X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

স্বাগতিকদের ৬ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০১৭, ১৯:০৫আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৭, ১৯:২১

স্বাগতিকদের ৬ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ বাংলাদেশের বোলিং তোপে বিপদে রয়েছে দক্ষিণ আফ্রিকার আমন্ত্রিত একাদশ। তিন দিনের প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিন চা বিরতির আগে ১৮৫ রান তুলতে ৬ উইকেট হারিয়েছে স্বাগতিকরা। তারা এখনও পিছিয়ে ১২১ রানে।

বেনোনিতে আগের দিন বিকালে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা একাদশের একটি উইকেটও তুলে নিয়েছিল তারা। শুক্রবার আক্রমণের সেই ধারাবাহিকতা ধরে রাখে বাংলাদেশ। দ্বিতীয় দিনের খেলায় দ্বিতীয় সেশনের শুরু পর্যন্ত আরও ৪ উইকেট তুলে নেয় সফরকারীরা, যার সবগুলোই পান পেসাররা।

১ উইকেটে ২১ রানে সকালে খেলতে নামে দক্ষিণ আফ্রিকার আমন্ত্রিত একাদশ। দিনের ষষ্ঠ ওভারে শুভাশীষ রায়ের এলবিডব্লিউর ফাঁদে পড়েন ওপেনার ইয়াসিন ভাল্লি (১০)। ২৫ রানে দ্বিতীয় উইকেট হারানো দলটি আরও দুজন ব্যাটসম্যানকে হারায় খুব দ্রুত। দলীয় ৩৬ রানে লেস ডু প্লয়কে (৪) লিটন দাসের ক্যাচ বানান শফিউল ইসলাম।

হেইনরিক ক্লাসেন বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। ব্যক্তিগত ১৬ রানে মোস্তাফিজুর রহমানের শিকার হন তিনি। মুমিনুল নেন এ উইকেটরক্ষক ব্যাটসম্যানের ক্যাচ। ৮৯ রানে ৪ উইকেট হারালেও একপ্রান্ত আগলে রাখা জুবায়ের হামজার গুরুত্বপূর্ণ উইকেট বাংলাদেশ তুলে নেয় দ্বিতীয় সেশনের শুরুতে। তিন নম্বরে ব্যাট করতে নেমে ১০১ বলে ১০ চারে ৬০ রানে থামেন তিনি। তাসকিন আহমেদ তাকে ইমরুল কায়েসের ক্যাচ বানান। এরপর ফের প্রতিরোধে নেমে পড়েন আরেক ব্যাটসম্যান ব্রিটজকে। ধীরে ধীরে দলকে এগিয়ে নিতে থাকেন। সঙ্গে ছিলেন ক্রাইস্টেনসেন। সেই প্রতিরোধের দেয়ালটা আর বড় করতে দেননি স্পিনার মেহেদী হাসান মিরাজ। ব্যক্তিগত ৪৪ রানে তাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তিনি। ক্রিজে ৩৩ রানে এখনও ব্যাট করছেন তার অপর সঙ্গী ক্রাইস্টেনসেন (৩৩)। সঙ্গে আছেন ভন বার্গ (৬)।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক