X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

৩০৬ রানে ইনিংস ঘোষণা করলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০১৭, ২৩:০১আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৭, ২৩:০৩

৩০৬ রানে ইনিংস ঘোষণা করলো বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশের বিপক্ষে তিন দিনের একমাত্র প্রস্তুতি ম্যাচে ৭ উইকেটে ৩০৬ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ। টস জিতে ব্যাট করতে নেমে প্রথম দিনেই ইনিংস ঘোষণা করে সফরকারীরা। জবাবে ২১ রানেই স্বাগতিকদের একটি উইকেট তুলে নিয়েছে মুশফিকুর রহিমের দল। তারা এখনও পিছিয়ে ২৮৫ রানে।

ইনিংস ঘোষণার আগে হাফসেঞ্চুরিতে প্রস্তুতি সেরে নিয়েছেন অধিনায়ক মুশফিকুর রহিম, মুমিনুল হক ও সাব্বির রহমান রুম্মন।

শুরুতে ৯২ রানে দুই উইকেট পড়ে গেলে বাংলাদেশের ইনিংস গড়তে থাকেন মুমিনুল হক ও মুশফিকুর রহিম। দুই জনের হাফসেঞ্চুরিতেই দুইশত রান পার হয়। তাদের জুটিতে আসে ১১৯ রান।

এই জুটিতে মুমিনুল হক দায়িত্বের সঙ্গেই খেলছিলেন। তবে ৪৮তম ওভারে তাকে উইকেটের পেছনে তালুবন্দী করান মাইকেল কোহেন। মুমিনুলের ৭৩ বলের ৬৮ রানের ইনিংসে ছিল ৯টি চার।   মুমিনুলের বিদায়ের পর নেমেছিলেন অস্ট্রেলিয়া সিরিজে সুযোগ না পাওয়া মাহমুদউল্লাহ। অথচ তাকে পরের বলে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরান কোহেন। ক্রিস্টেনসেনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন মাহমুদউল্লাহ। এরপর থেকেই এলোমেলো হয়ে যায় সফরকারীদের ইনিংস। ২১১  রানে ৩ উইকেট থেকে স্কোর গিয়ে দাঁড়ায় ২২০ রানে ৬ উইকেট! এরপর বিদায় নেন মুশফিকুর রহিম (৬৩) ও লিটন দাস (০)। মুশফিকের ৮৫ বলের ইনিংসে ছিল ৮টি চার। এরপর মিরাজ ও সাব্বির জুটি গড়ে দলকে নিয়ে যান ২৭২ রানে। ‍মিরাজ ১৮ রানে কট বিহাইন্ড হলেও ক্রিজে ছিলেন সাব্বির। তাসকিনকে সঙ্গে নিয়ে পার করেন ৩০০ রান। অপরাজিত ছিলেন ৫৮ রানে। তার ৮৯ বলের ইনিংসে ছিল ৯টি চার। তাসকিন ক্রিজে ছিলেন ৮ রানে।   স্বাগতিকদের পক্ষে একাই ৪টি নেন মাইকেল কোহেন।

বৃহস্পতিবার দুপুর ২টায় শুরু হওয়া এ ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সফরকারীরা। টাইগারদের প্রতিপক্ষ ক্রিকেট সাউথ আফ্রিকা আমন্ত্রিত একাদশ। বেনোনির উইলোমুর পার্ক স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে দুই দল। শুরুতে তামিম ইকবাল ৫ রানে রিটায়ার্ড হার্ট হয়ে ফেরেন সাজঘরে। এরপর দলীয় ৮৪ রানে ইমরুল (৩৪) ও ৯২ রানে ফেরেন সৌম্য সরকার (৪৩)।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া