X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

টেস্টকে বিদায় বললেন দুমিনি

স্পোর্টস ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০১৭, ১৪:৫৪আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৭, ১৪:৫৪

জেপি দুমিনি ইংল্যান্ড সফরের প্রথম টেস্টের পর তাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল দেশে। দক্ষিণ আফ্রিকায় ফিরেই হয়তো ভাবনাটা শুরু করেন জেপি দুমিনি। শেষমেশ সিদ্ধান্তও নিয়ে ফেললেন প্রোটিয়া ব্যাটসম্যান। শনিবার ঘোষণা দিলেন, টেস্ট ক্রিকেট আর খেলবেন না তিনি। সাদা পোশাককে বিদায় জানালেও দক্ষিণ আফ্রিকার হয়ে সীমিত ওভারের খেলা চালিয়ে যাবেন দুমিনি।

চার ম্যাচের টেস্ট সিরিজ খেলতে জুলাইয়ে ইংল্যান্ড সফরে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। লর্ডসের প্রথম টেস্টে প্রোটিয়াদের একাদশে ছিলেন দুমিনি। যদিও ব্যাট হাতে সুবিধা করতে পারেননি, প্রথম ইনিংসে ১৫ রানের পর দ্বিতীয় ইনিংসে করেছিলেন ২ রান। দ্বিতীয় টেস্টে একাদশের বাইরে চলে যাওয়া ৩৩ বছর বয়সী এই ক্রিকেটারকে দেশে পাঠিয়ে দেয় দক্ষিণ আফ্রিকার টিম ম্যানেজমেন্ট। লর্ডসের ওই টেস্টটাই তাই হয়ে রইল দুমিনির ক্যারিয়ারের শেষ পাঁচ দিনের ম্যাচ।

শুধু টেস্ট নয়, একেবারে প্রথম শ্রেণির ক্রিকেট থেকেই অবসর নিয়েছেন দুমিনি। দীর্ঘ ১৬ বছর কাটানো কেপ কোরবাসের হয়েও আর সাদা পোশাকে দেখা যাবে না তাকে। অবসরের ঘোষণা দিয়েছেন দুমিনি এভাবে, ‘অনেক লম্বা ও সতর্ক আলোচনা শেষে আমি সিদ্ধান্ত নিয়েছি প্রথম শ্রেণি ও টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার। দেশের হয়ে ৪৬ টেস্টে এবং কেপ কোবরাসের হয়ে পারফরম করাটা সবসময় উপভোগ করেছি, যেটা আমার জন্য অনেক গর্বের।’

সীমিত ওভার ক্রিকেটের দিকে বেশি নজর দিতেই অবসরের সিদ্ধান্ত নেওয়ার ইঙ্গিত দুমিনির, ‘সামনের বছরগুলোতে আমার নজর থাকবে সীমিত ওভারে দক্ষিণ আফ্রিকা ও কেপ কোবরাসের হয়ে সাফল্য। একই সঙ্গে আমার ছোট্ট পরিবারের সঙ্গে সময় কাটানোর।’

২০০৮ সালে পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট আঙিনায় পা রাখেন দুমিনি। ২০১৭ সালে শেষ হওয়া এই পথচলায় তিনি খেলেছেন ৪৬ টেস্ট। যেখানে ব্যাট হাতে ৬ সেঞ্চুরিতে ৩২.৮৫ গড়ে করেছেন ২,১০৩ রান। পার্ট-টাইম বোলার হিসেবেও ছিলেন দুর্দান্ত, যার প্রমাণ তার নামের পাশে যোগ হওয়া ৪২ উইকেট। ক্রিকইনফো

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া