X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

গোল উৎসব করে জিতলো ম্যানসিটি-চেলসি

স্পোর্টস ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০১৭, ২২:০৮আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৭, ২২:১৯

জোড়া গোলে ম্যানসিটির বড় জয় নিশ্চিত করেছেন স্টারলিং ম্যানসিটির গোল উৎসব চলছেই। শনিবার নিজ মাঠে ক্রিস্টাল প্যালেসকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এনিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের তিন ম্যাচে ১৬ গোল করেছে পেপ গার্দিওলার শিষ্যরা। সিটিজেনদের মতো চেলসিও এদিন প্রতিপক্ষকে গোল বন্যায় ভাসিয়েছে। আলভারো মোরাতার হ্যাটট্রিকে বর্তমান চ্যাম্পিয়নরা হারিয়েছে স্টোক সিটিকে। তাদের জয়ের ব্যবধান ৪-০ গোলের। সাউদাম্পটনের বিপক্ষে ১-০ গোলের ছোট জয় পেয়েছে ম্যানসিটির নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানইউ।

লিভারপুল ও ওয়াটফোর্ডকে আগের দুই ম্যাচে ৫-০ ও ৬-০ গোলে হারানোর পর এবারও প্রতিপক্ষের জালে গোল উৎসব করেছে ম্যানসিটি। অবশ্য প্রথম গোল পেতে তাদের অপেক্ষা করতে হয়েছে লম্বা সময়। ৪৪ মিনিটে লেরয় সানের গোলে এগিয়ে যায় সিটিজেনরা। ডেভিড সিলভার বানিয়ে দেওয়া বল ঠাণ্ডা মাথায় প্যালেসের জালে পাঠান তিনি। সিটির এই উইঙ্গার দলের দ্বিতীয় ও চতুর্থ গোলটিও বানিয়ে দেন। বিরতির পর ফিরে এসে রহিম স্টারলিংয়ের জোড়া গোল। ৫১ ও ৫৮ মিনিটে দুই গোল করেন তিনি। ৭৯ মিনিটে সের্হিয়ো আগুয়েরোর হেডে ৪-০ করে ম্যানসিটি। নির্ধারিত সময় শেষ হওয়ার এক মিনিট আগে সিলভার পাস থেকে ডানপায়ের শটে পঞ্চম গোল করেন ফ্যাবিয়ান ডেলফ।

এ জয়ে ৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকলো ম্যানসিটি। গোল ব্যবধানে পিছিয়ে থেমে সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ম্যানইউ। রোমেলু লুকাকুর একমাত্র গোলে তারা জিতেছে সাউদাম্পটনের মাঠে।

মোরাতার হ্যাটট্রিকে জিতেছে চেলসি একই সময়ে অন্য ম্যাচ জিতেছে চেলসি। আর্সেনালের বিপক্ষে গত ম্যাচে ঘরের মাঠে তারা গোলশূন্য ড্র করেছিল। শনিবার তারা স্টোক সিটির জালে গুনে গুনে চার গোল দিয়ে ওই হোঁচটের ক্ষত সারালো ব্লুরা। দ্বিতীয় মিনিটে মোরাতা গোলমুখ খোলেন। পেদ্রো ৩০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন। বিরতি থেকে ফিরে ৭৭ ও ৮২ মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন মোরাতা। এ জয়ে ১৩ পয়েন্ট নিয়ে টটেনহ্যাম হটস্পারকে টপকে তিনে উঠেছে চেলসি।  ওয়েস্ট হ্যামকে ৩-২ গোলে হারিয়েছে টটেনহ্যাম। ১১ পয়েন্ট নিয়ে চার নম্বরে তারা। 

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাবির সব ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
ঢাবির সব ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
বাংলাদেশের আম-কাঁঠাল-আলু নিতে চায় চীন
বাংলাদেশের আম-কাঁঠাল-আলু নিতে চায় চীন
শিশু অপহরণ করে নিঃসন্তান দম্পতির কাছে বিক্রি করতো চক্রটি
শিশু অপহরণ করে নিঃসন্তান দম্পতির কাছে বিক্রি করতো চক্রটি
রাজধানী স্থানান্তর করছে ইন্দোনেশিয়া, বিশেষ মর্যাদা পাচ্ছে জাকার্তা
রাজধানী স্থানান্তর করছে ইন্দোনেশিয়া, বিশেষ মর্যাদা পাচ্ছে জাকার্তা
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে