X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

এজিএম-ইজিএমের অনুমতি পেয়ে বিসিবির স্বস্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ সেপ্টেম্বর ২০১৭, ২০:১৫আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৭, ২০:১৫

বক্তব্য রাখছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান আগামী ২ অক্টোবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও অতিরিক্ত সাধারণ সভা (ইজিএম) হওয়ার কথা। তবে বিসিবির কার্যনির্বাহী কমিটির কার্যক্রম কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। অবশ্য এজিএম-ইজিএম আয়োজনে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। সুসংবাদটা পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন বিসিবির কর্মকর্তারা।

মঙ্গলবার বেক্সিমকো কার্যালয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান সাংবাদিকদের বলেছেন, ‘আমরা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আমি আগেও বলেছিলাম, আমাদের কাজ চালিয়ে যাবো। তারপর উনারা রিট করেছিলেন, যার শুনানিও হয়েছে। তবে আমাদের কার্যক্রম চালিয়ে যেতে কোনও বাধা নেই। নির্ধারিত তারিখেই আমরা এজিএম, ইজিএম করবো।’

আগামী ১৩ অক্টোবর শেষ হবে বর্তমান কমিটির মেয়াদ। নির্ধারিত তারিখে এজিএম-ইজিএম করলেও আপাতত নির্বাচন দেওয়ার চিন্তা নেই বলেই জানিয়েছেন বিসিবি সভাপতি, ‘আমরা এজিএম-ইজিএমকে অগ্রাধিকার দিচ্ছি। আমাদের একটা বৈধ গঠনতন্ত্র দরকার, যেটার মাধ্যমে নির্বাচন হবে। এরপর বোর্ড পরবর্তী সিদ্ধান্ত নেবে। নির্বাচনের তারিখ দিতে হলে নির্বাচন কমিশন গঠন করতে হবে, কাউন্সিলরদের তালিকা চাইতে হবে। সেজন্য সময় প্রয়োজন। গঠনতন্ত্রে নিশ্চয়ই বলা আছে কতদিনের মধ্যে নির্বাচন দিতে হবে। সে অনুযায়ী আমরা নির্বাচন করবো। যদি দেখি গঠনতন্ত্রে বেধে দেওয়া সময়ের বেশি লাগছে, তাহলে আমরা অবশ্যই আইনজীবীর পরামর্শ নিয়ে সে অনুযায়ী কাজ করবো।’ 

নাজমুল হাসান আরও বলেছেন, ‘গঠনতন্ত্রের নিয়ম অনুযায়ী আমাদের চলতে হবে, নিয়মের বাইরে যাওয়ার কোনও সুযোগ নেই। এনএসসি থেকে অনুমোদন হয়ে আসার পর প্রথম কাজ হচ্ছে এজিএম-ইজিএম করে বোর্ডে অনুমোদন করা। যখন পুরো গঠনতন্ত্র অনুমোদিত আকারে পাবো, তখনই নির্বাচনের তারিখ ঘোষণা করতে পারবো, তার আগে নয়।’

২০১২ সালের ১ মার্চ গঠনতন্ত্র সংশোধন করেছিল বিসিবি। সেটি অনুমোদন না নিয়েই কিছু সংশোধনী এনে ওই বছরের নভেম্বরে নতুন গঠনতন্ত্র তৈরি করে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। ডিসেম্বরে এনএসসির সংশোধিত গঠনতন্ত্রের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন বিসিবির নির্বাহী কমিটির সাবেক সদস্য প্রয়াত ইউসুফ জামিল বাবু ও স্থপতি মোবাশ্বের হোসেন। ২০১৩ সালের ২৭ জানুয়ারি হাইকোর্ট রায় দেন এনএসসির সংশোধিত গঠনতন্ত্র অবৈধ। পরদিনই হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আবেদন করে এনএসসি ও বিসিবি। ওই বছরের ২৫ জুলাই আপিলের অনুমতি দেওয়া হয়। পরে দেশের স্বার্থ বিবেচনায় এনএসসির সংশোধিত গঠনতন্ত্রেই নির্বাচনের অনুমতি পায় ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।

এজিএম-ইজিএমের অনুমতি পেয়ে বিসিবির স্বস্তি আসন্ন এজিএম-ইজিএমে বিসিবি তাদের কাউন্সিলদের সামনে ২০১৩ সালের গঠনতন্ত্র তুলে ধরবে। এ বিষয়ে বিসিবি সভাপতির মন্তব্য, ‘কাউন্সিলররাই নির্ধারণ করবেন গঠনতন্ত্রে পরিবর্তন আনার প্রয়োজন আছে কিনা। হাইকোর্ট রায় দিয়েছিলেন গঠনতন্ত্র জাতীয় ক্রীড়া পরিষদের সংশোধন করার এখতিয়ার নেই। আমাদের যে সব পরিবর্তন হয়েছিল, সেগুলো নিয়ম অনুযায়ী কাউন্সিলরদের সামনে তুলে ধরবো। সেখানে অনুমোদন কিংবা বাতিল যা হবার হবে।’

বিসিবি যে আদালতের কাছে জবাব দিতে প্রস্তুত, সে কথাও জানিয়েছেন নাজমুল হাসান, ‘আমি মনে করি এটা নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই। জাতীয় ক্রীড়া পরিষদের কাছে ব্যাখা চেয়েছেন আদালত। আমাদের কাছে চাইলে আমরা ব্যাখা দিতে প্রস্তুত। তবে আদালত থেকে নতুন কোনও নির্দেশনা আসলে সেটা মেনে নিতে হবে আমাদের। এর বাইরে যাওয়ার কোনও সুযোগ নেই।’

বিসিবির ২০১৩ সালের নির্বাচন থেকে সাবেক বোর্ড সভাপতি সাবের হোসেন চৌধুরীর সঙ্গে নাজমুল হাসানের দ্বন্দ্ব দেশের ক্রিকেটাঙ্গনের আলোচিত বিষয়। দুজনে বেশ কয়েকবারই বিবাদে জড়িয়েছেন। মঙ্গলবারও সাবের হোসেন চৌধুরীকে একহাত নিয়েছেন বিসিবি সভাপতি, ‘তিনি আমাকে চিঠি দিয়ে বলেছেন এজিএম-ইজিএম বন্ধ করে দিতে, অথচ কোর্ট বলছেন করতে বাধা নেই। আমি তার কথায় এসব বন্ধ করে দেবো? হাতে গোনা কয়েকজন আছে, যাদের ভালো কিছু কখনোই চোখে পড়ে না। তারা কিন্তু আমাদের কোনও সাফল্যকে এ পর্যন্ত অভিনন্দন জানায়নি। আমার ধারণা, বাংলাদেশ দল খারাপ খেললেই তারা খুশি হয়। তাদের সঙ্গে আমাদের মন-মানসিকতায় কোনও মিল নেই।’

‘ক্রিকেটের মতো খেলা আদালতে নিয়ে যাওয়াকে কিভাবে দেখছেন?’ প্রশ্নে নাজমুল হাসানের মন্তব্য, ‘আমি শুনেছি তিনি (মোবাশ্বের হোসেন) নাকি খেলাধুলা সংক্রান্ত প্রচুর মামলা করেছেন। করতে থাকুক, সমস্যা নেই। তবে আইসিসির বোর্ড মিটিংয়ে এই বিষয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর আমাকে দিতে হবে। এখন আইসিসি সব বিষয়েই অবগত থাকে।’ 

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী