X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

মঈন-প্লাঙ্কেটের নৈপুণ্যে ইংল্যান্ডের বিশাল জয়

স্পোর্টস ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০১৭, ০০:৪৩আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৭, ০০:৫২

প্লাঙ্কেটের তোপে বিধ্বস্ত ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনআপ মঈন আলীর ঝড়ো সেঞ্চুরির পর লিয়াম প্লাঙ্কেটের তোপ। রবিবার দুইজনের ব্যাটিং-বোলিং নৈপুণ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১২৪ রানের বিশাল জয় পেয়েছে ইংল্যান্ড। তৃতীয় ওয়ানডে শেষে ৫ ম্যাচের সিরিজে ২-০ তে এগিয়ে থাকলো তারা।

ব্রিস্টলে ৯ উইকেটে ৩৬৯ রানের বড় স্কোর করে ইংল্যান্ড। সেঞ্চুরি করে সবচেয়ে অবদান রেখেছেন মঈন, তার সঙ্গে হাফসেঞ্চুরি পেয়েছেন জো রুট ও বেন স্টোকস।

প্রায় আড়াই বছর পর ওয়ানডেতে তিন অঙ্কের ঘরে রান পেয়েছেন মঈন। দেশের দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি করতে তিনি খেলেছেন ৫৩ বল, ৭ চার ও ৮ ছয়ে। তার আগে ক্রিস ওকসের সঙ্গে ১১৭ রানের জুটি গড়েন মঈন। অ্যাশলে নার্সের বলে ১০২ রানে ক্রিজ ছাড়তে হয় তাকে, খেলেন ৫৭ বল।

তবে শুরুটা মোটেও ভালো হয়নি ইংল্যান্ডের। ৭৪ রানে তিন উইকেট হারায় তারা। সেই ধাক্কা সামলে ওঠে তারা রুট-স্টোকসের ১৩২ রানের জুটিতে। তবে ১১ রানে আবারও ৩ উইকেট হারিয়ে বিপদের সম্মুখীন হয়েছিল তারা। সেই বিপদ তারা কাটিয়ে ওঠে মঈনের দুর্দান্ত ইনিংসে।

মঈনের দুর্দান্ত সেঞ্চুরি করার পর উদযাপন রুট ৭৯ বলে ৭ চার ও ২ ছয়ে ৮৪ রান করেন। ৫ চার ও ৩ ছয়ে স্টোকসের ৭৩ রান এসেছে ৬৩ বলে।

৩ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের সফল বোলার মিগুয়েল কামিন্স। ২ উইকেট পান জেসন হোল্ডার।

বিশাল লক্ষ্যে নেমে ক্রিস গেইল মারকুটে ব্যাটিং করেছিলেন। কিন্তু অন্য প্রান্তের ব্যাটসম্যানদের কাছ থেকে সহযোগিতা পাননি ক্যারিবীয় ওপেনার। প্রতিপক্ষ ব্যাটসম্যানরা বিধ্বস্ত হয়েছে প্লাঙ্কেটের পেসে।

তবে শুরুটা ভালোই হয়েছিল ক্যারিবীয়দের। গেইলের ঝড়ো ব্যাটিংয়ে ২২.৫ ওভারেই ৩ উইকেটে ১৫০ রান করে ওয়েস্ট ইন্ডিজ। ৭৮ বলে ৯ চার ও ৮ ছয়ে ৯৪ রান করে চতুর্থ ব্যাটসম্যান হয়ে আউট হন গেইল। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি সফরকারীরা। গেইল ছাড়া অধিনায়ক হোল্ডার ৩৪ ও জেসন মোহাম্মেদের ৩৮ রান ছিল উল্লেখ করার মতো।

প্লাঙ্কেটের পেসে ৩৯.১ ওভারে ২৪৫ রানে অলআউট হয় উইন্ডিজ। ওয়ানডে ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট নেন এ ডানহাতি পেসার। ৮.১ ওভারে ৫২ রান দেন তিনি। এছাড়া ৩ উইকেট নিয়ে ইংল্যান্ডের জয়ে অবদান রাখেন আদিল রশীদ।

আগামী ২৭ ও ২৯ সেপ্টেম্বর হবে সিরিজের বাকি দুই ম্যাচ।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দলে কিংবদন্তির ছেলে
বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দলে কিংবদন্তির ছেলে
রাফাহ শহরে আবারও অভিযান চালাবে  ইসরায়েল?
রাফাহ শহরে আবারও অভিযান চালাবে ইসরায়েল?
রাজনীতিক পঙ্কজ ভট্টাচার্যকে স্মরণ
রাজনীতিক পঙ্কজ ভট্টাচার্যকে স্মরণ
কক্সবাজার জেলার রোহিঙ্গা ভোটারদের তালিকা চেয়েছেন হাইকোর্ট
কক্সবাজার জেলার রোহিঙ্গা ভোটারদের তালিকা চেয়েছেন হাইকোর্ট
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা