X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

অ্যাতলেতিকোর মাঠে থামলো বার্সার জয়যাত্রা

স্পোর্টস ডেস্ক
১৫ অক্টোবর ২০১৭, ০২:৪৬আপডেট : ১৫ অক্টোবর ২০১৭, ০৩:০৮

অ্যাতলেতিকোকে এগিয়ে দেওয়ার পর সাউলের উদযাপন লা লিগায় শতভাগ সফলতা ধরে রাখতে পারলো না বার্সেলোনা। টানা ৭ ম্যাচ জয়ের পর পয়েন্ট হারালো তারা। অবশ্য অ্যাতলেতিকো মাদ্রিদের মাঠে হারের শঙ্কায় পড়েছিল তারা। কিন্তু লুই সুয়ারেসের গোলে অন্তত এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পেরেছে কাতালান জায়ান্টরা। অ্যাতলেতিকোর বিপক্ষে শনিবার ১-১ গোলে ড্র করেছে তারা।

খেলা শুরুর বাঁশি বাজতেই অ্যাতলেতিকোর ডিবক্সে আক্রমণ চালান লিওনেল মেসি। লুই সুয়ারেসের কাছ থেকে বল পেয়ে দুই ডিফেন্ডারকে কাটান আর্জেন্টাইন ফরোয়ার্ড। কিন্তু লক্ষ্যে তার শট নেওয়ার মুহূর্তে সাউল বল বিপদমুক্ত করেন। অ্যাতলেতিকো বলের দখল হারালে ৩ মিনিটে সুযোগ পান আন্দ্রেস ইনিয়েস্তা। ডিবক্সের ভেতর থেকে নেওয়া স্প্যানিশ মিডফিল্ডারের শট সহজে ধরে ফেলেন অ্যাতলেতিকো গোলরক্ষক ওবলাক।

শুরুটা এমন আক্রমণাত্মক হয়েছিল বার্সার। কিন্তু এরপর ম্যাচের নিয়ন্ত্রণ কিছুটা হারিয়ে ফেলে তারা। ৪ মিনিটে প্রথমবার কাতালানদের বক্সে ঢোকে অ্যাতলেতিকো। লক্ষ্যে শট নেওয়ার মুহূর্তে কোরেয়াকে থামান উমিতি। ৮ ও ৯ মিনিটে দুইবার আন্তোয়ান গ্রিজমান বার্সার রক্ষণ ভেঙে গোলপোস্টের দিকে শট নেন। দুইবারই দক্ষতার সঙ্গে ফরাসি তারকাকে ঠেকান বার্সা গোলরক্ষক টের স্টেগেন।

গ্রিজমান ব্যর্থ হলেও দুই পাল্টা আক্রমণের আত্মবিশ্বাস কাজে লাগিয়ে ২১ মিনিটে এগিয়ে যায় অ্যাতলেতিকো। কারাসকোর পাসে ডিবক্সের খানিকটা বাইরে থেকে নেওয়া সাউলের ক্ষিপ্র শট এবার আটকাতে পারেননি টের স্টেগেন।

বিরতির আগে বাকি সময় তেমন কোনও চ্যালেঞ্জের মুখোমুখি হয়নি অ্যাতলেতিকো। ৩৭ মিনিটে ইনিয়েস্তার হাফ-ভলি গোলপোস্টের খানিকটা পাশ দিয়ে চলে গেলে সমতা ফেরাতে পারেনি বার্সা।

সুয়ারেসের শক্তিশালী হেডে সমতা ফেরালো বার্সা বরং বিরতি থেকে ফিরে এসে আরেকটি গোল হজম করতে বসেছিল কাতালানরা। ৪৭ মিনিটে অ্যাতলেতিকোর সুযোগ রুখে দাঁড়ান টের স্টেগেন। সুয়ারেস ৫৫ মিনিটে লক্ষ্যভেদ করতে পারেননি ওবলাকের কারণে। দুই মিনিট পর আরেকটি সুযোগ নষ্ট হয় অতিথিদের। মেসির ফ্রিকিক ক্রসবারে লেগে চলে যায় মাঠের বাইরে। আর্জেন্টাইন তারকা আবারও ব্যর্থ হন ৭১ মিনিটে। ডিবক্সের মধ্যে থেকে নেওয়া তার বাঁপায়ের শট বাতাসে ভেসে চলে যায় গোলপোস্টের পাশ দিয়ে। ৮০ মিনিটে ওবলাক ডানদিকে ঝাঁপিয়ে পড়ে সুয়ারেসে দুর্বল শট ঠেকান। তবে পরের মিনিটে সার্জি রবার্তোর নিখুঁত ক্রসে উরুগুয়ান স্ট্রাইকারের দুর্দান্ত হেড লক্ষ্যভ্রষ্ট করতে পারেননি অ্যাতলেতিকো গোলরক্ষক।

অল্পের জন্য ৮৮ মিনিটে দ্বিতীয় গোল পাননি সুয়ারেস। বাঁপ্রান্ত থেকে গোমেস বল এগিয়ে দেন গোলমুখের সামনে। কিন্তু বলে পা লাগাতে পারেননি উরুগুয়ান স্ট্রাইকার। ৮৯ মিনিটে তার ডানপায়ের শট চলে যায় ক্রসবারের উপর দিয়ে। শেষ বাঁশি বাজার আগে মেসির ফ্রিকিক সোজা চলে যায় অ্যাতলেতিকো গোলরক্ষকের হাতে।

৮ ম্যাচে ২২ পয়েন্টে শীর্ষে থাকলো বার্সেলোনা। তবে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের (১৭) সঙ্গে তাদের ব্যবধান কমলো ৫ পয়েন্টে। নগরপ্রতিদ্বন্দ্বীর চেয়ে এক পয়েন্ট পেছনে থেকে তিন নম্বরে অ্যাতলেতিকো (১৬)। তাদের সমান পয়েন্ট চার নম্বরে থাকা সেভিয়ার। 

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা