X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

ইকার্দি বীরত্বে ‘মিলান ডার্বি’ ইন্টারের

স্পোর্টস ডেস্ক
১৬ অক্টোবর ২০১৭, ১৮:৪৫আপডেট : ১৬ অক্টোবর ২০১৭, ১৮:৪৯

‘হ্যাটট্রিক-ম্যান’ ইকার্দি ঘটনাটা গত এপ্রিলের। ‘এল ক্লাসিকো’তে দুর্দান্ত গোলের পর জার্সি খুলে মেলে ধরলেন ভক্তদের সামনে। লিওনেল মেসির অভিনব এই উদযাপনের দৃ্শ্য নজর কেড়েছিল গোটা ফুটবল বিশ্বের। আর্জেন্টিনা জাতীয় দলের সতীর্থের এই উদযাপনটা ‘নকল’ করলেন মাউরো ইকার্দি। তার উপলক্ষটা তো আরও জমজমাট। একক প্রদর্শনীতে আর্জেন্টাইন এই স্ট্রাইকার নিশ্চিত করেছেন ইন্টার মিলানের জয়। তাও যেনতেন ম্যাচে নয়, নগরপ্রতিপক্ষ এসি মিলানের বিপক্ষে ইন্টারের ৩-২ গোলের জয়ের পথে হ্যাটট্রিক পূরণ করেছেন ইকার্দি।

ইতালিয়ান ফুটবলে ইন্টার কিংবা মিলানের সেই দিন আর নেই। কালের পরিক্রমায় সুদিন হারানো দল দুটি এবারের মৌসুমে অবশ্য নতুন শুরুর ইঙ্গিত দিচ্ছে, বিশেষ করে ইন্টার মিলান। দুর্দান্ত পারফরম্যান্সে সিরি ‘এ’তে এগিয়ে চলছে তারা। যার প্রমাণ আরও ভালোভাবে পাওয়া গেল মিলানের বিপক্ষে ‘ডার্বি’তে। যেখানে রোমাঞ্চকর এক ম্যাচ ইন্টার জিতে নিয়েছে ইকার্দির হ্যাটট্রিকে।

স্তাদিও গুইসেপ্পি মেয়াজ্জায় আক্রমণ-পাল্টা আক্রমণের ফুটবলে ২৮তম মিনিটে এগিয়ে যায় ইন্টার। আন্তোনিও কানদ্রেভার চমৎকার ক্রস বক্সের ভেতর থেকে লক্ষ্যভেদ করেন ইকার্দি। প্রথমার্ধ শেষ করে ইন্টার ওই গোলের লিড নিয়ে। দ্বিতীয়ার্ধের শুরুর দিকেই অবশ্য সমতায় ফেরে মিলান। ৫৬ মিনিটে দুর্দান্ত এক গোলে মিলানকে খেলায় ফেরান সুসো। বক্সের বেশ খানিকটা বাইরে থেকে বাঁ পায়ের নিচু শটে লক্ষ্যভেদ করেন স্প্যানিশ উইঙ্গার।

এগিয়ে যেতে সময় নেয়নি ইন্টার। ৬৩ মিনিটে ইকার্দি দ্বিতীয়বার জাল খুঁজে পান দুর্দান্ত ভলিতে। যদিও ৮৩ মিনিটে আত্মঘাতী গোলে আবার সমতায় ফেরে মিলান। ২-২ গোলে ড্র হতে যাওয়া ম্যাচ থেকে ইন্টারকে ৩ পয়েন্ট এনে দেন ইকার্দি হ্যাটট্রিক পূরণ করে। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করে ইন্টারের জয় নিশ্চিত করেন আর্জেন্টাইন স্ট্রাইকার।

এই জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে ইন্টার (২২ পয়েন্ট)। তাদের সমান ৮ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে নাপোলি। গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
জুড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে মারধরের অভিযোগ
দক্ষিণখানে ভবনের চার তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
দক্ষিণখানে ভবনের চার তলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট হলেন ১৯ জ্যেষ্ঠ রাজনীতিক
ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট হলেন ১৯ জ্যেষ্ঠ রাজনীতিক
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী