X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

দক্ষিণ আফ্রিকায় ভালো করার সংকল্প সৌম্যর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ সেপ্টেম্বর ২০১৭, ১৯:০৮আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৭, ১৬:০৬

দক্ষিণ আফ্রিকায় ভালো করার সংকল্প সৌম্যর ধীরগতির স্পিন পিচে সৌম্য সরকারের দুর্বলতার কথা কারও অজানা নয়। অস্ট্রেলিয়ার সঙ্গে সদ্যসমাপ্ত টেস্ট সিরিজে আবারও তা প্রমাণিত। অথচ বাউন্সি উইকেটে তিনি অনেক স্বচ্ছন্দ। এ বছর নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ডে পেস সহায়ক পিচে কয়েকটি দারুণ ইনিংস এসেছিল তার ব্যাট থেকে। সামনেই দক্ষিণ আফ্রিকা সফর। সৌম্যর আশা, প্রোটিয়াদের মাটিতে নিজেকে খুঁজে পাবেন তিনি।  

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্টের চার ইনিংসে ৮, ১৫, ৩৩ ও ৯ রান করা এই বাঁহাতি ওপেনার অনেক আশা নিয়ে তাকিয়ে আছেন দক্ষিণ আফ্রিকা সফরের দিকে, ‘ওদের আর আমাদের কন্ডিশন আলাদা। চেষ্টা করবো ওদের বাউন্সি উইকেটের সঙ্গে মানিয়ে নিয়ে রান করার। মানসিকভাবেও সেভাবে প্রস্তুতি নিচ্ছি। আশা করি, ব্যর্থতা কাটিয়ে উঠতে পারব।’

দক্ষিণ আফ্রিকা সফরে সাফল্য পাওয়া বেশ কঠিন। তবে কঠিন হলেও সাম্প্রতিক ব্যর্থতা ভুলে সাফল্যের পথে ফেরার প্রত্যয় সৌম্যর কণ্ঠে, ‘দক্ষিণ আফ্রিকায় কঠিন সিরিজ হবে। অবশ্য কঠিন সফরে ভালো করতে পারলে বেশি সম্মান পাওয়া যায়,  আত্মবিশ্বাসও উঁচুতে থাকে। পিছনের ম্যাচগুলোর কথা ভুলে দক্ষিণ আফ্রিকায় ভালো  করতে চাই।’

একটা বিষয় সৌম্যর জন্য বেশ অস্বস্তিকর। তিনি রান না পেলেই ফেসবুকে সমালোচনা আর ব্যঙ্গ-বিদ্রুপের ঝড় ওঠে। সৌম্য অবশ্য এটাকে ইতিবাচকভাবে দেখার চেষ্টা করেন, ‘ওই সময়ে আমি ফেসবুকে কম যাওয়ার চেষ্টা করি। তাছাড়া ভালো খেললে তো সবাই প্রশংসা করে। তাই খারাপ খেললেও আলোচনা হওয়াই স্বাভাবিক। এটাকে আমি ইতিবাচকভাবেই দেখি। ভালো-মন্দ যা-ই হোক, সবাই আমাকে নিয়ে কথা বলছেন ভেবে মানসিকভাবে শক্ত থাকার চেষ্টা করি। সমালোচকদের চুপ করানোর একটাই উপায়-রান করা। রানে ফিরতে কঠোর পরিশ্রম করছি।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে অন্তত দুবার সম্ভাবনা জাগিয়েও ইনিংস বড় করতে পারেননি। এই সিরিজের ভুল থেকে দক্ষিণ আফ্রিকায় ভালো করার সংকল্প সৌম্যর, ‘শ্রীলঙ্কায় যেভাবে খেলেছি, এখানেও সেভাবে খেলতে চেয়েছি। কারণ শ্রীলঙ্কার উইকেট আর আমাদের উইকেট প্রায় একই রকম। অস্ট্রেলিয়া সিরিজে যতক্ষণ উইকেটে ছিলাম, আস্থার সঙ্গেই খেলেছি। ব্যাটে ভালোভাবেই বল আসছিল, কিন্তু ভুল করে বারবার আউট হয়েছি। এ নিয়ে কাজ করছি এখন। চেষ্টা করছি ভুল শোধরানোর।’

৯ টেস্টের ক্যারিয়ারে চারটি হাফসেঞ্চুরি পেলেও এখনও তিন অঙ্ক ছোঁয়া হয়নি। সর্বোচ্চ ৮৬ রানের ইনিংস নিউজিল্যান্ডের বিপক্ষে, ক্রাইস্টচার্চে। প্রোটিয়াদের মাটিতে সেঞ্চুরি পাবেন কিনা এমন প্রশ্নে সৌম্যর উত্তর, ‘টেস্টে তিন অঙ্ক ছুঁতে পারা অনেক বড় ব্যাপার। আমি চেষ্টা করবো। অস্ট্রেলিয়া সিরিজে চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। দক্ষিণ আফ্রিকায় ভালো করার চেষ্টা করবো।’ 

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে গোলাগুলি: নাফ নদে ঘুরে গেলো মিয়ানমারের যুদ্ধজাহাজ
সীমান্তে গোলাগুলি: নাফ নদে ঘুরে গেলো মিয়ানমারের যুদ্ধজাহাজ
রেলের প্রতিটি টিকিটের জন্য গড়ে হিট পড়েছে ৫ শতাধিক
রেলের প্রতিটি টিকিটের জন্য গড়ে হিট পড়েছে ৫ শতাধিক
একসঙ্গে ইফতার করলেন ছাত্রলীগ-ছাত্রদলসহ সব ছাত্রসংগঠনের নেতারা
একসঙ্গে ইফতার করলেন ছাত্রলীগ-ছাত্রদলসহ সব ছাত্রসংগঠনের নেতারা
শনিবার সকালে আবার অবস্থান কর্মসূচির ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের
শনিবার সকালে আবার অবস্থান কর্মসূচির ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের
সর্বাধিক পঠিত
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ