X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

ব্রাজিলকে সরিয়ে শীর্ষে জার্মানি, চারে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
১৪ সেপ্টেম্বর ২০১৭, ২২:২২আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৭, ২২:২২

শীর্ষে এখন জার্মানি বিশ্ব চ্যাম্পিয়নদের থাকা উচিত সবার উপরে, কিন্তু র‌্যাংকিংয়ের হিসাবটা তা মানে না। সাম্প্রতিক পারফরম্যান্স ও ফলের ওপর ভিত্তি করে ঠিক হয় র‌্যাংকিং। তাই বিশ্বকাপ জেতার পরও জার্মানিকে বেশিরভাগ সময় থাকতে হয়েছে দ্বিতীয় স্থানে। মাঝে শীর্ষে ফিরলেও আবার নেমে যেতে হয় তাদের। ফিফার নতুন প্রকাশিত র‌্যাংকিংয়ের আবার শীর্ষস্থান ফিরে পেয়েছে জার্মানরা। ব্রাজিলকে সরিয়ে বসেছে তারা এক নম্বরে। আর্জেন্টিনা আবার নেমে গেছে চারে। আর সাত ধাপ পিছিয়ে বাংলাদেশ এখন র‌্যাংকিংয়ের ১৯৬তম স্থানে।

ফিফার আগের র‌্যাংকিংয়ে শীর্ষে ছিল ব্রাজিল। তবে এ মাসের আন্তর্জাতিক ম্যাচের পারফরম্যান্সে তাদের নেমে যেতে হয়েছে দ্বিতীয় স্থানে। বৃহস্পতিবার প্রকাশিত নতুন র‌্যাংকিংয়ে শীর্ষস্থান দখল করেছে জার্মানি। জায়গা বদল হয়েছে আর্জেন্টিনারও, বিশ্বকাপ বাছাইয়ে টানা দুই ড্রয়ে আলবিসেলেস্তেরা নেমে গেছে চতুর্থ স্থানে। তাদের টপকে তৃতীয় স্থানে উঠে এসেছে পর্তুগাল।

ইউরোপ অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে চেক প্রজাতন্ত্র ও নওয়ের বিপক্ষে জিতেছে জার্মানি। ওদিকে লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিল ড্র করেছে কলম্বিয়ার সঙ্গে। যাতে জার্মানি উঠে গেছে শীর্ষে, আর দুয়ে নেমে যেতে হয়েছে ব্রাজিলকে।

ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষ দশে বদল হয়েছে আরও। চার ধাপ এগিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে ইউরোপ অঞ্চল থেকে প্রথম দল হিসেবে রাশিয়া বিশ্বকাপ নিশ্চিত করা বেলজিয়াম। এক ধাপ পিছিয়ে পোল্যান্ড নেমে গেছে ছয়ে। তিন ধাপ পিছিয়ে সুইজারল্যান্ড এখন সপ্তম স্থানে। ফ্রান্স আবার দুই ধাপ এগিয়ে উঠে এসেছে আটে। চিলি ও কলম্বিয়াও দুই ধাপ পিছিয়ে রয়েছে যথাক্রমে নবম ও দশম স্থানে। ফিফা ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!