X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ইউএস ওপেন ফাইনালে নাদাল

স্পোর্টস ডেস্ক
০৯ সেপ্টেম্বর ২০১৭, ১০:১১আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৭, ১০:১২

ফাইনালে ওঠার পর নাদালের উদযাপন রজার ফেদেরারকে কোয়ার্টার ফাইনালে আটকে দেওয়া হুয়ান মার্তিন দেল পোত্রো সেমিফাইনালেও দারুণ শুরু করেছিলেন। শীর্ষ র‌্যাংকিংধারী রাফায়েল নাদালকে প্রথম সেটে হারিয়ে দেন তিনি। কিন্তু দ্বিতীয় সেট থেকে ঘুরে দাঁড়ান নাদাল। আর্জেন্টাইন প্রতিপক্ষকে আর পাত্তা দেননি স্প্যানিশ তারকা। ইউএস ওপেনের ফাইনালে উঠেছেন তিনি। বছরের শেষ গ্র্যান্ড স্লাম তৃতীয়বার হাতে নেওয়ার পথে তার একমাত্র বাধা এখন কেভিন অ্যান্ডারসন।

শুক্রবার দ্বিতীয় সেমিফাইনালে ৪-৬, ৬-০, ৬-৩, ৬-২ গেমে জিতেছেন নাদাল। ২০১০ ও ২০১৩ সালের ইউএস ওপেন চ্যাম্পিয়ন এবার ১৬তম গ্র্যান্ড স্লাম শিরোপার দ্বারপ্রান্তে। দেল পোত্রোর বিপক্ষে কোনও গ্র্যান্ড স্লাম সেমিফাইনালে নাদাল সর্বশেষ হেরেছিলেন ৮ বছর আগে। ওই ফলের পুনরাবৃত্তি এবার হয়নি। স্প্যানিশ তারকা ফাইনালে ওঠার উচ্ছ্বাস প্রকাশ করলেন এভাবে, ‘এটা আমার কাছে অনেক কিছু। বেশ কয়েকটি ইনজুরির পরও চমৎকার এক মৌসুম কাটালাম। দারুণ ও উচ্ছ্বসিত দর্শকদের সামনে আরেকটি শিরোপার জন্য লড়াইয়ের সুযোগ পাওয়া আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ।’

প্রথম সেটে হাড্ডাহাড্ডি লড়াইয়ে হেরে যাওয়ার পর ঘুরে দাঁড়ানো নাদাল পরে আর মাত্র ৫ গেম হারেন, এরপর দাপুটে সার্ভে ম্যাচ শেষ করেন ২৫টি ফোরহ্যান্ড উইনার্সে। ডোমিনিক থিয়েমের বিপক্ষে শেষ ষোলোতে ৫ সেটের মহাকাব্যিক লড়াই ও ফেদেরারের বিপক্ষে আগের রাউন্ডের লড়াইয়ের পর সেমিফাইনালে বেশ ক্লান্ত লাগছিল দেল পোত্রোকে। সেই সুযোগ ভালোভাবে কাজে লাগালেন নাদাল।

সেমিফাইনাল জয়ের আনন্দ পরিবারের সঙ্গে ভাগাভাগি করলেন অ্যান্ডারসন ৩১ বছর বয়সী নাদালের আগেই ফাইনাল নিশ্চিত করেন অ্যান্ডারসন। প্রথম সেমিফাইনালে পাবলো কারেনো বুস্তাকে ৪-৬, ৭-৫, ৬-৩, ৬-৪ গেমে হারিয়ে ৩০ বছরে প্রথম দক্ষিণ আফ্রিকান হিসেবে কোনও গ্র্যান্ড স্লাম এককের ফাইনালে উঠলেন তিনি। নাদালের বিপক্ষে তাকে কঠিন পরীক্ষাই দিতে হবে। কারণ সাক্ষাৎ লড়াইয়ে ৪-০ তে এগিয়ে স্প্যানিশ তারকা। তবে সমবয়সী প্রতিপক্ষকে মোটেও খাটো করে দেখছেন না নাদাল, ‘কেভিনের বিপক্ষে খুব কঠিন হবে খেলা। তার সার্ভ অবিশ্বাস্য। ইনজুরি থেকে সে যেভাবে ফিরে এসেছে সেটা বাচ্চাদের জন্য দারুণ দৃষ্টান্ত। ১২ বছর বয়স থেকে আমাদের জানাশোনা। সে ফাইনালে ওঠায় আমি খুব খুশি।’

আগামী রবিবার বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় হবে ইউএস ওপেনের ফাইনাল ম্যাচটি। 

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়