X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

হাফসেঞ্চুরিতে মুশফিক-মুমিনুলের প্রস্তুতি

স্পোর্টস ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০১৭, ১৮:৪৪আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৭, ১৯:৪৩

হাফসেঞ্চুরিতে প্রস্তুতি সারলেন মুশফিক-মুমিনুল দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশের বিপক্ষে তিন দিনের একমাত্র প্রস্তুতি ম্যাচে ব্যাট করছে সফরকারীরা। টস জিতে ব্যাট করতে নেমে ৪৯.৪ ওভারে তাদের সংগ্রহ দাঁড়িয়েছে ৬ উইকেটে ২২০ রান। হাফসেঞ্চুরিতে প্রস্তুতি সেরে নিয়েছেন অধিনায়ক মুশফিকুর রহিম ও মুমিনুল হক।

এর আগে ৯২ রানে দুই উইকেট পড়ে গেলে বাংলাদেশের ইনিংস গড়তে থাকেন মুমিনুল হক ও মুশফিকুর রহিম। দুই জনের হাফসেঞ্চুরিতেই দুইশত রান পার হয়। তাদের জুটিতে আসে ১১৯ রান।

এই জুটিতে মুমিনুল হক দায়িত্বের সঙ্গেই খেলছিলেন। তবে ৪৮তম ওভারে তাকে উইকেটের পেছনে তালুবন্দী করান মাইকেল কোহেন। মুমিনুলের ৭৩ বলের ৬৮ রানের ইনিংসে ছিল ৯টি চার।   মুমিনুলের বিদায়ের পর নেমেছিলেন অস্ট্রেলিয়া সিরিজে সুযোগ না পাওয়া মাহমুদউল্লাহ। অথচ তাকে পরের বলে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরান কোহেন। ক্রিস্টেনসেনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন মাহমুদউল্লাহ। এরপর থেকেই এলোমেলো হয়ে যায় সফরকারীদের ইনিংস। ২১১  রানে ৩ উইকেট থেকে স্কোর গিয়ে দাঁড়ায় ২২০ রানে ৬ উইকেট! এরপর বিদায় নেন মুশফিকুর রহিম (৬৩) ও লিটন দাস (০)। মুশফিকের ৮৫ বলের ইনিংসে ছিল ৮টি চার।

স্বাগতিকদের পক্ষে একাই ৪টি নেন মাইকেল কোহেন। একটি করে নেন প্রিটোরিয়াস ও ভন বার্গ।  

বৃহস্পতিবার দুপুর ২টায় শুরু হওয়া এ ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সফরকারীরা। টাইগারদের প্রতিপক্ষ ক্রিকেট সাউথ আফ্রিকা আমন্ত্রিত একাদশ। বেনোনির উইলোমুর পার্ক স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে দুই দল। শুরুতে তামিম ইকবাল ৫ রানে রিটায়ার্ড হার্ট হয়ে ফেরেন সাজঘরে। এরপর দলীয় ৮৪ রানে ইমরুল (৩৪) ও ৯২ রানে ফেরেন সৌম্য সরকার (৪৩)।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!