X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

অনুশীলনে টাইগারদের কঠোর পরিশ্রম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ সেপ্টেম্বর ২০১৭, ১৯:০৪আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৭, ১৯:১৮

নেটে অনুশীলন করছেন বাংলাদেশের এক ব্যাটসম্যান পচেফস্ট্রুমে প্রথম টেস্ট শুরু হবে আগামী বৃহস্পতিবার। রবিবার বেনোনি থেকে প্রথম টেস্টের শহরে পৌঁছালেও অনুশীলন করেনি বাংলাদেশ দল। তবে সোমবার সময় নষ্ট করেনি টাইগাররা, নেটে ঘাম ঝরিয়ে শুরু করেছে টেস্ট সিরিজের প্রস্তুতি।

প্রথম টেস্টের ভেন্যু পচেফস্ট্রুমের সেনওয়েস পার্কে কঠোর পরিশ্রম করেছেন মুশফিক-তামিমরা। সোমবার বাংলাদেশ সময় দুপুর দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অনুশীলন হয়েছে। টাইগারদের জন্য সুখবর, চোট থেকে সেরে উঠে নেটে বেশ কিছুক্ষণ ব্যাটিং করেছেন তামিম ইকবাল। গত বৃহস্পতিবার ক্রিকেট দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে ডান উরুর পেশিতে টান পড়েছিল বাংলাদেশের সবচেয়ে সফল ব্যাটসম্যানের।

ওই ম্যাচের শেষ দিনে ফিল্ডিং করতে গিয়ে কাঁধে ব্যথা পাওয়া সৌম্য সরকার অবশ্য অনুশীলনে ছিলেন না। তবে সফরে টিম ম্যানেজারের দায়িত্ব পালন করা প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন, মঙ্গলবার অনুশীলন করবেন এই বাঁহাতি ওপেনার।

অনুশীলনে ছিল রানিংও ভিসা জটিলতায় দলের সঙ্গে যেতে পারেননি রুবেল হোসেন। শনিবার দক্ষিণ আফ্রিকায় পা রাখা এই পেসার সোমবারই প্রথম অনুশীলন করলেন। অনুশীলন শেষে দেশটির কন্ডিশন নিয়ে তার কণ্ঠে ফুটে উঠলো উচ্ছ্বাস, ‘দক্ষিণ আফ্রিকায় পেস বোলাররা অনেক সুবিধা পেয়ে থাকে। এখানকার উইকেটে অনেক বাউন্স থাকে। কন্ডিশনের কারণে বল দারুণ সুইংও করে। এটা পেস বোলারদের জন্য আদর্শ জায়গা।’

প্রোটিয়াদের মাটিতে দ্রুত মানিয়ে নিয়ে বোলিং করার লক্ষ্য রুবেলের, ‘আমাদের দলের পেসাররা পরিকল্পনা অনুযায়ী বোলিং করতে পারলে সাফল্য পাওয়া সম্ভব। এখানে জোরে বোলিং করার পাশাপাশি লাইন-লেন্থ ঠিক রাখাও জরুরি।’

পচেফস্ট্রুমে প্রথম টেস্ট খেলে টাইগাররা উড়ে যাবে ব্লুমফন্টেইনে। সেখানে ৬ অক্টোবর শুরু হবে দ্বিতীয় টেস্ট। এরপর তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।

টিম ম্যানেজার মিনহাজুল আবেদীনকে পেয়ে অনুপ্রাণিত অধিনায়ক মুশফিক আর কোচ হাথুরুসিংহে ওয়ানডে সিরিজের আগে ১২ অক্টোবর ব্লুমফন্টেইনে আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলবে  টাইগাররা। ১৫, ১৮ ও ২২ অক্টোবর তিনটি ওয়ানডের ভেন্যু কিম্বার্লি, পার্ল ও ইস্ট লন্ডন। এরপর ২৬ ও ২৯ অক্টোবর ব্লুমফন্টেইন ও পচেফস্ট্রুমে হবে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ৩০ অক্টোবর টাইগারদের দেশে ফেরার কথা।

বিশ্রাম নেওয়ায় টেস্ট সিরিজে সাকিব আল হাসানকে পাচ্ছে না বাংলাদেশ। তবে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে খেলবেন বিশ্বসেরা অলরাউন্ডার।  

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফরিদপুরে দুই শ্রমিক হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে খেলাফত মজলিসের মিছিল
ফরিদপুরে দুই শ্রমিক হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে খেলাফত মজলিসের মিছিল
মশা তাড়ানোর ৫ প্রাকৃতিক উপায়
মশা তাড়ানোর ৫ প্রাকৃতিক উপায়
মেলা থেকে অস্ত্রের মুখে দুই নারীকে তুলে নিয়ে ধর্ষণ
মেলা থেকে অস্ত্রের মুখে দুই নারীকে তুলে নিয়ে ধর্ষণ
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!