X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

না ফেরার দেশে কলসিন্দুরের ফু্টবলার সাবিনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ সেপ্টেম্বর ২০১৭, ১৮:৫০আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৭, ১৮:৫০

এই ছবি এখন শুধুই স্মৃতি। ছবি: বাফুফে বাংলাদেশের মেয়েদের ফুটবলের চিত্র পাল্টে দিয়েছে ময়মনসিংহের প্রত্যন্ত এক গ্রাম- কলসিন্দুর। সেখান থেকেই আগামীর স্বপ্ন দেখতে শুরু করেছিল সাবিনা ইয়াসমিন। কিন্তু কুঁড়িতেই শেষ হয়ে গেল তার সব স্বপ্ন। দুই-তিন দিনের জ্বরে মাত্র ১৪ বছর বয়সে পৃথিবী ছেড়ে চলে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ মহিলা দলের এই ফুটবলার।

রবিবার থেকে গায়ে জ্বর ছিল সাবিনার। কলসিন্দুর উচ্চ বিদ্যালয় ও কলেজের নবম শ্রেণির এই ছাত্রীর অবস্থা আরও খারাপ হয় প্রচন্ড গরমে। যাতে মঙ্গলবার শারীরিক অবস্থা অবনতি হলে তাকে নিয়ে যাওয়া হয় ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয় বলে জানিয়েছেন মেডিকেল অফিসার ডা. খাদেমুল ইসলাম নাঈম। ‘বাংলা ট্রিবিউন’কে তিনি নিশ্চিত করেছেন, ‘বিকেল ৩-২০ মিনিটে মারা গেছে সাবিনা। হাসপাতালে আনার আগে রাস্তাতেই মারা যায় সে।’

কলসিন্দুরের পাশের গ্রাম রাণীপুরে বাড়ি সাবিনার। বঙ্গমাতা ফজিলাতুন্নেসা গোল্ডকাপ ফুটবলে কলসিন্দুরের হয়ে খেলেছিল অনূর্ধ্ব-১৫ দলের এই ফুটবলার। কলসিন্দুর উচ্চ বিদ্যালয়ের মার্জিয়া-সানজিদাদের মতো তারও স্বপ্ন ছিল বয়সভিত্তিক ফুটবলে এগিয়ে চলার। কিন্তু জগতের নিষ্ঠুর নিয়মে মাত্র ১৪ বছর বয়সে পৃথিবী ছেড়ে পারি দিতে হলো অন্যপারে।

তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সংস্থাটির সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিন শোক প্রকাশ করেছেন সাবিনার মৃত্যুতে।

ডিসেম্বরেই হয়তো বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করতে দেখা যেত সাবিনাকে। অনূর্ধ্ব-১৮ মহিলা দলের সঙ্গে অনুশীলন ক্যাম্পও করেছিল সে, যেটা ছিল সাফ অনূর্ধ্ব-১৫ মহিলা চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি। হলো না কিছুই; মাঠের ফুটবল শুধু নয়, পৃথিবীকেই বিদায় জানিয়ে চলে গেল সে না ফেরার দেশে।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া