X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ড্র করেও শীর্ষে খুলনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ অক্টোবর ২০১৭, ১৯:৪৭আপডেট : ১৬ অক্টোবর ২০১৭, ১৯:৪৭

ম্যাচসেরার পুরস্কার হাতে খুলনার জিয়াউর রহমান পঞ্চম রাউন্ডে প্রভাব বিস্তার করে খেলেও জয় পায়নি খুলনা। বরিশালের ব্যাটসম্যানদের দৃঢ়তায় ড্র করে মাঠ ছাড়তে হয়েছে তাদের। ফলোঅন করেও দ্বিতীয় ইনিংসে দারুণ ব্যাটিং করে পয়েন্ট ভাগাভাগি করেছে অবনমনের শঙ্কায় থাকা বরিশাল। ফজলে রাব্বির সেঞ্চুরি, রাফসান আল মাহমুদের ৮৫ ও সোহাগ গাজীর অপরাজিত ৬৫ রানই রুখে দিয়েছে খুলনার জয়। যদিও ড্র করেও প্রথম স্তরের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে তারা।

রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে খুলনা বিভাগ প্রথমে ব্যাট করতে নেমে রবিউল ইসলাম রবির ১১৪ ও জিয়াউর রহমানের অপরাজিত ১৫২ রানের ওপর ভর করে ৮ উইকেটে স্কোরবোর্ডে ৫১১ রান তুলে ইনিংস ঘোষণা করে।

জবাবে বরিশালের প্রথম ইনিংস ২৯৬ রানে থেমে গেলে ফলোঅনে পড়ে তারা।  সোহাগ গাজী ৬৫, নুরুজ্জামান ৬১ ও সালমান হোসেনের ৫৩ রানও ফলোঅন এড়ানোর জন্য যথেষ্ট ছিল না।

খুলনার আব্দুর রাজ্জাক ও নাহিদুল ইসলাম দুজনই ৩টি করে উইকেট নিয়েছেন। এছাড়া ২টি করে উইকেট নিয়েছেন আল-আমিন হোসেন ও রবিউল ইসলাম।

ফলোঅনে পরেই ‘আসল’ ব্যাটিং দেখিয়েছে বরিশালের ব্যাটসম্যানরা। ফজলে রাব্বির সেঞ্চুরি (১০৭), রাফসানের ৮৫ ও সোহাগ গাজীর অপরাজিত ৬৮ রানে ভর করে ১১০ ওভার ব্যাটিং করে ৫ উইকেট হারিয়ে ২৯৬ রান তোলে দ্বিতীয় ইনিংসে। ততক্ষণে ম্যাচের সময় অবশ্য শেষ। ফলে ড্রতে শেষ হয় বরিশাল-খুলনার ম্যাচটি। ম্যাচসেরা হয়েছেন খুলনার অলরাউন্ডার জিয়াউর রহমান।

খুলনা জয় না পেলেও পয়েন্ট টেবিলের শীর্ষেই আছে। পঞ্চম রাউন্ড শেষে ১৬ পয়েন্ট নিয়ে প্রথম স্তরের পয়েন্ট টেবিলের শীর্ষে থাকার পাশাপাশি শিরোপার দৌড়েও এগিয়ে রয়েছে তারা।

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি দলে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার
যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি দলে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!