X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

মুশফিক-মাহমুদউল্লাহর ব্যাটে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ অক্টোবর ২০১৭, ১৬:৩৩আপডেট : ১৫ অক্টোবর ২০১৭, ১৬:৩৭

মুশফিক-মাহমুদউল্লাহর ব্যাটে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ কিম্বার্লিতে সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি সতর্ক শুরু করেছিল বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশকে দেখে-শুনে এগিয়ে নেন দুই ওপেনার ইমরুল কায়েস ও লিটন দাস। এই জুটিতেই আসে ৪৩ রান। কিন্তু ৯ ওভারে এই জুটিতে আঘাত হানেন কাগিসো রাবাদা। দ্বিতীয় স্লিপে গুড লেন্থের বলে লিটনকে তালুবন্দী করেন প্রোটিয়া অধিনায়ক ফাফ ডু প্লেসিস। লিটন ফেরেন ২১ রানে।

এরপর ধীরস্থির হয়েই খেলার চেষ্টা ছিল ইমরুলের। ১৪তম ওভারে প্রিটোরিয়াসের বলে ফাইন লেগে সিঙ্গেল নিতে গিয়ে হাল্কা টোকা দিয়েছিলেন। ঠিকমতো না হওয়াতে বল গিয়ে জমা পড়ে উইকেটরক্ষকের হাতে। ৪৩ বলে ৩১ রানে ফেরেন ইমরুল। যাতে ছিল ৪টি চার ও একটি ছয়। ৬৭ রানে দুই উইকেট হারানোর পর খানিকটা অস্বস্তিতে পড়ে গিয়েছিল সফরকারী দল। সেই অস্বস্তি পরে কাটিয়ে উঠেন অভিজ্ঞ সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। ‍তাদের জুটিতে ভর করেই শত রান পার করেন বাংলাদেশ। এক পর্যায়ে ওয়ানডেতে ৫ হাজার রানটাও পূরণ করেন তিনি। দুর্ভাগ্যক্রমে ইমরান তাহিরের বলে আর থিতু থাকতে পারলেন না। স্লিপে আমলার হাতে বল দিয়ে বিদায় নেন সাজঘরে। সাকিবের তখন স্কোর ছিল ২৯ রান।

সাকিব বিদায় নিলেও নিজের স্বাভাবিক খেলাটা ধরে রাখেন মুশফিক। তুলে নিয়েছেন ২৭তম হাফসেঞ্চুরি। একই সঙ্গে আক্রমণাত্মক ছিলেন স্বাগতিকদের ওপর। মাহমুদউল্লাহকে সঙ্গে নিয়ে সংগ্রহ বাড়ানোর দিকেই মনোযোগী দুজন।

বাংলাদেশের সংগ্রহ ৩৫ ওভারে ৩ উইকেটে ১৭৮ রান। মুশফিক ব্যাট করছেন ৬৬ রানে ও মাহমুদউল্লাহ ১৯ রানে।

ইনজুরিতে এই ম্যাচে নেই তামিম ইকবাল। গতকালকেই জানা গেছে, গোড়লির ইনজুরিতে নেই মোস্তাফিজুর রহমানও। প্রোটিয়াদের পক্ষে অভিষেক হচ্ছে পেসার ডেন প্যাটারসনের। টি-টোয়েন্টিতে অভিষেক হলেও ওয়ানডেতে এবারই দলে প্রোটিয়া এই পেসার। বাংলাদেশের হয়ে অভিষেক হচ্ছে সাইফউদ্দিনের।

সফরে বাংলাদেশ টেস্ট সিরিজে হেরেছে বাজেভাবেই। এমনকি প্রস্তুতি ম্যাচেও পাত্তা পায়নি স্বাগতিকদের কাছে।

বাংলাদেশ একাদশ: ইমরুল কায়েস, মাশরাফি বিন মুর্তজা, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, নাসির হোসেন, সাকিব আল হাসান, লিটন দাস, মোহাম্মদ সাইফউদ্দিন, রুবেল হোসেন ও তাসকিন আহমেদ। 

দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক, হাশিম আমলা, ফাফ ডু প্লেসিস, এবি ডি ভিলিয়ার্স, ডেভিড মিলার, জেপি ডুমিনি, ডোয়েন প্রিটোরিয়াস, অ্যান্ডিল ফেলুকায়ো, কাগিসো রাবাদা, ডেন প্যাটারসন, ইমরান তাহির।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘জুনের মধ্যে ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পন্ন হবে’
‘জুনের মধ্যে ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পন্ন হবে’
জাবি ছাত্রলীগের সেই ৩ কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সুপারিশ 
জাবি ছাত্রলীগের সেই ৩ কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সুপারিশ 
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়