X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

আবারও ঘরের মাঠে রিয়ালের হোঁচট

স্পোর্টস ডেস্ক
০৯ সেপ্টেম্বর ২০১৭, ১৯:৩০আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৭, ২২:২৪

টানা দ্বিতীয় ড্র নিয়ে মাঠ ছেড়েছে রিয়াল মাদ্রিদ ক্রিস্তিয়ানো রোনালদো নেই, রিয়াল মাদ্রিদও তাই বিবর্ণ। দুরন্ত গতিতে নতুন মৌসুম শুরু করা ইউরোপ চ্যাম্পিয়নরা ঘরের মাঠেই খাচ্ছে হোঁচট। ভ্যালেন্সিয়ার বিপক্ষে লা লিগার আগের ম্যাচে ড্র করা রিয়ালের ভাগ্য বদলালো না লেভান্তের বিপক্ষেও। আন্তর্জাতিক ‍ফুটবল বিরতি শেষে মাঠে নেমে সফরকারীদের সঙ্গে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে মাদ্রিদের ক্লাবটি।

রোনালদোর চার ম্যাচের নিষেধাজ্ঞা শেষ হয়নি, তাই লেভান্তের বিপক্ষেও ছিলেন না পর্তুগিজ যুবরাজ। তার অনুপস্থিতিতে ভ্যালেন্সিয়া ম্যাচে ‘নায়ক’ বনে যাওয়া মার্কো আসেনসিয়ো লেভান্তের বিপক্ষে ছিলেন নিজের ছায়ায় বন্দি। সঙ্গে গ্যারেথ বেলের একের পর এক সুযোগ নষ্টের খেসারত হিসেবে টানা দ্বিতীয় ড্রয়ের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় রিয়ালকে।

উয়েফা সুপার কাপ ও স্প্যানিশ সুপার কাপে যে দাপট দেখিয়ে মৌসুম শুরু করেছিল রিয়াল, তাতে অনেকে লিগ শুরুর আগেই তাদের ঘরে দেখতে শুরু করেছিল শিরোপা! কিন্তু মাঠের ফুটবলে এ যেন অচেনা রিয়াল। লেভান্তের মতো দলের বিপক্ষেও তাদের ড্র করে ছাড়তে হলো মাঠ। তার সঙ্গে যোগ হয়েছে আরেকটি লজ্জা! সফরকারী দলের লারমাকে লাথি মারায় সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মার্সেলো। দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমের প্রথম মিনিটের ওই কার্ডে জয়ের আশা শেষ হয়ে যায় রিয়ালের।

গোটা ম্যাচে দাপট দেখিয়েছে জিনেদিন জিদানের দলই। তবে চমকে দিয়ে লিড নিয়েছিল কিন্তু লেভান্তে। ১২তম মিনিটে সফরকারীদের এগিয়ে নেন আইভি লোপেজ। ইভান লোপেজের লম্বা থ্রো রিয়ালের ছোট বক্সের ভেতর থেকে চমৎকাভাবে জালে জড়ান আইভি।

লাল কার্ড দেখে মাঠ ছাড়ছেন মার্সেলো পিছিয়ে পড়ে গোল শোধে মরিয়া রিয়াল সুযোগ তৈরি করলেও ঠিক কাজে লাগাতে পারছিল না। অবশেষে ৩৬ মিনিটে স্বাগতিকদের সমতায় ফেরান লুকাস ভাসকেস। কর্নার থেকে উড়ে আসা বলে সের্হিয়ো রামোস হেড করলে তা প্রতিহত করেন লেভান্তে গোলরক্ষক, তবে ফিরতি বলে ভাসকেসের নেওয়া শট আর ঠেকাতে পারেননি।

এরপর আরও অন্তত তিনটি গোল পেতে পারতো রিয়াল। কিন্তু খেলোয়াড়দের ব্যর্থতা ও দুর্ভাগ্যের কারণে হয়নি তা। বেলই মিস করেছেন বেশ কয়েকটি সুযোগ। মার্সেলোর লাল কার্ডে ১০ জনের দল নিয়েও শেষ ৩ মিনিটে জয়ের দারুণ সম্ভাবনা তৈরি করেছিল ‘লস ব্লাঙ্কোস’। শেষ মুহূর্তেই যেমন টোনি ক্রোসের শট আঘাত করেছিল পোস্টে।

শেষ পর্যন্ত আরেকটি হতাশাজনক ম্যাচে রিয়ালের লা লিগা মিশন শুরুতেই হয়ে গেল কঠিন। ঘরের মাঠের টানা দুই ড্রয়ে তিন ম্যাচ শেষে মাদ্রিদের ক্লাবটির পয়েন্ট ৫। গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাইওয়ানের প্রতিনিধি
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়