগেও একইভাবে নেটে নেমেছিলেন রেনশ ও খাজা।

বুধবার সাংবাদিকদের এই ধরনের অনুশীলনের বিষয়টি পরিষ্কার করেছেন ম্যাক্সওয়েল। তিনি বলেছেন, ‘২০১২ সালে যখন জেএল (ল্যাঙ্গার) বাটিং কোচ ছিলেন, তখন আমরা এই ধরনের অনুশীলন করেছিলাম। এই অনুশীলনের মূল বিষয় হলো ব্যাট বেশি করে ব্যবহার করা। সামনের পায়ে প্যাড না থাকলে বলের আঘাত থেকে বাঁচার জন্য হলেও ব্যাট ব্যবহার করতে হবে। বলের ওপর বেশি নজর দিতেই এই অনুশীলন।’

বাংলাদেশের স্পিনারদের মোকাবিলা করতে কষ্টদায়ক এই অনুশীলন করেছে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা। ম্যাক্সওয়েলের ভাষায় যা এমন, ‘এই অনুশীলনটা তাদের বিরুদ্ধে যারা নিয়মিত উইকেটে আঘাত করে, বাংলাদেশ যে জায়গাটায় ভীষণ ভালো। তারা স্টাম্প টু স্টাম্প বোলিং করে চাপ তৈরি করে।’

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন