X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

‘লড়াই করতে প্রস্তুত বাংলাদেশ’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ সেপ্টেম্বর ২০১৭, ২১:৩৩আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৭, ২১:৩৩

সেনওয়েস পার্কে অনুশীলন শেষে কথা বলছেন ইমরুল দক্ষিণ আফ্রিকার উইকেটে ব্যাটিং করা যে কোনও অতিথি দলের জন্যই কঠিন। বাংলাদেশের মতো ধীরগতির উইকেটে খেলা ব্যাটসম্যানদের জন্য তা আরও কঠিন। তবে যত কঠিনই হোক, প্রোটিয়াদের মাটিতে টাইগারদের যে কোনও চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার সামর্থ্য আছে বলে মনে করেন ইমরুল কায়েস।

প্রথম টেস্টের ভেন্যু পচেফস্ট্রুমের সেনওয়েস পার্কে মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছেন ক্রিকেটাররা। দক্ষিণ আফ্রিকায় পৌঁছানোর পর প্রথমবারের মতো পুরো দলকে অনুশীলন করাতে পেরেছেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। প্রস্তুতি ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে কাঁধে ব্যথা পাওয়া সৌম্য সরকারও ব্যাটিং অনুশীলন করেছেন।

‘লড়াই করতে প্রস্তুত বাংলাদেশ’ অনুশীলন শেষে সংবাদ মাধ্যমকে ইমরুল বলেছেন, ‘আমরা এক সপ্তাহ আগে দক্ষিণ আফ্রিকায় এসেছি, এখানে একটা প্রস্তুতি ম্যাচও খেলেছি। সব মিলিয়ে প্রস্তুতি ভালো। প্রস্তুতি ম্যাচ খেলে সবার আত্মবিশ্বাস কিছুটা হলেও বেড়েছে।’

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে একদমই সুবিধা করতে পারেননি ইমরুল, দুই টেস্টের চার ইনিংসে করেছিলেন ০, ২, ৪ ও ১৫ রান। তবে ক্রিকেট সাউথ আফ্রিকা আমন্ত্রিত একাদশের বিপক্ষে তিনদিনের প্রস্তুতি ম্যাচে ৩৪ ও ৫১ রানের দুটো ভালো ইনিংস এসেছে তার ব্যাট থেকে। বৃহস্পতিবার শুরু হতে যাওয়া প্রথম টেস্টে তাই ভালো খেলতে আত্মবিশ্বাসী এই বাঁহাতি ব্যাটসম্যান, ‘যে ম্যাচেই হোক, রান করলে আত্মবিশ্বাস অনেক বেড়ে যায়। রান করলে নিজেরও ভালো লাগে। আশা করি, প্রথম টেস্টে সুযোগ পেলে বড় ইনিংস খেলতে পারবো।’

‘লড়াই করতে প্রস্তুত বাংলাদেশ’ দক্ষিণ আফ্রিকার বাউন্সি উইকেট বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য কঠিন চ্যালেঞ্জ নিয়ে অপেক্ষা করছে। তবে ইমরুল জানালেন, কঠিন হলেও এই চ্যালেঞ্জ নিতে তারা প্রস্তুত, ‘এখানকার উইকেটে বাউন্স থাকবেই। এটা মেনে নিয়েই খেলতে হবে আমাদের। আমরা লড়াই করতে প্রস্তুত। আশা করি, ভালো একটা ম্যাচ হবে।’ 

বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফরসূচি

সেপ্টেম্বর ২৮-অক্টোবর ২: প্রথম টেস্ট, পচেফস্ট্রুম

অক্টোবর ৬-১০: দ্বিতীয় টেস্ট, ব্লুমফন্টেইন

অক্টোবর ১২: প্রস্তুতি ম্যাচ, ব্লুমফন্টেইন

অক্টোবর ১৫: প্রথম ওয়ানডে, কিম্বার্লি

অক্টোবর ১৮: দ্বিতীয় ওয়ানডে, পার্ল

অক্টোবর ২২: তৃতীয় ওয়ানডে, ইস্ট লন্ডন

অক্টোবর ২৬: প্রথম টি-টোয়েন্টি, ব্লুমফন্টেইন

অক্টোবর ২৯: দ্বিতীয় টি-টোয়েন্টি, পচেফস্ট্রুম 

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘তীব্র গরমে’ চু্য়াডাঙ্গা ও পাবনায় ২ জনের মৃত্যু
‘তীব্র গরমে’ চু্য়াডাঙ্গা ও পাবনায় ২ জনের মৃত্যু
ডাগআউট থেকে রিভিউ নিতে বলায় ডেভিড, পোলার্ডের শাস্তি
ডাগআউট থেকে রিভিউ নিতে বলায় ডেভিড, পোলার্ডের শাস্তি
হিট অ্যালার্ট উপেক্ষা করে কাজে নামতে হয় যাদের
হিট অ্যালার্ট উপেক্ষা করে কাজে নামতে হয় যাদের
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজের পাঠদানও বন্ধ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজের পাঠদানও বন্ধ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি