X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

তিন গোলে পিছিয়ে পড়েও ভারতকে হারালো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০১৭, ১৮:৪৫আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৭, ২২:২৯

জয়ের পর উল্লাস করছে বাংলাদেশ বয়সভিত্তিক প্রতিযোগিতায় ভারতের বিপক্ষে বাংলাদেশের একমাত্র জয় ছিল দুই বছর আগে। ২০১৫ সালে সিলেটে অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপ ফাইনালে টাইব্রেকারে ভারতীয়দের হারিয়ে শিরোপা জিতেছিল তারা। সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে সোমবার সেই ভারতের মুখোমুখি হতে হলো বাংলাদেশকে। তিন গোলে পিছিয়ে পড়ার পর একপেশে হারের শঙ্কাই জেগেছিল। কিন্তু সবকিছু বদলে গেলো দ্বিতীয়ার্ধে। শুনলে হয়তো বিশ্বাস হবে না, ৪-৩ গোলের অবিশ্বাস্য জয় পেয়েছে বাংলাদেশ।

থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে প্রথমার্ধেই একের পর এক গোল হজম করতে থাকে বাংলাদেশ। তাদের জালে তিনবার বল পাঠায় ভারত। সেখানেই ম্যাচের ফল চূড়ান্ত হয়ে যাওয়ার কথা ছিল।  কিন্তু মাঠে বাংলাদেশের ১১ জন তখনও আশা হারায়নি। স্ট্রাইকার জাফর ইকবালের জোড়া গোল এবং রহমত মিয়া ও মোহাম্মদ সুফিলের গোলে তিন পয়েন্ট তুলে নিয়েছে বাংলাদেশ।

গোলের পর বাংলাদেশের খেলোয়াড়দের উচ্ছ্বাস ১৮ মিনিটে লালিমপুইয়া ড্যানিয়েল ভারতকে এগিয়ে দেন। পেনাল্টি থেকে ৩১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এডমন্ড লালরিনডিকা। প্রথমার্ধের যোগ করা সময়ের চতুর্থ মিনিটে রেবেলো প্রিন্সটোন ফ্রিকিক থেকে গোল করলে জয়ের আগাম উল্লাসে মেতেছিল ভারত। কিন্তু অসাধারণ প্রত্যাবর্তন হয় বাংলাদেশের। ৫৫ মিনিটে কর্নার থেকে আসা বলে দারুণ হেডে ভারতের জালে জড়ান জাফর।  ব্যাকপাস হাত দিয়ে ধরতে পারেন না গোলরক্ষক।  ৬০ মিনিটে সেই ভুল করলেন ভারতীয় গোলরক্ষক, আর ডিবক্সের ভেতর থেকে ইনডাইরেক্ট ফ্রিকিকের সুবিধা শতভাগ নিয়ে রহমত করেন ৩-২। ৭৪ মিনিটে প্রতিপক্ষের ডিবক্সে আরেকটি আক্রমণ চালিয়ে সফল হয় বাংলাদেশ। গোলমুখের একেবারে সামনে থেকে হেড করে সমতা ফেরান সুফিল। এমন উজ্জীবিত বাংলাদেশের কাছে শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি ভারত। যোগ করা সময়ের প্রথম মিনিটে আবারও কর্নার কিক থেকে লক্ষ্যভেদী হেড করেন জাফর।

দক্ষিণ এশিয়ার পাঁচ দলের এ প্রতিযোগিতায় লিগ পদ্ধতিতে লড়াই হচ্ছে। চার ম্যাচ শেষে যে দল পয়েন্ট টেবিলের শীর্ষে থাকবে, তারাই হবে চ্যাম্পিয়ন।

দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে জয় পাওয়া বাংলাদেশ সেই মিশনে নিজেদের দ্বিতীয় ম্যাচে বুধবার মুখোমুখি হবে মালদ্বীপের। ২৫ সেপ্টেম্বর তৃতীয় ম্যাচে মাহবুব হোসেন রক্সির শিষ্যরা লড়বে নেপালের বিপক্ষে। তার দুই দিন পর শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ভুটান।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওলামা দলের আংশিক কমিটি দিয়েছে বিএনপি
ওলামা দলের আংশিক কমিটি দিয়েছে বিএনপি
‘হিট ইমারজেন্সি’ জারির আহ্বান সাইফুল হকের
‘হিট ইমারজেন্সি’ জারির আহ্বান সাইফুল হকের
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
শনিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
শনিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়