X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে যেসব নতুন নিয়ম

স্পোর্টস ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০১৭, ১৬:৪৫আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৭, ১৮:১৪

নতুন নিয়মে দেখা যাবে না এ ধরনের ক্যাচ

এ বছর ক্রিকেটের বেশ কয়েকটি নিয়ম চালু করার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। আগামী বৃহস্পতিবার থেকে চালু হতে যাচ্ছে এসব নিয়ম। অর্থাৎ বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট নতুন নিয়মেই হবে। বৃহস্পতিবার শুরু হতে যাওয়া পাকিস্তান-শ্রীলঙ্কা টেস্টেও থাকছে এসব নিয়ম।

দেখে নেওয়া যাক ক্রিকেটের উল্লেখযোগ্য ছয়টি নতুন নিয়ম-

১. ব্যাটের আকার

ব্যাট ও বলের ভারসাম্য রাখতে ব্যাটের কোনা ও পুরুত্ব বেঁধে দিয়েছে আইসিসি। যদিও দৈর্ঘ্য ও প্রস্থ নিয়ে কোনও বিধিনিষেধ নেই। ব্যাটের কোনা ৪০ মিলিমিটারের বেশি হতে পারবে না। আর ব্যাটের পুরুত্ব হবে সর্বোচ্চ ৬৭ মিলিমিটার। ব্যাটের দৈর্ঘ্য-প্রস্থ ঠিক আছে কিনা ম্যাচ শুরু হওয়ার আগে তা মাপার দায়িত্ব  আম্পায়ারদের।  

২. আচরণ নিয়ন্ত্রণে লাল কার্ড

বিধিবহির্ভূত আচরণ করা খেলোয়াড়কে মাঠ থেকে বের করে দেওয়ার নিয়ম চালু করেছে আইসিসি। তবে আইসিসি বিধি অনুযায়ী মাত্রা-৪ ভঙ্গ করলেই এটি প্রযোজ্য হবে, যা মূলত গুরুতর ও স্পর্শকাতর অপরাধের ক্ষেত্রে প্রযোজ্য। ১ থেকে মাত্রা-৩ এর অপরাধের ক্ষেত্রে বিধি অনুসারে শাস্তি হবে।

৩. ডিসিশন রিভিউ সিস্টেমে পরিবর্তন

আগে টেস্ট ক্রিকেটে একটি ইনিংসের ৮০ ওভারে শেষে নতুন ‍দুটি রিভিউ যোগ হতো। এখন আর সেটি থাকছে না। প্রতিটি ইনিংসে মাত্র দুটি রিভিউ বরাদ্দ থাকবে। টেস্ট-ওয়ানডের মতো এখন থেকে টি-টোয়েন্টিতেও ব্যবহার করা হবে ডিসিশন রিভিউ সিস্টেম বা ডিআরএস।

৪. রান আউটের ক্ষেত্রে নতুন নিয়ম

আগে রান নেওয়ার সময় কোনও ব্যাটসম্যান ক্রিজের মধ্যে ঢোকার পরও যদি তার ব্যাট ও দুই পা শূন্যে থাকতো, তাহলে তাকে রানআউট ধরা হতো। কিন্তু নতুন নিয়মে ব্যাটসম্যান ক্রিজের মধ্যে ঢুকে গেলেই নটআউট ধরা হবে। ব্যাট বা পা শূন্যে থাকলেও তাকে আর রানআউট দেওয়া যাবে না। স্টাম্পিংয়ের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য।

৫. বাউন্ডারি ক্যাচের নিয়মে পরিবর্তন

আগে বাউন্ডারির বাইরে শূন্যে ভেসে থাকা অবস্থায় কোনও ফিল্ডার ক্যাচ ধরলে সেটি আউট ধরা হতো। গত কয়েক বছরে এই নিয়মের সৌজন্যে বেশ কিছু অবিশ্বাস্য ক্যাচের জন্ম হয়েছে। তবে নতুন নিয়মে ব্যাটসম্যানকে আউট করতে হলে ফিল্ডারকে সীমানার মধ্যেই ক্যাচ নিতে হবে, নইলে সেটিকে ছক্কা হিসেবে ধরা হবে।  

৬. ফিল্ডার বা উইকেটরক্ষকের হেলমেটে বলের আঘাত

এখন থেকে ফিল্ডার অথবা উইকেটরক্ষকের হেলমেটে লেগে বল দিক পরিবর্তন করলেও আউট হতে সমস্যা নেই। ক্যাচ, রান আউট, স্টাম্পিং সব আউটই থাকবে এই নিয়মের আওতায়।

বাংলাদেশেরদক্ষিণআফ্রিকাসফরসূচি:

সেপ্টেম্বর ২৮-অক্টোবর ২: প্রথম টেস্ট, পচেফস্ট্রুম

অক্টোবর ৬-১০: দ্বিতীয় টেস্ট, ব্লুমফন্টেইন

অক্টোবর ১২: প্রস্তুতি ম্যাচ, ব্লুমফন্টেইন

অক্টোবর ১৫: প্রথম ওয়ানডে, কিম্বার্লি

অক্টোবর ১৮: দ্বিতীয় ওয়ানডে, পার্ল

অক্টোবর ২২: তৃতীয় ওয়ানডে, ইস্ট লন্ডন

অক্টোবর ২৬: প্রথম টি-টোয়েন্টি, ব্লুমফন্টেইন

অক্টোবর ২৯: দ্বিতীয় টি-টোয়েন্টি, পচেফস্ট্রুম

এফআইআর/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিয়ম ভাঙায় পয়েন্ট কাটা গেলো নটিংহ্যাম ফরেস্টের
নিয়ম ভাঙায় পয়েন্ট কাটা গেলো নটিংহ্যাম ফরেস্টের
আজকের আবহাওয়া: সব বিভাগেই ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস 
আজকের আবহাওয়া: সব বিভাগেই ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস 
রাফাহতে হামলা ভুল হবে, নেতানিয়াহুকে বাইডেনের সতর্কবার্তা
রাফাহতে হামলা ভুল হবে, নেতানিয়াহুকে বাইডেনের সতর্কবার্তা
ইসরায়েলি হামলায় হামাসের জ্যেষ্ঠ নেতার মৃত্যু: যুক্তরাষ্ট্র
ইসরায়েলি হামলায় হামাসের জ্যেষ্ঠ নেতার মৃত্যু: যুক্তরাষ্ট্র
সর্বাধিক পঠিত
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
পদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
একীভূত হলো দুই ব্যাংকপদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
ইউক্রেন সীমান্তে বাফার জোনের পরিকল্পনা রাশিয়ার: পুতিন
ইউক্রেন সীমান্তে বাফার জোনের পরিকল্পনা রাশিয়ার: পুতিন