X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

আত্মঘাতী গোলে জিতেছে বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০১৭, ০৪:৩৪আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৭, ০৪:৫৬

বার্সেলোনা খেলোয়াড়দের গোল উদযাপন আগের রাতে জোড়া লক্ষ্যভেদ করেছেন ক্রিস্তিয়ানো রোনালদো। লিওনেল মেসির ভক্তরা হয়তো সে কারণেই আরও বেশি তাকিয়ে ছিলেন বুধবার রাতের চ্যাম্পিয়নস লিগ ম্যাচের দিকে। স্পোর্তিং লিসবনের বিপক্ষে সেই ম্যাচে শুধু মেসি নয়, বার্সেলোনার কোনও খেলোয়াড়ই পায়নি গোলের দেখা! এরপরও পর্তুগাল থেকে ঠিকই জিতে ফিরেছে কাতালানরা। লিসবন ডিফেন্ডার সেবাস্তিয়ান কোতেসের আত্মঘাতী গোলে বার্সেলোনা পেয়েছে ১-০ গোলের জয়।

স্তাদিও হোসে আলভালাদেতে বার্সেলোনাকে দিতে হয়েছে কঠিন পরীক্ষা। বল পজেশন কিংবা সুযোগ তৈরিতে এগিয়ে থাকলেও পর্তুগিজ প্রতিপক্ষের বিপক্ষে সুবিধা করতে পারেনি চলতি মৌসুমে ফর্মের তুঙ্গে থাকা কাতালানরা। প্রথমার্ধ গোলশূন্যভাবে কাটানোর পর দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলের দেখা পায় বার্সেলোনা।

৪৭তম মিনিটে সফরকারীরা এগিয়ে যায় আত্মঘাতী গোলে। ফ্রি কিক থেকে উড়ে আসা বলে হেড করেছিলেন লুই সুয়ারেস, তবে উরুগুইয়ান স্ট্রাইকারের হেড লিসবন ডিফেন্ডার কোতেসের গায়ে লেগে জড়িয়ে যায় জালে। শেষ পর্যন্ত ওই গোলটাই গড়ে দেয় ব্যবধান। লিসবন থেকে ১-০ গোলের এই জয়ে ‌ ‘ডি’ গ্রুপের শীর্ষেই থাকলো বার্সেলোনা।

জয়ে ফিরেছে জুভেন্টাস:

বার্সেলোনার বিপক্ষে প্রথম ম্যাচে ৩-০ গোলে হেরেছিল জুভেন্টাস। সেই ধাক্কা সামলে গতবারের রানার্স আপরা বুধবার রাতে ফিরেছে জয়ের পথে। ঘরের মাঠে তারা ২-০ গোলে হারিয়েছে অলিম্পিয়াকোসকে।

৬৯ মিনিটে স্বাগতিকরা লিড নেয় গনসালো হিগুয়েইনের লক্ষ্যভেদে। আর ৮০ মিনিটে ইতালিয়ান চ্যাম্পিয়নদের জয় নিশ্চিত হয় মারিও মানজুকিচ জাল খুঁজে পেলে। এই জয়ের পরও অবশ্য ডি গ্রুপে জুভেন্টাসকে থাকতে হলো তৃতীয় স্থানে।

ইনজুরি টাইমের গোলে জয় নিশ্চিতের পর চেলসির উল্লাস মাদ্রিদে চেলসির নাটকীয় জয়:
ইনজুরি টাইমের গোলে অ্যাতলেতিকো মাদ্রিদের বিপেক্ষে নাটকীয় জয় পেয়েছে চেলসি। পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে মিচি বাতসুয়ির ইনজুরি টাইমের লক্ষ্যভেদে মাদ্রিদ থেকে ২-১ গোলের জয় নিয়ে ফিরেছে ইংলিশ চ্যাম্পিয়নরা।
৪০ মিনিটে পেনাল্টি থেকে আন্তোয়ান গ্রিয়েজমান লক্ষ্যভেদ করলে এগিয়ে যায় স্বাগতিকরা। তবে ৫৯ মিনিটে চেলসিকে সমতায় ফেরান আলভারো মোরাতা। নির্ধারিত ৯০ মিনিট শেষ হয় ওই ১-১ সমতাতেই। তবে ইনজুরি টাইমের চতুর্থ মিনিটে অ্যাতলেতিকো ভক্তদের হৃদয় ভেঙে যায় বাতসুয়ির লক্ষ্যভেদে। তাতে মাদ্রিদ থেকে ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ব্লুরা।

ম্যানইউয়ের দাপুটে জয়:
রোমেলু লুকাকুর জোড়া লক্ষ্যভেদে সিএসকেএ মস্কোর মাঠ থেকে ৪-১ গোলে জিতে ফিরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রিমিয়ার লিগের সঙ্গে চ্যাম্পিয়নস লিগেও চলছে ম্যানইউয়ের দাপট।
ম্যাচ ঘড়ির মাত্র চতুর্থ মিনিটে ম্যানইউকে এগিয়ে নেন লুকাকু। ১৮ মিনিটে পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করেন অ্যান্থনি মার্সিয়াল। ৮ মিনিট পর লুকাকু দ্বিতীয় জাল খুঁজে পেলে ইংলিশ ক্লাবটি লিড নেয় ৩-০ গোলের।
দ্বিতীয়ার্ধেও গোলোৎসব চলেছে ম্যানইউয়ের। ৫৭ মিনিটে স্কোরশিটে হেনরিক মিখিতারিয়ান নাম তুললে বড় জয়ের পথে এগোতে থাকে সফরকারীরা। শেষ বাঁশি বাজার আগে কন্সটানটিন কুচায়েভের গোলটা যা কেবল ব্যবধানই কমিয়েছে স্বাগতিক মস্কোর।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা