X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

অবসর নিচ্ছেন নেহরা

স্পোর্টস ডেস্ক
১২ অক্টোবর ২০১৭, ১০:৫০আপডেট : ১২ অক্টোবর ২০১৭, ১১:৩৩

অবসর নিচ্ছেন নেহরা তার ক্যারিয়ারটা ছিল অনেক লম্বা। প্রায় ১৮ বছর খেলে গেছেন ক্রিকেট। যদিও ধারাবাহিক থাকতে পারেননি চোট ভাগ্যের কারণে!  এর মাঝেও ভারতের হয়ে ২০১১ বিশ্বকাপ জয় সহ অনেক কীর্তিই আছে বাঁহাতি পেসার আশীষ নেহরার। সেই নেহরাই জানিয়ে দিলেন বিদায় বলতে যাচ্ছেন আন্তর্জাতিক ক্রিকেটকে।  একই সঙ্গে ঘরোয়া ক্রিকেট থেকেও অবসরে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন ৩৮ বছর বয়সী অভিজ্ঞ এই ক্রিকেটার। আগামী ১ নভেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে ফিরোজ শাহ কোটলায় টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে ক্যারিয়ারের ইতি টানবেন তিনি।

শুধু ঘরোয়া ক্রিকেট নয়, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকেও সরে দাঁড়াচ্ছেন পুরোপুরি। ১৯৯০ সালে ক্যারিয়ার শুরু করা ক্রিকেটারদের মাঝে খুব কম সংখ্যাকই আছেন যারা এখনও খেলছেন। তাদের অন্যতম আশীষ নেহরা।  ক্যারিয়ার লম্বা হলেও বেশির ভাগ সময়ই ভুগেছেন চোটে। ১২ সার্জারির পরেও ক্যারিয়ারের ইতি টানেননি! এক সময় মজা করেই বলতেন- ইনজুরি তার শরীরে নয়, তার শরীরই ইনজুরির মাঝে অবস্থান নিয়েছে।

দীর্ঘ ক্যারিয়ারে ২০১১ সালে জিতেছেন বিশ্বকাপ, এছাড়া অভিজ্ঞতা দিয়েই ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে দলকে সেমি ফাইনাল পর্যন্ত নিয়ে গিয়েছিলেন।

নেহরা অভিষেক করেছিলেন ১৯৯৯ সালে শ্রীলঙ্কার বিপক্ষে। ক্যারিয়ারে অনেক আলোঝলমলে কৃতিত্ব ছিল তার। তার কৃতিত্বেই ২০০৩ সালের বিশ্বকাপ ফাইনাল খেলেছিল ভারত। যেখানে ইংল্যান্ডের বিপক্ষে ২৩ রানে একাই ৬ উইকেট নিয়েছিলেন। যা বিশ্বকাপে ভারতীয় কোনও বোলারের সেরা কীর্তি।

এরপরেই হানা দেয় চোট। ২০০৫ সালের সেপ্টেম্বর থেকে ২০০৯ সালের জুন পর্যন্ত আন্তর্জাতিক কোনও ম্যাচে খেলেননি। তবে ২০১১ সালের বিশ্বকাপে ফের নিজের অস্তিত্বের জানান দেন ভালোভাবেই। আবার এই টুর্নামেন্টেই আঙুল ভেঙে মিস করেছিলেন ফাইনাল ম্যাচ!

 

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ