X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

পাকিস্তান সফরে যেতে রাজি লঙ্কান ক্রিকেটাররা

স্পোর্টস ডেস্ক
১৬ অক্টোবর ২০১৭, ১৮:২৫আপডেট : ১৬ অক্টোবর ২০১৭, ১৮:৩১

পাকিস্তান সফর করতে রাজি লঙ্কান ক্রিকেটাররা পাকিস্তানে সিরিজের শেষ একটি টি-টোয়েন্টি খেলবে শ্রীলঙ্কা।  আর সেখানে না খেলার পক্ষেই ছিল বেশির ভাগ লঙ্কান ক্রিকেটার। এমনকি শ্রীলঙ্কান বোর্ড সভাপতিকেও তা জানিয়ে চিঠি দিয়েছিল তারা। সম্প্রতি কোচদের প্যানেল সেখানে সফর করতে রাজি হওয়াতে শক্ত অবস্থান থেকে সরে এসেছে লঙ্কান অনেক ক্রিকেটার।

এ মাসের শেষে লাহোরে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান ও শ্রীলঙ্কা। সেখানে কোচিং স্টাফদের মধ্যে রয়েছেন ব্যাটিং কোচ হাসান তিলকারত্নে, বোলিং কোচ রুমেশ রত্নায়েকে, ম্যানেজার আশঙ্কা গুরুসিংহে ও হেড কোচ নিক পথাস। তাদের সঙ্গে পাকিস্তান কোচ মিকি আর্থার কথা বলার পরেই ইতিবাচক মনোভাব দেখিয়েছেন লঙ্কান সাবেক এই চার ক্রিকেটার।

এর আগে অবশ্য পাকিস্তান সফর প্রসঙ্গে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভার কাছে এককভাবে চিঠি লিখে মনোভাব জানাতে বলা হয়েছিল।  এরপরেই ইতিবাচক মনোভাবের কথা জানিয়ে দেন তারা।

এদিকে পাকিস্তানের নিরাপত্তা অবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেছে আইসিসি। সেখানে ম্যাচ রেফারি ও দুর্নীতি দমন ইউনিটের লোকজন পাঠাতেও রাজি এই সংস্থা। পাকিস্তান ইতোমধ্যে জানিয়েছে রাষ্ট্র প্রধানদের মতোই নিরাপত্তা পাবে সফরকারী শ্রীলঙ্কা দল। অবশ্য শ্রীলঙ্কার বোর্ড সভাপতি জানিয়ে দিয়েছেন শুধুমাত্র তাদেরকেই সেখানে খেলতে পাঠানো হবে যারা খেলতে আগ্রহী।

চ্যাম্পিয়নস ট্রফির পরই বিশ্ব একাদশকে আমন্ত্রণ জানিয়ে সেখানে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল পাকিস্তান। তাতে অধিনায়ক ছিলেন ফাফ ডু প্লেসিস। আর এরপর থেকে পাকিস্তানে খেলতে বড় কোনও টেস্ট খেলুড়ে দলকে আমন্ত্রণ জানানোর প্রক্রিয়া শুরু হয়।–ক্রিকবাজ।

 

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউক্রেন ইস্যুতে পুতিন-রামাফোসার ফোনালাপ
ইউক্রেন ইস্যুতে পুতিন-রামাফোসার ফোনালাপ
ভিসা-পাসপোর্ট হারিয়ে প্রবাসী অজ্ঞান, ৯৯৯-এ কলে উদ্ধার
ভিসা-পাসপোর্ট হারিয়ে প্রবাসী অজ্ঞান, ৯৯৯-এ কলে উদ্ধার
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
উত্তর কোরিয়া সফর করলেন রুশ গোয়েন্দা প্রধান
উত্তর কোরিয়া সফর করলেন রুশ গোয়েন্দা প্রধান
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
গাজীপুর থেকে বিমানবন্দর যেতে সময় লাগবে ৪৪ মিনিট
গাজীপুর থেকে বিমানবন্দর যেতে সময় লাগবে ৪৪ মিনিট