X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ইংল্যান্ডে সাইফউদ্দিনের বোলিং তাণ্ডব চলছেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ সেপ্টেম্বর ২০১৭, ১৫:২৬আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৭, ১৫:৩১

সাইফউদ্দিন এইচপি দলের হয়ে বহু বছরের আক্ষেপটা হয়তো অদূর ভবিষ্যতে দূর করতে পারবেন সাইফউদ্দিন। কারণ গত কয়েক বছর ধরেই একজন পেস বোলিং অলরাউন্ডারের খোঁজে রয়েছে বাংলাদেশ। ফরহাদ রেজা, জিয়াউর, আবুল হাসান রাজু ও মুক্তার আলীদের দিয়ে অনেক চেষ্টাও করা হয়েছে। কিন্তু সবাই প্রত্যাশা পূরণ করতে হয়েছেন ব্যর্থ। তাই সেই আক্ষেপ ঘোচাতে বিসিবির এই মুহূর্তে নতুন বাজি সাইফউদ্দিন। তরুণ এই অলরাউন্ডার নিয়মিত বুঝিয়েও দিচ্ছেন- প্রত্যাশা পূরণে কতটুকু প্রস্তুত! সেই ধারাবাহিকতা ইংল্যান্ডে গিয়েও ধরে রেখেছেন ফেনী থেকে উঠে আসা এই ক্রিকেটার। টানা দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত বোলিং করেছেন এই তরুণ।

এইচপি দলের হয়ে আটটি ওয়ানডে খেলতে ইংল্যান্ড সফরে রয়েছেন সাইফ। ইতোমধ্যে তিন ম্যাচের মধ্যে প্রথম ম্যাচটিতে আর বৃষ্টির কারণে বোলিং করার সুযোগ হয়নি। তবে দ্বিতীয় ম্যাচেই বল হাতে দেখান ভেলকি। যার দুর্দান্ত বোলিং আর তরুণ ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরিতে দ্বিতীয় ম্যাচটি ৬ উইকেটে জিতে নেয় এইচপি দল।

তৃতীয় ম্যাচটি বৃষ্টির বাগড়ায় আর জেতা হয়নি অতিথিদের। তবে ম্যাচে ফল না হলেও বল হাতে আগুন ঝরানোর মিশন বন্ধ হয়নি সাইফউদ্দিনের। আগের ম্যাচে চার উইকেট দখল করা সাইফউদ্দিন তৃতীয় ম্যাচে মাত্র ৩১ রান দিয়েই তুলে নেন তিনটি উইকেট।

ম্যাচটিতে প্রথমে ফিল্ডিং করতে নেমে নটিংহ্যাম্পশায়ারের একাডেমিক দলকে কম রানেই বেঁধে রেখেছিল এইচপি দল। সাইফউদ্দিনের দুর্দান্ত পেসে ৪৯.২ ওভারে ২৬২ রানে অলআউট হয় প্রতিপক্ষ। সাইফ ছাড়াও অপর পেসার আবু হায়দার রনি ও জুবায়ের দুটি করে উইকেট নেন এই ম্যাচে।

১৬৩ রানের জবাবে খেলতে নেমে ২১.৪ ওভারে চার উইকেট হারিয়ে এইচপি দলের রান যখন ১০২, তখন বৃষ্টির কারণে খেলা পরিত্যক্ত হয়ে যায়।

প্রসঙ্গত, বৃহস্পতিবার সফরের চতুর্থ ম্যাচ খেলতে নামবে এইচপি দল। প্রতিপক্ষ ওরচেস্টারশায়ারের দ্বিতীয় দল।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
১৮ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন বিসমাহ মারুফ 
১৮ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন বিসমাহ মারুফ 
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
উপজেলা নির্বাচনে সহিংসতার শঙ্কা সিইসির
উপজেলা নির্বাচনে সহিংসতার শঙ্কা সিইসির
যুক্তরাষ্ট্রজুড়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, শতাধিক শিক্ষার্থী গ্রেফতার
যুক্তরাষ্ট্রজুড়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, শতাধিক শিক্ষার্থী গ্রেফতার
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না