X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

পরিকল্পনা করেই সাব্বিরের আক্রমণাত্মক ব্যাটিং

বাংলা ট্রিবিউন রিপোর্ট, চট্টগ্রাম থেকে
০৪ সেপ্টেম্বর ২০১৭, ২১:৩৪আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৭, ২১:৩৮

আগ্রাসী ব্যাটিং করে সাব্বিরই ম্যাচে ফিরিয়েছেন বাংলাদেশকে চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে ক্রিজে নেমেই অতিথি বোলারদের ওপর চড়াও হয়েছিলেন সাব্বির রহমান। তার আগ্রাসী ব্যাটিংয়ে তিনজন ফিল্ডারকে সীমানার কাছাকাছি নিয়ে যান অধিনায়ক স্টিভেন স্মিথ। ৬৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলা সাব্বির দিনশেষে জানালেন, রীতিমতো পরিকল্পনা করেই আক্রমণাত্মক ব্যাটিং করেছিলেন তিনি।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের প্রতিনিধি হয়ে আসা সাব্বির বলেছেন, ‘আসলে মানসিকতা খুব গুরুত্বপূর্ণ। আমি অনেক অনুশীলন করি, তবে ম্যাচ তেমন খেলিনি বলে অভিজ্ঞতা বেশি নেই। এ ধরনের উইকেটে নিজের মতো খেলে রান করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। টিকে থাকার লক্ষ্য নিয়ে খেললে হয়তো অনেক আগেই আউট হয়ে যেতাম। যতক্ষণ ক্রিজে থাকি, চেষ্টা করি রান বাড়িয়ে নেওয়ার। আরও কিছু রান করতে পারলে ভালো হতো। তবে দলকে যা দিতে পেরেছি, তাতেই খুশি।’

১১৭ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা বাংলাদেশকে ম্যাচে ফেরানোর কৃতিত্ব সাব্বির ও অধিনায়ক মুশফিকুর রহিমের। ষষ্ঠ উইকেটে দুজনের ১০৫ রানের জুটির সৌজন্যে দিনশেষে স্বাগতিকদের মুখে হাসি। মুশফিকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সাব্বিরের মন্তব্য, ‘উইকেটের সঙ্গে তেমন মানিয়ে নিতে পারিনি, তবে নিজের মতো খেলেছি। মুশফিক ভাইকে সাপোর্ট করাই ছিল আমার প্রথম দায়িত্ব। মুশফিক ভাই ৫০টির বেশি টেস্ট খেলেছেন, আর এটা আমার মাত্র অষ্টম টেস্ট। সঙ্গে মুশফিক ভাইয়ের মতো একজন সিনিয়র ক্রিকেটার থাকলে কাজ অনেক সহজ হয়ে যায়।’

শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো টেস্টে চার নম্বরে খেলে সাফল্য পেয়েছিলেন সাব্বির, ৪২ ও ৪১ রানের দুটো কার্যকর ইনিংস খেলে শততম টেস্টে টাইগারদের এনে দিয়েছিলেন স্মরণীয় জয়। ঢাকা টেস্টেও চার নম্বরে নেমেছিলেন, কিন্তু দুই ইনিংসেই ব্যর্থ হওয়ায় চট্টগ্রামে পাঠানো হলো ৭ নম্বরে। আর সাতে নেমেই তিনি সফল! তবে যেখানেই খেলুন, সাব্বিরের কাছে দলীয় সাফল্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ, ‘শততম টেস্টে চার নম্বরে নেমে চল্লিশের ওপরে দুটো ইনিংস খেলেছিলাম। চার নম্বরে খেলে শূন্য করি বা ১০০, সেটা কোনও ব্যাপার নয়। মানসিকভাবে কীভাবে নিজেকে সেট করতে পারি, সেটাই গুরুত্বপূর্ণ। একটা শূন্য করেছি বলে সাতে নেমেছি, এমন নয়। দলের কম্বিনেশনের জন্যই সাতে নেমেছি।’

সম্প্রতি বাংলাদেশ দলের তরুণদের পারফরম্যান্সে যেন ভাটার টান। সাব্বিরের প্রত্যাশা, সিনিয়রদের পাশাপাশি তরুণরাও জ্বলে উঠে অবদান রাখবেন দলের সাফল্যে, ‘আমাদের দলের প্রত্যেককে রানের জন্য চেষ্টা করতে হবে। কারও দিন ভালো যায়, কারও বা খারাপ। সাকিব ভাই, মুশফিক ভাই, তামিম ভাইদের সময়টা ভালো যাচ্ছে বলে রান করতে পারছেন। তরুণদের সময় খারাপ যাচ্ছে। দুঃসময় কাটিয়ে উঠতে পারলে সিনিয়রদের বিশ্রাম দিতে পারবো আমরা।’ 

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মানব ও সুপারি পাচারের অভিযোগে ভারতে শুল্ক কর্মকর্তা গ্রেফতার 
মানব ও সুপারি পাচারের অভিযোগে ভারতে শুল্ক কর্মকর্তা গ্রেফতার 
ভুয়া পরিচয়ে ভারতে বসবাস বাংলাদেশির, ৪ বছরের কারাদণ্ড
ভুয়া পরিচয়ে ভারতে বসবাস বাংলাদেশির, ৪ বছরের কারাদণ্ড
৫ কোটি টাকা নিয়ে ব্যবস্থাপক নিখোঁজ, পূবালী ব্যাংকের ৮ কর্মকর্তাকে বদলি
৫ কোটি টাকা নিয়ে ব্যবস্থাপক নিখোঁজ, পূবালী ব্যাংকের ৮ কর্মকর্তাকে বদলি
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
সর্বাধিক পঠিত
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি