X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

প্রস্তুতি ম্যাচের গুরুত্বও কম নয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ সেপ্টেম্বর ২০১৭, ২৩:৪৯আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৭, ২৩:৪৯

অনুশীলনে বাংলাদেশের ক্রিকেটাররা প্রথম টেস্ট দিয়ে ‘আসল’ লড়াই শুরু ২৮ সেপ্টেম্বর থেকে। দুই টেস্টের সিরিজের আগে একটাই প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ দল। বৃহস্পতিবার শুরু হতে যাওয়া তিন দিনের ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ ক্রিকেট সাউথ আফ্রিকা আমন্ত্রিত একাদশ। বেনোনির উইলোমুর পার্ক স্টেডিয়ামে খেলা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।

টাইগারদের প্রতিপক্ষ দলে তেমন পরিচিত কেউ নেই। স্বাগতিক দলের অধিনায়ক অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেওয়া এইডেন মারক্রাম। এই দলে তরুণ ক্রিকেটারের সংখ্যাই বেশি।

ভিসা জটিলতায় এখনও দক্ষিণ আফ্রিকায় যেতে পারেননি পেসার রুবেল হোসেন। গত সোমবার দুপুরে জোহানেসবার্গে পৌঁছায় টাইগাররা। তবে তামিম ইকবাল পরে রওনা হয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন মঙ্গলবার বিকেলে। বুধবার দলের ১৪ ক্রিকেটার অনুশীলন করেছেন কোচ চন্ডিকা হাথুরুসিংহের তত্ত্বাবধানে।

টেস্ট সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচ, তাই মুশফিকুর রহিম ভীষণ গুরুত্ব দিচ্ছেন ম্যাচটাকে। বুধবার স্থানীয় সাংবাদিকদের টেস্ট অধিনায়ক বলেছেন, ‘দুই দিন ধরে আমরা অনুশীলন করছি। কাল শুরু হতে যাওয়া প্রস্তুতি ম্যাচে নিজেদের যাচাই করে নিতে চাই।’

পচেফস্ট্রুমে প্রথম টেস্টের পর ৬ অক্টোবর থেকে ব্লুমফন্টেইনে হবে দ্বিতীয় টেস্ট। এরপর তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।

ওয়ানডে সিরিজের আগে ১২ অক্টোবর ব্লুমফন্টেইনে প্রস্তুতি ম্যাচেও টাইগারদের প্রতিপক্ষ ক্রিকেট সাউথ আফ্রিকা আমন্ত্রিত একাদশ। ১৫, ১৮ ও ২২ অক্টোবর তিনটি ওয়ানডের ভেন্যু কিম্বার্লি, পার্ল ও ইস্ট লন্ডন। এরপর ২৬ ও ২৯ অক্টোবর ব্লুমফন্টেইন ও পচেফস্ট্রুমে দুটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। ৩০ অক্টোবর টাইগারদের দেশে ফেরার কথা।

বাংলাদেশ দল : মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, ইমরুল কায়েস, লিটন দাস, মুমিনুল হক, সৌম্য সরকার, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শুভাশীষ রায় ও শফিউল ইসলাম।

ক্রিকেট সাউথ আফ্রিকা আমন্ত্রিত একাদশ : এইডেন মারক্রাম (অধিনায়ক), টিলাদি বোকাকো, ওকুলে চেলে, ম্যাথু ক্রিস্টেনসেন, মাইকেল কোহেন, আইজ্যাক ডিকগালে, জুবায়ের হামসা, হেইনরিক ক্লাসেন, মিগায়েল প্রিটোরিয়াস, ইয়াসিন ভাল্লি, শন ভন বার্গ, লোয়ানডিসওয়া জুমা।

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা