X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

আর্জেন্টিনা ম্যাচে ৫ খেলোয়াড়কে বরখাস্ত করেছিল ইকুয়েডর

স্পোর্টস ডেস্ক
১৩ অক্টোবর ২০১৭, ১৬:৪৯আপডেট : ১৩ অক্টোবর ২০১৭, ১৬:৫৮

হারের হতাশা নিয়ে মাঠ ছাড়ছে ইকুয়েডর খেলোয়াড়রা আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব মিডিয়ার ‘টপ নিউজ’ হওয়ার ‍সুযোগ ছিল ইকুয়েডরের। যদিও পারেনি বিশ্বকাপ স্বপ্ন আগেই শেষ হওয়া যাওয়া দলটি। কিটোর ওই ম্যাচে স্বাগতিকরা আলবিসেলেস্তেদের মুখোমুখি হওয়ার আগে নিজেদের ঘর নিয়েই ছিল ঝামেলায়। ম্যাচের আগের রাতে হোটেল ছেড়ে পাঁচ খেলোয়াড় বাইরে যাওয়ায় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদের বরখাস্ত করেছিল ইকুয়েডর ফুটবল ফেডারেশন। সংস্থাটি এক বিবৃতিতে নিশ্চিত করেছে খবরটি।

ইকুয়েডরের একাদশ দেখে চোখ কপালে ওঠারই কথা। বিশ্বকাপে খেলার স্বপ্ন শেষ হয়ে গিয়েছে তাদের আগেই, তাই বলে আর্জেন্টিনাকে আটকে দেওয়ার কোনও চেষ্টাই করবে না তারা? ‘আনকোরা’ সব খেলোয়াড়কে নিয়ে সাজানো একাদশ দেখে প্রশ্নটা ম্যাচ শুরুর আগে উঠলেও সেটা হাওয়ায় মিলিয়ে যায় মাত্র ৪০ সেকেন্ডে স্বাগতিকরা এগিয়ে গেলে। আর্জেন্টিনার বিপক্ষে ৩-১ গোলে হারলেও ইকুয়েডরের পারফরম্যান্স ছিল অসাধারণ।

তবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে অভিজ্ঞ খেলোয়াড়দের বাইরে রেখে কোচ হোর্হে সেসিসোর দল সাজানো নিয়ে খটকা থেকেই গিয়েছিল। পাঁচ খেলোয়াড়কে বরখাস্ত করার খবরে ইঙ্গিত পাওয়া যাচ্ছে কেন ‘অনভিজ্ঞ’ একাদশ নামিয়েছিলেন ইকুয়েডরের কোচ। ম্যাচের আগের রাতে ‘চুপি চুপি’ হোটেল ছেড়ে বাইরে গিয়েছিলেন ইকুয়েডরের পাঁচ খেলোয়াড়। ইকুয়েডর তাদের নাম গোপন রাখলেও নিশ্চিত করেছে আর্জেন্টিনা ম্যাচের আগে বরখাস্ত করা হয়েছিল তাদের। সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, ‘(কোচ) হোর্হে সেসিসো আমাদের কাছে রিপোর্ট করে। সবকিছু বিচার-বিশ্লেষণ করে কমিটি সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেয় পাঁচ খেলোয়াড়কে বরখাস্ত করার।’

ইকুয়েডরের বিশ্বকাপ খেলার আশা শেষ হয়ে গিয়েছিল আগেই। আর্জেন্টিনার আশা টিকে ছিল আবার কিটোর ওই ম্যাচের ওপর। শেষ পর্যন্ত লিওনেল মেসির জাদুকরী হ্যাটট্রিকে দুর্দান্ত জয়ে সরাসরি নিশ্চিত করে তারা রাশিয়া বিশ্বকাপের মূল পর্ব। রয়টার্স

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা