X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের সিয়ামের জন্য ভারতীয় দাবাড়ুদের ভালোবাসা

রঞ্জন বসু, দিল্লি
২৫ সেপ্টেম্বর ২০১৭, ১৯:৫৮আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৭, ২০:০৭


ইকরামুল হক সিয়াম দুরারোগ্য স্নায়ুরোগে আক্রান্ত বাংলাদেশি এক দাবাড়ুর অস্ত্রোপচারে আর্থিক সাহায্য করছেন ভারতীয় খেলোয়াড়রা। খেলার জগতে সীমানাভাঙা বন্ধুত্বের অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করে ইকরামুল হক সিয়ামের জন্য ভারতে লাখ লাখ টাকা তুলে দিচ্ছেন এমন অনেক দাবাড়ু, যারা ব্যক্তিগতভাবে তাকে চেনেন না পর্যন্ত!

সিয়াম বাংলাদেশের সাব-জুনিয়র স্তরে জাতীয় চ্যাম্পিয়ন, দেশের অন্যতম তরুণ ক্রীড়া প্রতিভা। বছর কুড়ির এই তরুণ মাস কয়েক আগে আক্রান্ত হন এমন এক ডিজেনারেটিভ ডিস্ক ইলনেসে, যা তার ডান পা’কে শুধু পক্ষাঘাতগ্রস্ত করেনি, তার জীবনকেও ফেলে দিয়েছে সংশয়ে।

কলকাতার একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন আর্থিকভাবে অস্বচ্ছ্বল পরিবারের এই তরুণ। সাহায্যের জন্য সিয়াম তখন আবেদন জানান ভারতে তার পরিচিত দাবাড়ুদের কাছে, ‘আমি বাঁচতে চাই, আমাকে সাহায্য করুন।’

গত কয়েক সপ্তাহে ভারতের দাবাড়ুরা যেভাবে সিয়ামের সাহায্যে এগিয়ে এসেছেন, তার তুলনা সত্যিই বিরল। ‘চেসবেস ইন্ডিয়া’ নামে ভারতের দাবাড়ু ও দাবাপ্রেমীদের জনপ্রিয় অনলাইন ফোরাম গত মাসে সিয়ামের আবেদন পাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যে তুলে ফেলেছে প্রায় পাঁচ লাখ টাকা, যা অস্ত্রোপচারের জন্য যথেষ্ট বলে ধারণা করা হচ্ছে।

এই টাকা যারা দিয়েছেন তাদের বেশির ভাগ সিয়ামকে চেনা দূরে থাক, নাম পর্যন্ত শোনেননি! কলকাতার কাছাকাছি রিষড়ার মেয়ে চান্দ্রেয়ী হাজরা অবশ্য ব্যক্তিগতভাবে চেনেন তাকে। এই কিশোরী দাবাড়ু মেয়েদের আন্তর্জাতিক মাস্টার। যেহেতু চান্দ্রেয়ী নিজে খুব ভালো পেনসিল স্কেচ করেন, তাই স্কেচ করে মাত্র কয়েক দিনের ভেতর ৪০ হাজার টাকার মতো সংগ্রহ করে ফেলেছেন।

সিয়ামের সঙ্গে চান্দ্রেয়ী হাজরা স্বাতী মজুমদার নামে কলকাতার আরেক দাবাড়ু সিয়ামের অস্ত্রোপচারের জন্য ব্যক্তিগতভাবে তুলেছেন ২৫ হাজার রুপিরও বেশি।

বাঙালি বলে চান্দ্রেয়ী আর স্বাতীর সহানুভূতি থাকতেই পারে, কিন্তু ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানার দাবাড়ুরাও যেভাবে সিরামের সাহায্যে এগিয়ে এসেছেন, তা ভাবাই যায় না। ‘চেসবেস ইন্ডিয়া’ জানিয়েছে, তেলেঙ্গানার দাবা খেলোয়াড়দের নিজস্ব হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে প্রায় দেড় লাখ টাকা উঠেছে।

‘চেসবেস ইন্ডিয়া’র কর্ণধার প্রিয়দর্শন বানজান ‘বাংলা ট্রিবিউন’কে এ প্রসঙ্গে বলেছেন, ‘কলকাতার মতো হায়দরাবাদেরও দাবার একটা ঐতিহ্য আছে। তারা এই খেলাটা ভালোবাসে, এর স্পিরিটটাকে ভালোবাসে। তাই প্রতিবেশী দেশের একজন অপরিচিত দাবাড়ুর সাহায্যে এগিয়ে আসার আগে তাদের দুবার ভাবতে হয়নি।’

সিয়াম এ মুহূর্তে ভেলোরের ক্রিশ্চিয়ান মেডিক্যাল কলেজে হাসপাতালে আছেন। সোমবার সেখানে ডাক্তাররা তার পরীক্ষা-নিরীক্ষা করেন। অস্ত্রোপচার ঠিকঠাক হলে তার জীবন নিয়ে কোনও সংশয় থাকবে না বলে আশা করছেন ভারতীয় দাবাড়ুরা।

তরুণ সিয়াম এখন দাবায় বাংলাদেশের উঠতি তারকা, যিনি স্বপ্ন দেখেন একদিন নিয়াজ মোর্শেদ হয়ে ওঠার। সেই স্বপ্ন পূরণ হলে কলকাতার চান্দ্রেয়ী-স্বাতী বা হায়দরাবাদের দাবাড়ুদের তৃপ্তিও কম হবে না নিশ্চয়ই!

/কেআর/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আজকের আবহাওয়া: ঢাকাসহ ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
আজকের আবহাওয়া: ঢাকাসহ ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী
ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী
ইউরোপা লিগ থেকে বিদায়ের ভালো দিক দেখছেন লিভারপুল কোচ
ইউরোপা লিগ থেকে বিদায়ের ভালো দিক দেখছেন লিভারপুল কোচ
রাশিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত
রাশিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন