X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

আক্রমণাত্মক ক্রিকেট খেলতে চান মাশরাফি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ অক্টোবর ২০১৭, ২২:৪৭আপডেট : ১৪ অক্টোবর ২০১৭, ২৩:১০

আক্রমণাত্মক ক্রিকেট খেলতে চান মাশরাফি টেস্টের দুই ম্যাচেই বড় ব্যবধানে হারের পর এবার দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের ওয়ানডে মিশন শুরু। রবিবার কিম্বার্লিতে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুই দল। টেস্টে মুশফিকুর রহিমদের লজ্জা এবার কাটিয়ে তোলার দায়িত্ব মাশরাফি মুর্তজার কাঁধে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই কঠিন ‍যুদ্ধে তার কণ্ঠেও জয়ের জন্য খেলার প্রত্যয়। তবে ভালো কিছু করতে হলে দলকে আক্রমণাত্মক ক্রিকেট খেলতে হবে মনে করেন তিনি।

কন্ডিশন ভিন্ন হলেও সেরাটা দিলে সফল হওয়া সম্ভব, বিশ্বাস মাশরাফির, ‘জয়তো অবশ্যই প্রতিটি দলের জন্য গুরুত্বপূর্ণ। টেস্টটা আমরা অবশ্যই ভালো খেলতে চেয়েছিলাম। যেটা চেয়েছিলাম সেটা হয়তো হয়নি। এখন ওয়ানডে সামনে। আমরা এখানে সেরা কী করতে পারি, সেদিকে আমাদের মনোযোগ দিতে হবে।’ সিরিজ মোটেও সহজ হবে না স্বীকার করলেন ওয়ানডে অধিনায়ক, ‘সহজ হবে না এই সিরিজ। কারণ, আমাদের মতো কন্ডিশন না। নিজেদের সেরা ক্রিকেট খেললে অবশ্যই জেতা সম্ভব। আমাদের চেষ্টা করতে হবে সব নেতিবাচক ব্যাপারগুলো বাইরে রেখে ইতিবাচক চিন্তা করা এবং মাঠে তার বাস্তবায়ন করা।’

গত চ্যাম্পিয়নস ট্রফিতে সেমিফাইনাল খেলার অভিজ্ঞতা আছে বাংলাদেশের। সেটাই এ সিরিজে মাশরাফিদের এগিয়ে রাখবে বলে জানিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার স্পিনার ইমরান তাহির। তাদের কাছে সমীহ পাচ্ছে সফরকারীরা। এনিয়ে মাশরাফি বলেছেন, ‘যে কোনও দলের কাছে প্রশংসা পাওয়া স্বাভাবিক। অতীতে আমাদের ওয়ানডে পারফরম্যান্স বেশ ভালো বলে আমার মনে হয়।’

কঠিন কন্ডিশনে পারফরম্যান্সের পাশাপাশি মানসিকভাবে তৈরি থাকার তাগাদা দিলেন মাশরাফি, ‘আমরা জানি, এই কন্ডিশনে ওরা কতটা শক্তিশালী দল। বড় বড় দলের জন্যও এখানে এসে খেলা খুব কঠিন হয়। আমাদের এই মুহূর্তে দরকার হবে মানসিকভাবে তৈরি হওয়া এবং ইতিবাচক চিন্তা করা। মানসিকতা পরিবর্তন করে মাঠে নামলে হয়তো কাজটা সহজ হতে পারে।’

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরু থেকে আক্রমণাত্মক ধাঁচের পারফরম্যান্স করতে চান মাশরাফি। পুরো দলকে সেভাবে প্রস্তুত থাকতে বলেছেন অধিনায়ক, ‘আমার মনে হয়, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রক্ষণাত্মক ক্রিকেট খেলার প্রশ্নই উঠে না। যদি ভাবি যে নিজেদের দিনে আমরা ওদের হারাতে পারবো, তাহলে তো সুযোগই পাবো না মনে হয় আমার। ব্যাটিং-বোলিং যাই করি, এখান থেকে বের হয়ে আসার একমাত্র পথ হচ্ছে আক্রমণাত্মক ক্রিকেট খেলা।’

মাশরাফি মনে করেন, দক্ষিণ আফ্রিকায় ভালো করার একমাত্র উপায় আক্রমণাত্মক ক্রিকেট খেলা, ‘অনেকে চিন্তা করছে, বাংলাদেশ ভালো করলে জিততে পারবে। সত্যি কথা হলো, এখানে ভালো করা আমাদের জন্য সব সময়ই কঠিন। আমাদের জন্য শুধু না, উপমহাদেশের সব দলের জন্য কঠিন। আমরা এখান থেকে বের হতে পারি শুধু আক্রমণাত্মক ক্রিকেট খেলে।’

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন