X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

আমলা-পেরেরার ব্যাটে বিশ্ব একাদশের জয়

স্পোর্টস ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০১৭, ২৩:৪৫আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৭, ২৩:৪৫

হাশিম আমলা খেলেছেন হার না মানা ৭২ রানের ইনিংস ভালো শুরুর পরও বেশি দূর যেতে পারলেন না তামিম ইকবাল। আউট হওয়ার আগে বাংলাদেশি ওপেনার ১৯ বলে খেলেন ২৩ রানের ইনিংস। তামিমের ব্যাটিং ভাগ্য না পাল্টালেও বদলেছে তার দলের ভাগ্য। পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ হারা বিশ্ব একাদশ দ্বিতীয় টি-টোয়েন্টিতে পেয়েছে শ্বাসরুদ্ধকর জয়। হাশিম আমলার হাফসেঞ্চুরির পর থিসারা পেরেরার ঝোড়ো ব্যাটিংয়ে পাকিস্তানকে বিশ্ব একাদশ হারিয়েছে ৭ উইকেটে। নির্ধারিত ২০ ওভারে পাকিস্তানের ৬ উইকেটে করা ১৭৪ রানের জবাবে বিশ্ব একাদশ ১ বল আগে জয় নিশ্চিত করে ৩ উইকেট হারিয়ে।

পেরেরার সামনে দাঁড়াতে পারেননি পাকিস্তানি কোনও বোলার। একের পর এক বল সীমানা ছাড়া করে জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন শ্রীলঙ্কান এই অলরাউন্ডার। শেষ দিকে ব্যাটে ঝড় তুলে ১৯ বলে ৫ ছক্কায় খেলেন হার না মানা ৪৭ রানের ইনিংস। তার সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন আমলা। ওপেনিংয়ে নেমে অপরাজিত ৭২ রানের ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান। ৫৫ বলের ইনিংসটি আমলা সাজিয়েছেন ৫ চার ও ২ ছক্কায়।

তার সঙ্গে ওপেনিংয়ে নেমে শুরুটা ভালোই করেছিলেন তামিম। শুরু থেকে আক্রমণাত্মক ব্যাটিংয়ে ছিলেন চেনা রূপে। কিন্তু সোহেল খানের বলে শোয়েব মালিকের দুর্দান্ত ক্যাচে দুর্ভাগ্যজনকভাবে প্যাভিলিয়নে ফেরেন তিনি ২৩ রান করে। তার ১৯ বলের ইনিংসে ছিল ২টি চার ও একটি ছক্কার মার। তামিমের আউটের পর টিম পেইন (১০) ও অধিনায়ক ফাফ দু প্লেসিস (২০) ‍সুবিধা করতে না পারলেও পেরেরা ও আমলার ব্যাটে জয় নিশ্চিত করে বিশ্ব একাদশ।

এর আগে বাবর আজম (৩৮ বলে ৪৫), আহমেদ শেহজাদ (৩৪ বলে ৪৩) ও শোয়েব মালিকের (২৩ বলে ৩৯) ব্যাটে ভর দিয়ে পাকিস্তান বড় চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় বিশ্ব একাদশের দিকে। যদিও সেই লক্ষ্য ১ বল আগে পেরিয়ে যায় বিশ্ব একাদশ। তামিমদের এই জয়ে ৩ ম্যাচের সিরিজ ফিরল ১-১ সমতায়। ক্রিকইনফো

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঘুরে দাঁড়াতে পারেনি লিভারপুল, সেমিফাইনালে আটালান্টা
ঘুরে দাঁড়াতে পারেনি লিভারপুল, সেমিফাইনালে আটালান্টা
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা   
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা  
সিলেটে আবারও শুরু হচ্ছে করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম
সিলেটে আবারও শুরু হচ্ছে করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম
ভ্রমণ শেষে ভারত থেকে তিন দিনে ফিরলেন ১৫ হাজার পর্যটক
ভ্রমণ শেষে ভারত থেকে তিন দিনে ফিরলেন ১৫ হাজার পর্যটক
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন