X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

আমিরাতে পাকিস্তানের ‘সাম্রাজ্য’ শেষ

স্পোর্টস ডেস্ক
১০ অক্টোবর ২০১৭, ১৮:৩৮আপডেট : ১০ অক্টোবর ২০১৭, ১৮:৪৮

আরেকটি উইকেট হারালো পাকিস্তান, শ্রীলঙ্কার উল্লাস ম্যাচের ফলাফল যাইহোক, একটা বিষয় ছিল নিশ্চিত- সিরিজটা জিতবে পাকিস্তান। নিজেদের দেশে আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ হওয়ার পর ‘ঘরের মাঠ’ হয়ে ওঠা সংযু্ক্ত আরব আমিরাতে কোনও টেস্ট সিরিজ হারার নজির ছিল না যে তাদের। শ্রীলঙ্কার বিপক্ষে ছিল সেই ধারাবাহিকতা ধরে রাখার মিশন। যদিও প্রথম টেস্ট নাটকীয়ভাবে হারের পর শঙ্কার মেঘ জন্মে পাকিস্তানের আকাশে। দুবাইয়ের দ্বিতীয় টেস্টেও বদলাতে পারেনি ভাগ্য, হেরেছে ৬৮ রানে। যাতে সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের সাম্রাজ্য গুঁড়িয়ে দিয়ে নতুন ইতিহাস লিখলো শ্রীলঙ্কা।

লক্ষ্যটা ছিল পাকিস্তানের ৩১৭ রানের। আসাদ শফিকের সেঞ্চুরির সঙ্গে সরফরাজ আহমেদের হাফসেঞ্চুরি জয়ের আশা জাগালেও পারেনি ‘স্বাগতিকরা’। দ্বিতীয় ইনিংসে ২৪৮ রানে অলআউট হয়ে ৬৮ রানের হারের সঙ্গে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে তারা লঙ্কানদের বিপক্ষে। ঐতিহাসিক এই সিরিজ জয়ে ব্যাট হাতে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দেওয়া দিমুথ করুণারত্নের হাতে উঠেছে ম্যাচসেরা ও সিরিজসেরার পুরস্কার।

চতুর্থ দিনের শেষটায় পাকিস্তানের আশার পালে হাওয়া লাগছিল বেশ জোরোশোরেই। ৫২ রানে ৫ উইকেট হারানোর পর শফিক ও সরফরাজের দুর্দান্ত ব্যাটিংয়ে আর কোনও উইকেট না হারিয়ে দিন শেষ করেছিল তারা ১৯৮ রানে। জেতার জন্য দরকার ছিল আর ১১৯ রান। শেষ দিনে এই রানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি পাকিস্তান। শুরুতেই তারা হারায় অধিনায়ক সরফরাজের উইকেট। দিলরুয়ান পেরেরার বলে এই উইকেটরক্ষক ধরা পড়েন নুয়ান প্রদীপের হাতে। আউট হওয়ার আগে খেলেন ৬৮ রানের ইনিংস।

এই দিলরুয়ানের স্পিনের সামনেই আসলে হার মেনেছে পাকিস্তান। ৫ উইকেট পাওয়া এই স্পিনার খানিক পর ফেরান মোহাম্মদ আমিরকে (০)। তার সঙ্গে রঙ্গনা হেরাথও যোগ দিলে জয়ের সুবাস পাকিস্তান ক্যাম্প ছেড়ে উড়ে আসে শ্রীলঙ্কার ঘরে। হেরাথের বলে ইয়াসির শাহ আউট হলেও তখনও অবশ্য পাকিস্তানকে আশা জাগাচ্ছিলেন শফিক। দুর্দান্ত এক ইনিংস খেলে এই ব্যাটসম্যান টেস্ট ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরি পূরণ করে আগলে রেখেছিলেন একপ্রান্ত। যদিও শেষটা রাঙিয়ে নিতে পারলেন না। সুরঙ্গা লাকমালের বলে ১১২ রান করে ধরা পড়েন তিনি কুশল মেন্ডিসের হাতে। ২৫১ বলের ইনিংসটি শফিক সাজিয়েছিলেন ১০ বাউন্ডারিতে।

তার আউটের পরই আসলে নিশ্চিত হয়ে যায় শ্রীলঙ্কার জয়। অপেক্ষা ছিল কেবল আনুষ্ঠানিকতার। সেটা এনে দেন হেরাথ। ওয়াহাব রিয়াজকে অধিনায়ক দিনেশ চান্ডিমালের ক্যাচ বানিয়ে শ্রীলঙ্কাকে এনে দেন ঐতিহাসিক এক জয়।

যে জয়ে কিছুদিন আগেই ভারতের বিপক্ষে সিরিজে ৯-০ ব্যবধানে হারা লঙ্কানরা পাকিস্তানকে করে হোয়াইটওয়াশ। সবচেয়ে বড় কথা সেই সংযুক্ত আরব আমিরাতে, যেখানে পাকিস্তানের টেস্ট সিরিজ হারের রেকর্ড ছিল না কখনও! ক্রিকইনফো

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা: ৪৮২ ও ৯৬

পাকিস্তান: ২৬২ ও দ্বিতীয় ইনিংসে ৯০.২ ওভারে ২৪৮ (শফিক ১১২, সরফরাজ ৬৮, মাসুদ ২১, আজহার ১৭, হারিস ১০; দিলরুয়ান ৫/৯৮, হেরাথ ২/৫৭)।

ফল: শ্রীলঙ্কা ৬৮ রানে জয়ী।

সিরিজ: দুই ম্যাচের সিরিজে শ্রীলঙ্কা ২-০ ব্যবধানে জয়ী।

ম্যাচসেরা: দিমুথ করুণারত্নে।

সিরিজসেরা: দিমুথ করুণারত্নে।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডুবন্ত শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো আরেক শিশুরও
ডুবন্ত শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো আরেক শিশুরও
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ