X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

দ্বিতীয় রাউন্ডেও খেলবেন মাশরাফি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ সেপ্টেম্বর ২০১৭, ১৮:৩৬আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৭, ১৮:৩৬

দ্বিতীয় রাউন্ডেও খেলবেন মাশরাফি ওয়ালটন ১৯তম জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ড শুরু হচ্ছে শুক্রবার। এর আগে সাড়ে তিন বছর পর গত শুক্রবার রংপুরের বিপক্ষে লাল বল হাতে তুলেছিলেন মাশরাফি বিন মুর্তজা। জাতীয় লিগের দ্বিতীয় রাউন্ডেও মাঠে নামছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। এবার তার প্রতিপক্ষ বরিশাল বিভাগ। মাশরাফির খেলার বিষয়টি ‘বাংলা ট্রিবিউন’কে নিশ্চিত করেছেন খুলনার কোচ এমদাদুল বাশার রিপন।

মাশরাফির খেলার বিষয়ে এমদাদুল বলেছেন, ‘সবকিছু ঠিক থাকলে মাশরাফি কাল (শুক্রবার) মাঠে নামবে। আজ আমরা অনুশীলন করেছি। প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে ছেলেদের কিছুটা কষ্ট হয়েছে। আশা করি দ্বিতীয় রাউন্ডে বৃষ্টির প্রভাব ছাড়াই খেলতে পারব।’

প্রথম রাউন্ডের রংপুরের বিপক্ষে প্রথম ইনিংসে ভালো বোলিং করলেও মাশরাফি উইকেট পেয়েছিলেন মাত্র একটি। তবে দ্বিতীয় ইনিংসে নিজের ছায়া হয়ে থাকেননি তিনি, মাত্র ৪ ওভারে নিয়েছিলেন ৩ উইকেট।

বরিশালের বিপক্ষেও এই মাশরাফিকে দেখতে চান খুলনার কোচ, ‘অনেকদিন পর মাশরাফি ফিরেও যেভাবে খেলেছে, সেটা অবিশ্বাস্য। শুরুতে তার কিছুটা কষ্ট হচ্ছিল, কেননা বেশ গরম ছিল। তারপরও ধীরে ধীরে যেভাবে নিজেকে ফিরে পেল, এককথায় অসাধারণ। মাশরাফি আসলেই যোদ্ধা। আশা করি তার ওই পারফরম্যান্স আগামীকালও (শুক্রবার) দেখা যাবে। মাশরাফি ড্রেসিংরুমে থাকলে বাকি খেলোয়াড়রাও দারুণ উজ্জীবিত থাকে। আশা করছি, পরের ম্যাচে একই রকম মাশরাফিকে দেখা যাবে।’

জাতীয় লিগের প্রথম দুটি রাউন্ড খেললেও মাশরাফির আপাতত টেস্ট ক্রিকেট নিয়ে ভাবনা নেই। চ্যাম্পিয়নস ট্রফির পর ফিটনেস ট্রেনিং, অনুশীলন করলেও ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি। মাঠে পারফরম করার তাড়না থেকেই মাশরাফি বেছে নেন জাতীয় ক্রিকেট লিগের দুটি রাউন্ডকে।

খুলনায় ছাড়াও বাকি তিনটি ভেন্যুতে শুক্রবার দ্বিতীয় রাউন্ডের আরও ছয়টি দল মাঠে নামবে। খুলনা ও বরিশালের ম্যাচ বাদে প্রথম স্তরের অন্য ম্যাচে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ঢাকা বিভাগের প্রতিপক্ষ রংপুর বিভাগ। দ্বিতীয় স্তরে কক্সবাজার একাডেমি গ্রাউন্ডে ঢাকা মেট্রোর বিপক্ষে খেলবে সিলেট বিভাগ। দ্বিতীয় স্তরের অন্য ম্যাচে শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে রাজশাহী বিভাগ আতিথ্য দেবে চট্টগ্রাম বিভাগকে।

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা