X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

বদলে যাওয়া বাংলাদেশের সামনে অস্ট্রেলিয়া

রবিউল ইসলাম
২৬ আগস্ট ২০১৭, ২২:৫৮আপডেট : ২৬ আগস্ট ২০১৭, ২৩:২৭

সিরিজের ট্রফি হাতে হাস্যোজ্জ্বল দুই অধিনায়ক। ছবি-বিসিবি দীর্ঘ ১১ বছর পর অস্ট্রেলিয়ার সঙ্গে টেস্ট খেলছে বাংলাদেশ। দুই দলের চারটি টেস্টের মধ্যে তিনটিতেই অস্ট্রেলিয়া জিতেছে সহজে, ইনিংস ব্যবধানে। শুধু ১১ বছর আগে ফতুল্লায় জয়ের সম্ভাবনা জাগিয়েও বাংলাদেশ হার মেনেছিল ৩ উইকেটে। এবার সেই আক্ষেপ দূর করার সুবর্ণ সুযোগ। টাইগাররা যে এখন বদলে যাওয়া দল!

দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি শুরু হচ্ছে রবিবার সকাল দশটায়, মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। গাজী টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে ম্যাচটি।

২২ গজে লড়াই শুরু হওয়ার আগেই দুই দলের ক্রিকেটাররা নেমেছেন কথার লড়াইয়ে। বাংলাদেশ চায় সিরিজটা ২-০তে জিততে। স্বাগতিকদের পাল্টা জবাব দিতে দেরি করেনি অতিথিরা।

অস্ট্রেলিয়ার বর্তমান দলটি কিছুটা অনভিজ্ঞ হলেও কয়েকজনের আছে যে কোনও পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার ক্ষমতা। এ বছরের শুরুতে ভারত সফরে লড়াই করে হার মানা স্টিভেন স্মিথের দল সম্পর্কে অধিনায়ক মুশফিকুর রহিমের মূল্যায়ন, ‘অস্ট্রেলিয়া শক্তিশালী দল। অভিজ্ঞতায় কিছুটা পিছিয়ে থাকলেও তাদের মানিয়ে নেওয়ার ক্ষমতা অসাধারণ। অস্ট্রেলিয়াকে হারাতে হলে সব বিভাগে সেরা ক্রিকেটই খেলতে হবে আমাদের।’

বাংলাদেশের দুই সেরা তারকা সাকিব আল হাসান ও তামিম ইকবালের কণ্ঠে ধ্বনিত হচ্ছে ২-০তে জয়ের আত্মবিশ্বাস। যা শুনে অতিথি অধিনায়ক স্মিথের ক্ষুব্ধ প্রতিক্রিয়া, ‘বাংলাদেশ ১০০ টেস্ট খেলে জিতেছে মাত্র ৯টিতে। তাই এটা খুব বেশি সাহসী ভবিষ্যদ্বাণী। তবে এই মুহূর্তে তারা নিজেদের দক্ষতার ওপর ভীষণ আত্মবিশ্বাসী।’ সাকিবরা আত্মবিশ্বাসী হতেই পারেন অবশ্য। গত দুই বছরে ঘরের মাঠে বাংলাদেশের পারফরম্যান্স আত্মবিশ্বাসী হয়ে ওঠার মতোই। গত বছর ইংল্যান্ড প্রথম টেস্ট কোনও রকমে জিতলেও পরের টেস্টে হার মেনেছিল। সেটা নিশ্চয়ই আর সবার মতো অস্ট্রেলিয়াও মনে রেখেছে!

বাংলাদেশের জন্য বড় সমস্যা সেরা একাদশ নির্বাচন। এ বিষয়ে মুশফিকের অভিমত, ‘আবহাওয়া, কন্ডিশন ও পিচের কথা মাথায় রেখে একাদশ নির্বাচন করা হবে। আশা করি, লড়াইটা ভালো হবে।’

প্রথমে বাদ পড়েও দল ঘোষণার পরদিন সুযোগ পাওয়া মুমিনুল হক একাদশে থাকবেন কিনা, সেটা একটা বড় প্রশ্ন। অনেক দিন পর দলে ফেরা নাসির হোসেন থাকতে পারেন একাদশে। অধিনায়ক মুশফিক উইকেটরক্ষণের দায়িত্ব পালন করলে লিটন দাসের বাদ পড়া নিশ্চিত। এছাড়া স্পিন পিচের কারণে দুই পেসার নিয়ে মাঠে নামার সম্ভাবনা বেশি বাংলাদেশের।

একাদশ কেমন হবে তা নিয়ে আলোচনা চলছে, পাশাপাশি দেখা দিয়েছে আবহাওয়া নিয়ে দুশ্চিন্তা। আবহাওয়ার পূর্বাভাস, আগামী কয়েক দিন বৃষ্টি হতে পারে। আর কে না জানে, বৃষ্টি ক্রিকেটের কত বড় ‘শত্রু’!   

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
আশরাফুলের হ্যাটট্রিকে আবাহনীর টানা ৮ জয়
আশরাফুলের হ্যাটট্রিকে আবাহনীর টানা ৮ জয়
সর্বাধিক পঠিত
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!