X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

বোলিংয়ের প্রস্তুতিটাও সেরে রাখলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০১৭, ২২:১২আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৭, ১৩:৩৫

বোলিংয়ের প্রস্তুতিটাও সেরে রাখলো বাংলাদেশ ব্যাটিংয়ের পর দ্বিতীয় দিন বোলিংয়েও প্রস্তুতি সেরে নিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় দিন দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশ ৩১৩ রানে ইনিংস ঘোষণা করলেও তাদের ৮ উইকেট ‍তুলে নিয়েছে সফরকারী বোলাররা। স্বাগতিকরা ৭ রানের লিড নিলে বিকালে বিনা উইকেটে ৬ রান তুলেছেন দুই ওপেনার লিটন দাস (২) ও ইমরুল কায়েস (৪)।

৬১ রানে সর্বোচ্চ ২ উইকেট নিয়েছেন শফিউল ইসলাম। এছাড়া একটি করে নিয়েছেন মোস্তাফিজুর রহমান, শুভাশীষ রায়, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম।

বেনোনিতে আগের দিন বিকালে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা একাদশের একটি উইকেটও তুলে নিয়েছিল তারা। শুক্রবার আক্রমণের সেই ধারাবাহিকতা ধরে রাখে বাংলাদেশ। দ্বিতীয় দিনের খেলায় দ্বিতীয় সেশনের শুরু পর্যন্ত আরও ৪ উইকেট তুলে নেয় সফরকারীরা, যার সবগুলোই পান পেসাররা।

১ উইকেটে ২১ রানে সকালে খেলতে নামে দক্ষিণ আফ্রিকার আমন্ত্রিত একাদশ। দিনের ষষ্ঠ ওভারে শুভাশীষ রায়ের এলবিডব্লিউর ফাঁদে পড়েন ওপেনার ইয়াসিন ভাল্লি (১০)। ২৫ রানে দ্বিতীয় উইকেট হারানো দলটি আরও দুজন ব্যাটসম্যানকে হারায় খুব দ্রুত। দলীয় ৩৬ রানে লেস ডু প্লয়কে (৪) লিটন দাসের ক্যাচ বানান শফিউল ইসলাম।

হেইনরিক ক্লাসেন বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। ব্যক্তিগত ১৬ রানে মোস্তাফিজুর রহমানের শিকার হন তিনি। মুমিনুল নেন এ উইকেটরক্ষক ব্যাটসম্যানের ক্যাচ। ৮৯ রানে ৪ উইকেট হারালেও একপ্রান্ত আগলে রাখা জুবায়ের হামজার গুরুত্বপূর্ণ উইকেট বাংলাদেশ তুলে নেয় দ্বিতীয় সেশনের শুরুতে। তিন নম্বরে ব্যাট করতে নেমে ১০১ বলে ১০ চারে ৬০ রানে থামেন তিনি। তাসকিন আহমেদ তাকে ইমরুল কায়েসের ক্যাচ বানান। এরপর ফের প্রতিরোধে নেমে পড়েন আরেক ব্যাটসম্যান ব্রিটজকে। ধীরে ধীরে দলকে এগিয়ে নিতে থাকেন। সঙ্গে ছিলেন ক্রাইস্টেনসেন। সেই প্রতিরোধের দেয়ালটা আর বড় করতে দেননি স্পিনার মেহেদী হাসান মিরাজ। ব্যক্তিগত ৪৪ রানে তাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তিনি।  এরপর লেজের দিকে আরও জুটি গড়ে স্বাগতিকরা। যদিও বাংলাদেশের বোলিং তোপে বেশিক্ষণ স্থায়ী হতে পারেনি।

ক্রাইস্টেনসেন হাফসেঞ্চুরির পরই শফিউলের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে ফেরেন। এরপর প্রিটোরিয়াস ও ভন বার্গ মিলে দলকে নিয়ে ৩০৭-এ। প্রিটোরিয়াসকে ৪২ রানে তাইজুল বোল্ড করলে বেশিক্ষণ আর ব্যাট করেনি স্বাগতিকরা। ৩১৩ রানে গিয়ে ইনিংস ঘোষণা করে তারা। ভন বার্গ অপরাজিত থাকেন ৬২ রানে। তার সঙ্গে ‍৫ রানে ক্রিজে ছিলেন বোকাকো।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা