X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বার্সেলোনা-জুভেন্টাস দ্বৈরথ দিয়ে শুরু চ্যাম্পিয়নস লিগ

স্পোর্টস ডেস্ক
১২ সেপ্টেম্বর ২০১৭, ২২:৫৩আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৭, ২২:৫৩

জুভেন্টাসের বিপক্ষে মেসি নেইমার জাদুতে অসম্ভবকে সম্ভব করেছিল বার্সেলোনা। প্যারিস সেন্ত জার্মেইয়ের মাঠ থেকে ৪-০ গোলে হেরে এসেও অবিশ্বাস্যভাবে ৬-১ ব্যবধানে জিতে গত মৌসুমের চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিল কাতালানরা। কিন্তু রূপকথার জন্ম দিয়ে পরের রাউন্ডেই তাদের থামতে হয়েছিল জুভেন্টাসের বিপক্ষে হেরে। ইউরোপিয়ান প্রতিযোগিতাটির নতুন মৌসুমের শুরুতেই বার্সেলোনা প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে সেই জুভেন্টাসকে। বাংলাদেশ সময় মঙ্গলবার দিবাগত রাত ১২-৪৫ মিনিটে ন্যু ক্যাম্পের এই লড়াইয়ে প্রতিশোধের ব্যাপারটি আসছে তাই ঘুরেফিরে।

যে নেইমারের আলোকিত পারফরম্যান্সে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিল বার্সেলোনা, তিনি গ্রীষ্মের দলবদলে পাড়ি জমিয়েছেন পিএসজিতে। বদল হয়েছে কোচের চেয়ারও। লুই এনরিকের ছেড়ে যাওয়া চেয়ারে বসেছেন এরনেস্তো ভালভারদে। জুভেন্টাসের বিপক্ষে লড়াইটাকে প্রতিশোধের মঞ্চ হিসেবে দেখছেন না যিনি মোটেও। সেটা না হলেও শুরুতেই চ্যাম্পিয়নস লিগের উত্তেজনার পারদ চড়াতে বার্সেলোনা-জুভেন্টাসের দ্বৈরথটাই যথেষ্ট।

ঘরের মাঠে চলতি মৌসুমে দুর্দান্ত বার্সেলোনা। লা লিগায় এখন পর্যন্ত ন্যু ক্যাম্পে খেলা দুটো ম্যাচ জিতেছে তো বটেই, হজম করেনি একটা গোলও! তিন ম্যাচের তিনটিতেই জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনা আসলে একটা গোলও হজম করেনি এখন পর্যন্ত। জুভেন্টাসের জন্য তাই অপেক্ষা করছে কঠিন পরীক্ষা।

নেইমারের পিএসজিও মাঠে নামছে একই সময়ে। সেল্টিকের মাঠে আতিথ্য নেবে ফরাসি ক্লাবটি। ইংলিশ চ্যাম্পিয়ন চেলসি ঘরের মাঠে নামবে কারাবাগের বিপক্ষে। আরেক ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডও ঘরের মাঠে আতিথ্য দেবে এফসি বাসেলকে। আলিয়েঞ্জ অ্যারেনায় জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ অ্যান্ডারলেখট। স্প্যানিশ ক্লাব অ্যাতলেতিকো মাদ্রিদ আবার আতিথ্য নেবে ইতালির রাজধানীর দল রোমার মাঠে। গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মশা তাড়ানোর ৫ প্রাকৃতিক উপায়
মশা তাড়ানোর ৫ প্রাকৃতিক উপায়
মেলা থেকে অস্ত্রের মুখে দুই নারীকে তুলে নিয়ে ধর্ষণ
মেলা থেকে অস্ত্রের মুখে দুই নারীকে তুলে নিয়ে ধর্ষণ
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
দ্বিতীয় বিয়ে করায় স্বামীর অঙ্গহানি করলেন স্ত্রী
দ্বিতীয় বিয়ে করায় স্বামীর অঙ্গহানি করলেন স্ত্রী
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি