X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

চট্টগ্রাম আবাহনীর শীর্ষে থাকার উচ্ছ্বাস

তানজীম আহমেদ
১৬ অক্টোবর ২০১৭, ১৯:৩০আপডেট : ১৬ অক্টোবর ২০১৭, ১৯:৩০

চট্টগ্রাম আবাহনীর একটি সাফল্যের মুহূর্ত। ছবি-ফেসবুক আফসোস করতেই পারেন তৌহিদুল আলম সবুজ। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের প্রথম পর্বের মাঝামাঝি সময় পর্যন্ত ছয় গোল নিয়ে তিনিই ছিলেন গোলদাতার তালিকায় শীর্ষে। কিন্তু তারপর যে কী হলো! ব্যর্থতার বৃত্তে আবদ্ধ সবুজ আর গোলের দেখাই পাননি। সেই সুযোগে তাকে ছাড়িয়ে কিংসলে চিগোজি আপাতত সেরা গোলদাতা। মোহামেডানের নাইজেরিয়ান ফরোয়ার্ডের গোল সংখ্যা ৭টি। সবুজ এবং আরামবাগের নাইজেরিয়ান ফরোয়ার্ড বুকোলা ওলালেকাও ৬টি করে গোল নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে।

সবুজ সর্বোচ্চ গোলদাতার লড়াইয়ে পিছিয়ে পড়লেও তার দল কিন্তু ঠিকই শীর্ষস্থানে। ১১ ম্যাচে ৮ জয় ও দুটি ড্রয়ে ২৬ পয়েন্ট নিয়ে প্রথম পর্বের সেরা দল চট্টগ্রাম আবাহনী। তাদের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে দুটি দল- বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী এবং শেখ জামাল ধানমন্ডি ক্লাব। দুই প্রতিবেশীরই পয়েন্ট ২৪, তবে গোল গড়ে এগিয়ে থাকায় শেখ জামালের অবস্থান দ্বিতীয়। নবাগত সাইফ স্পোর্টিং ক্লাব ২২, ঢাকা মোহামেডান ১৭, শেখ রাসেল ক্রীড়াচক্র ১২, বিজেএমসি ১৫, রহমতগঞ্জ ১১, আরামবাগ ও মুক্তিযোদ্ধা ৭ এবং ব্রাদার্স ইউনিয়ন ও ফরাশগঞ্জ ৬ পয়েন্ট নিয়ে শেষ করেছে লিগের প্রথম ভাগ।

প্রথম পর্ব শেষ হয়েছে রবিবার, এবার লম্বা বিরতি। মধ্যবর্তী দলবদলের পর বল আবার মাঠে গড়াবে নভেম্বরের মাঝামাঝি। লিগের ফিরতি পর্ব শুরু হওয়ার আগে তাজিকিস্তানে এএফসি অনূর্ধ্ব-১৯ ফুটবলের বাছাইপর্বে অংশ নেবে বাংলাদেশ। তাই প্রায় এক মাসের বিরতি মেনে নিয়েছে সব ক্লাব।

আগেও একাধিক কারণে বন্ধ ছিল লিগ। এবার বিরতিটা দীর্ঘ। এত লম্বা বিরতির ইতিবাচক-নেতিবাচক দুটো দিকই দেখতে পাচ্ছেন আরামবাগের কোচ মারুফুল হক। বাংলা ট্রিবিউনকে তিনি বললেন, ‘কোনও গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের ইনজুরি থাকলে মাঝের বিরতি কাজে আসবে ক্লাবের, ফিরতি পর্বের আগে লড়াই করার রসদ পাবে তারা। তবে লম্বা বিরতির নেতিবাচক দিকও আছে। লিগে বিরতি পড়লে অনেক সময় পারফরম্যান্সের ধারাবাহিকতা থাকে না।’

চট্টগ্রাম আবাহনীর কোচ সাইফুল বারী টিটুর প্রথম পর্ব নিয়ে বিশ্লেষণ, ‘এবারের লিগে যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, পয়েন্ট টেবিলের দিকে তাকালেই তা পরিষ্কার। কোনও দল কাউকে ছাড় দেয়নি। দেশি খেলোয়াড়রা ভালোই খেলছে, তবে টেকনিক্যালি তারা কিছুটা পিছিয়ে। তাদের ফিটনেস থাকলেও ফুটবল-মেধা তেমন নেই। যে কারণে পুরো ম্যাচে ভালো খেলা কঠিন হয়ে পড়ে তাদের জন্য। বিদেশি খেলোয়াড়দেরও মান আরেকটু ভালো হতে পারতো। তবে মান যেমনই হোক, লিগের ফিরতি পর্ব আরও জমজমাট হবে।’  

পেশাদার ফুটবল লিগের দশম আসরে বড় একটা পরিবর্তন এসেছে। গত মৌসুমে একটি দল একাদশে তিন জন বিদেশি রাখতে পারলেও এবার সংখ্যাটা নেমে এসেছে দুইয়ে। ফলে স্থানীয় ফুটবলারদের খেলার সুযোগ বেড়েছে, কয়েকজন তরুণের ফুটবলশৈলী দৃষ্টি আকর্ষণও করেছে অনেকের।

উয়েফা ‘এ’ লাইসেন্সপ্রাপ্ত কোচ মারুফুল এই নিয়মকে স্বাগতই জানাচ্ছেন, ‘বিদেশি কমে যাওয়ায় প্রতিটি ক্লাবে একজন অতিরিক্ত স্থানীয় খেলোয়াড় খেলতে পারছে, যাদের মধ্যে কয়েকজন আলোও ছড়িয়েছে মাঠে। সেই তুলনায় বিদেশিদের পারফরম্যান্স ভালো নয়। শুধু বড় দলগুলো নয়, আমাদের মতো দলও বিদেশিদের কাছ থেকে কাঙ্ক্ষিত সাফল্য পায়নি।’

লিগের দুটি হ্যাটট্রিকই এসেছে বিদেশিদের কাছ থেকে। তবে সাইফ স্পোর্টিংয়ের কলম্বিয়ান ফরোয়ার্ড হেম্বার ভ্যালেন্সিয়া এবং শেখ জামালের রাফায়েল হ্যাটট্রিক করলেও প্রথম পর্বে দুজনের পারফরম্যান্স বলার মতো নয়। 

টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
আশরাফুলের হ্যাটট্রিকে আবাহনীর টানা ৮ জয়
আশরাফুলের হ্যাটট্রিকে আবাহনীর টানা ৮ জয়
ভিকারুননিসায় জালিয়াতি করে আরও ৩৬ ছাত্রী ভর্তির তথ্য ফাঁস
ভিকারুননিসায় জালিয়াতি করে আরও ৩৬ ছাত্রী ভর্তির তথ্য ফাঁস
সর্বাধিক পঠিত
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!