X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

আজ রাতেই দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন রুবেল

রবিউল ইসলাম
২১ সেপ্টেম্বর ২০১৭, ১৭:১১আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৭, ১৭:৫৩

রুবেল হোসেন সব জটিলতা কাটিয়ে অবশেষে বাংলাদেশ সময় বৃহস্পতিবার দিবাগত রাত ১-১৫ মিনিটের ফ্লাইটে দক্ষিণ আফ্রিকার বিমানে চড়ছেন রুবেল হোসেন। গত শনিবার দলের অন্যরা দেশ ছাড়লেও এই পেসার যেতে পারেননি ভিসা সংক্রান্ত জটিলতায়। অবশেষে সব জটিলতা কেটে যাওয়ার পর রুবেল যাচ্ছেন দক্ষিণ আফ্রিকায় দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে। যাওয়ার বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন রুবেল ‘বাংলা ট্রিবিউন’কে।

‘আমার যা সমস্যা ছিল, সবকিছুই সমাধান হয়ে গেছে। ইতিমধ্যে টিকিটও পেয়ে গেছি। (বৃহস্পতিবার দিবাগত) রাত ১-১৫ মিনিটে আমার ফ্লাইট।’- দক্ষিণ আফ্রিকা যাওয়ার বিষয়টি এভাবেই নিশ্চিত করেছেন রুবেল ‘বাংলা ট্রিবিউন’কে।

গত শনিবার দুই ভাগে ভাগ হয়ে দেশ ছেড়েছিল বাংলাদেশ দল। রুবেল ছিলেন দ্বিতীয় দলে। দক্ষিণ আফ্রিকার ইমিগ্রেশন কর্তৃপক্ষের নতুন নিয়ম অনুযায়ী, তাদের পাঠানো তালিকায় বিমান যাত্রীর নাম থাকতে হবে। কিন্তু সেই তালিকায় নাম না থাকায় বোর্ডিং পাস পাননি রুবেল। সেই কারণেই দক্ষিণ আফ্রিকা যেতে দেরী হলো এই পেসারের। গত কিছুদিন ধরে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা ও বিসিবির মধ্যে এই বিষয়ে আলোচনা চলছিল। অবশেষে বৃহস্পতিবার বিকেলে রুবেলের দক্ষিণ আফ্রিকা যাওয়া নিয়ে তৈরি হওয়া সংশয়ের মেঘ কেটে গেছে। 

দক্ষিণ আফ্রিকা যাওয়া নিয়ে গত কয়েকদিন টেনশনে কেটেছে রুবেলের। সবমিলিয়ে এমন অভিজ্ঞতায় কিছুটা হলেও বিব্রত তিনি। ‘বাংলা ট্রিবিউন’-এর কাছে গোটা পরিস্থিতির ব্যাখ্যা দিলেন তিনি এভাবে, ‘এমন একটা পরিস্থিতিতে সবারই খারাপ লাগবে। তারপরও সবকিছু ঠিকভাবে হওয়াতে পুরনো বিষয়টা ভুলে যেতে চাই। আসলে বিব্রত তো কিছুটা হয়েছিই। শেষ পর্যন্ত যেতে পারছি, তাতেই আমি দারুণ খুশি।’

দক্ষিণ আফ্রিকায় পা রেখে আজ বৃহস্পতিবার তিন দিনের প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। রবিবার দক্ষিণ আফ্রিকায় পৌঁছে মঙ্গলবার ও বুধবার অনুশীলনও করেছে টাইগাররা। রুবেল আজ রাতে উড়াল দিলে যেতে যেতে তার শনিবার। তবু টেস্ট শুরুর আগে বেশ কয়েকটা সেশন অনুশীলন করার সুযোগ পাবেন তিনি। তারপরও প্রস্তুতি ম্যাচটা না খেলতে পারায় ভীষণ আক্ষেপ রুবেলের কণ্ঠে, ‘অনুশীলন ম্যাচটা যদি খেলতে পারতাম, তাহলে আমার জন্য একটু ভালো হতো। কেননা ওখানে গিয়ে আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়াটা খুব জরুরি ছিল। যেহেতু হয়নি, এটা নিয়ে হতাশ হয়ে লাভ নেই। টেস্ট শুরুর আগে যে কয়েকদিন সময় আছে, ওই সময়টাতে পরিশ্রম বেশি করে মানিয়ে নিতে হবে। চেষ্টা করব দ্রুত মানিয়ে নেওয়ার।’

কঠিন সিরিজ, কন্ডিশন অনেকটাই আলাদা; পেসারদের দায়িত্বটা যেখানে একটু বেশি- সব মিলিয়ে কী ভাবছেন রুবেল? প্রশ্নের উত্তরটা রুবেল দিলেন এভাবে, ‘ওখানে পেসারদের জন্য অনেক কিছুই করার আছে। তারপরও লাইন-লেন্থ মেনে বোলিং করা জরুরি। কন্ডিশনের সুবিধা যথাযথভাবে কাজে লাগানোর চেষ্টা করব।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘অ্যাকটিভ অর্গানাইজেশন অ্যাওয়ার্ড’ পেলো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
‘অ্যাকটিভ অর্গানাইজেশন অ্যাওয়ার্ড’ পেলো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
সনদ বাণিজ্য: কারিগরি শিক্ষা বোর্ড চেয়ারম্যানের স্ত্রী কারাগারে
সনদ বাণিজ্য: কারিগরি শিক্ষা বোর্ড চেয়ারম্যানের স্ত্রী কারাগারে
পদ্মায় গোসল করতে নেমে ৩ মাদ্রাসাছাত্রের মৃত্যু
পদ্মায় গোসল করতে নেমে ৩ মাদ্রাসাছাত্রের মৃত্যু
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
সর্বাধিক পঠিত
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদকের কমিটি
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদকের কমিটি
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা