X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

বিপিএলের প্লেয়ার্স ড্রাফট শনিবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ সেপ্টেম্বর ২০১৭, ১৯:১২আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৭, ১৯:১৪

বিপিএলের প্লেয়ার্স ড্রাফট শনিবার আর দেড় মাস পর বিপিএল নামে পরিচিত বাংলাদেশ প্রিমিয়ার লিগের জমজমাট ব্যাট-বলের লড়াই শুরু। আগামী ২ নভেম্বর শুরু হতে যাওয়া পঞ্চম বিপিএলের প্লেয়ার্স ড্রাফট বা নিলাম হবে শনিবার, রাজধানীর একটি হোটেলে। ক্রিকেটাররা কে কোথায় যাচ্ছেন, বেলা ১২টা থেকে মাছরাঙা ও গাজী টিভির মাধ্যমে তা জানতে পারবেন ক্রিকেটভক্তরা। দুটি চ্যানেলই সরাসরি সম্প্রচার করবে প্লেয়ার্স ড্রাফট। ১৩০ দেশি ও ২০৮ জন বিদেশি ক্রিকেটারের ঠিকানা নির্ধারণ হবে শনিবারই।

অবশ্য আইকন ক্রিকেটারদের দল চূড়ান্ত হয়ে গেছে এরই মধ্যে। বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসে সাকিব আল হাসান, রাজশাহী কিংসে মুশফিকুর রহিম, খুলনা টাইটানসে মাহমুদউল্লাহ রিয়াদ, চিটাগাং ভাইকিংসে সৌম্য সরকার, কুমিল্লা ভিক্টোরিয়ানসে তামিম ইকবাল, রংপুর রাইডার্সে মাশরাফি বিন মুর্তজা এবং নবাগত সিলেট সিক্সার্সে আইকন হিসেবে খেলবেন সাব্বির রহমান।

আর্থিক শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় বরিশাল বুলসকে এবারের আসর থেকে বাদ দিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল। এই দলের আইকন ছিলেন মোস্তাফিজুর রহমান। কিন্তু দলই বাদ হয়ে যাওয়ায় মোস্তাফিজ চলে গেছেন ‘এ’ প্লাস ক্যাটাগরিতে। প্লেয়ার্স ড্রাফট ‘কাটার মাস্টার’কে দিয়ে শুরু হওয়ার জোরালো সম্ভাবনা।

সাতটি দলই একাধিক বিদেশি ক্রিকেটার নিয়েছে। পাশাপাশি দলগুলো ধরে রেখেছে গতবারের দুজন ক্রিকেটার। 

এবারের নিলামে প্রতিটি দল ১০ থেকে ১৩ জন দেশি ক্রিকেটার কিনতে পারবে। বিদেশি কেনা যাবে যত খুশি, তবে তাদের খেলানোর ব্যাপারে বাধ্যবাধকতা আছে গভর্নিং কাউন্সিলের। এবার প্রতি ম্যাচে কমপক্ষে তিনজন বিদেশিকে খেলাতেই হবে। প্রথম দুই আসরে একাদশে পাঁচজন বিদেশি রাখার সুযোগ ছিল। কিন্তু পরের দুই আসরে সংখ্যাটা নেমে আসে চারে। এবার আগের মতো পাঁচজন বিদেশি খেলাতে পারবে প্রতিটি দল।

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে বেড়েছে অসুখ, ধারণক্ষমতার তিন গুণ বেশি রোগী হাসপাতালে
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালগরমে বেড়েছে অসুখ, ধারণক্ষমতার তিন গুণ বেশি রোগী হাসপাতালে
টিভিতে আজকের খেলা (১৯ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৯ এপ্রিল, ২০২৪)
মিয়ানমার থেকে চোরাই পথে আসা ৫ টন কফি পাউডার জব্দ
মিয়ানমার থেকে চোরাই পথে আসা ৫ টন কফি পাউডার জব্দ
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন