X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

বিসিবির নির্বাচনি তফসিল ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ অক্টোবর ২০১৭, ২১:২২আপডেট : ১২ অক্টোবর ২০১৭, ২২:২৩

বিসিবি কার্যালয়ে ঘোষণা করা হয় নির্বাচনি তফসিলআগামী ৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। বৃহস্পতিবার সভা শেষে নির্বাচন কমিশনের প্রধান মো. ওমর ফারুক নির্বাচনি তফসিল ঘোষণা করেছেন।

১৬ অক্টোবর প্রার্থীদের খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। ওইদিন সকাল ১১টায় প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ের নোটিশবোর্ড এবং বিসিবি ও জাতীয় ক্রীড়া পরিষদের ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে ভোটারদের তালিকা।

পরদিন (১৭ অক্টোবর) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত খসড়া ভোটার তালিকার ওপর আপত্তি গ্রহণ, শুনানি অনুষ্ঠিত হবে। ওইদিন বিকেল ৫টায় নির্বাচন কমিশনের কার্যালয়ে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

২০ অক্টোবর মিরপুর স্টেডিয়ামে রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র বিতরণ শুরু হবে। ওইদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন ১০ হাজার টাকার (অফেরতযোগ্য) বিনিময়ে।

মনোনয়পত্র বিতরণের তিনদিন পর অর্থাৎ ২৪ অক্টোবর মনোনয়নপত্র দাখিলের সুযোগ পাবেন প্রার্থীরা। ২৫ অক্টোবর সকাল ১১টা থেকে ৪টা পর্যন্ত রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র বাছাই ও তালিকা প্রকাশ করবে।

পূর্ণাঙ্গ প্রার্থীদের তালিকা প্রকাশের পর ২৮ অক্টোবর সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আপিল গ্রহণ ও শুনানি অনুষ্ঠিত হবে প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে।

২৯ অক্টোবর প্রার্থীরা তাদের মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ পাবেন। ওইদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রার্থীদের জন্য এই সুযোগ থাকছে। একই দিন বেলা ১টায় নির্বাচনের জন্য চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।

প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার একদিন পর, অর্থাৎ ৩১ অক্টোবর বিসিবির বোর্ড রুমে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ওইদিনই ভোটগ্রহণ শেষে প্রাথমিক ফলাফল ঘোষণা করা হবে। যদিও চূড়ান্ত ফলাফল ১ নভেম্বর বিকেল ৩টায় ঘোষণা করবে নির্বাচন কমিশন।

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালহৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
‘মডার্ন মেট্রোপলিস’ থিমে ঈদ সংগ্রহ এনেছে ঢেউ
‘মডার্ন মেট্রোপলিস’ থিমে ঈদ সংগ্রহ এনেছে ঢেউ
কাপাসিয়ায় গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা
কাপাসিয়ায় গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা
ফায়ার সার্ভিসের সঙ্গে কবে সমন্বয় করবে রাজউক?
বহুতল ভবনের সংজ্ঞাফায়ার সার্ভিসের সঙ্গে কবে সমন্বয় করবে রাজউক?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়