X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বিশ্বের সবচেয়ে দামি আক্রমণভাগের গোল উৎসব

স্পোর্টস ডেস্ক
০৯ সেপ্টেম্বর ২০১৭, ১০:৫৭আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৭, ১১:১০

কাভানি, এমবাপ্পে ও নেইমার- গোল পেয়েছেন সবাই লিগ ওয়ানে প্যারিস সেন্ত জার্মেইর পঞ্চম ম্যাচে অভিষেক হলো কিলিয়ান এমবাপ্পের। নতুন ক্লাবে প্রথম ম্যাচেই বাজিমাত করেছেন তিনি। শুধু এমবাপ্পে নয়, মেটজের বিপক্ষে গোল উৎসব করেছে ফুটবল ইতিহাসের সবচেয়ে দামি আক্রমণভাগ। বলা হচ্ছে ৪৬৬ মিলিয়ন ইউরো মূল্যের আক্রমণভাগের কথা- যেখানে এমবাপ্পের সঙ্গে আছেন নেইমার ও এদিনসন কাভানি।

আপাতত ধারে মোনাকো ছেড়ে প্যারিস সেন্ত জার্মেইতে যোগ দিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। শর্ত আগামী বছর ১৮০ মিলিয়ন ইউরোতে ফরাসি চ্যাম্পিয়নদের কাছ থেকে পাকাপাকিভাবে কিনে নেবে দলবদলের বাজারে হৈ-চৈ ফেলে দেওয়া ক্লাবটি। তবে নেইমারের চেয়ে মাত্র ৪২ মিলিয়ন ইউরো কম দিয়ে তাকে কেনা যে মোটেও ভুল হবে না সেটার প্রমাণ মিলেছে শুক্রবার। মেটজকে ৫-১ গোলে উড়িয়ে দিতে একটি গোল করেছেন ১৮ বছর বয়সী ফরোয়ার্ড, দলের চতুর্থ গোলেও রেখেছেন অবদান।

চার বছর আগে ৬৪ মিলিয়ন ইউরোতে কাভানিকে এনেছিল পিএসজি। নতুন মৌসুমের শুরুতে ২২২ মিলিয়ন রেকর্ড দামে প্যারিসের ক্লাবে যোগ দিলেন নেইমার। সর্বশেষ বিশ্বের দ্বিতীয় দামি খেলোয়াড় হিসেবে এলেন এমবাপ্পে। আর এ আক্রমণত্রয়ীর গোল বন্যায় ভেসে গেল মেটজ।

কাভানি, এমবাপ্পে ও নেইমারের গোল উদযাপন ৩১ মিনিটে কাভানিকে গোল বানিয়ে দেন নেইমার। কিন্তু ছয় মিনিট পর তাদের একটি গোল শোধ দেন এমানুয়েল রিভিয়ের। ১-১ গোলে সমতা ফিরিয়ে মেটজ সমানতালে পিএসজির সঙ্গে লড়ে গেছে। শেষ পর্যন্ত ম্যাচের মোড় ঘুরে যায় ৫৬ মিনিটের এক লাল কার্ডে। এমবাপ্পেকে চ্যালেঞ্জ করে বেনোয়া আসো-একোতো মাঠ ছাড়লে মেটজ হয়ে যায় ১০ জনের। এরপর তাদের নিয়ে ছেলেখেলা করে প্যারিসের ক্লাব। তিন মিনিট পর ২০ গজ দূর থেকে নেওয়া লম্বা শটে অভিষেক ম্যাচে গোল করেন এমবাপ্পে। নেইমারও গোলের দেখা পান ৬৯ মিনিটে। কাভানিকে দ্বিতীয় গোল করান এমবাপ্পে। বিশ্বের সবচেয়ে দামি আক্রমণভাগের সবাই গোল করার পর ৮৭ মিনিটে লুকাস মোরা মেটজের জালে শেষবার বল পাঠান। বিবিসি, ইএসপিএনএফসি, মার্কা

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা